অনলাইন ডেস্ক
ইসরায়েলি সামরিক বাহিনীর পাঁচটি ইউনিট পৃথক ঘটনায় মানবাধিকার লঙ্ঘন করেছে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। তারা বলেছে, অনুসন্ধানে তাদের দায় খুঁজে পাওয়া গেছে। তবে মানবাধিকার লঙ্ঘন করলেও মার্কিন সামরিক সমর্থন অব্যাহত রাখবে বলে তারা জানিয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্টেট ডিপার্টমেন্ট বলেছে, জড়িত সমস্ত ঘটনা বর্তমান যুদ্ধের আগে গাজার বাইরে সংঘটিত হয়েছিল।
তারা জানিয়েছে, ইতিমধ্যে ইসরায়েল চারটি ইউনিটে সংশোধনমূলক ব্যবস্থা নিয়েছে, আর পঞ্চমটিতে ‘অতিরিক্ত তথ্য’ দিয়েছে। এর অর্থ হলো, সমস্ত ইউনিট মার্কিন সামরিক সহায়তার জন্য যোগ্য থাকবে।
ওয়াশিংটন ইসরায়েলের প্রধান সামরিক সমর্থক। তারা প্রতিবছর তিন বিলিয়ন মূল্যের অস্ত্র এবং প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করে।
মার্কিন সরকারের যে কোনো ইসরায়েলি ইউনিটের জন্য এ ধরনের ঘোষণা এটিই প্রথম বলে জানা গেছে।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, পাঁচটি নিরাপত্তা বাহিনীর ইউনিট মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করেছে।
বেদান্ত প্যাটেল বলেন, ‘এই ইউনিটগুলোর মধ্যে চারটি কার্যকরভাবে এই লঙ্ঘনের প্রতিকার করেছে, যা আমরা অংশীদাররা আশা করি।’
আরেক ইউনিটের বিষয়ে বেদান্ত প্যাটেল বলেন, ‘বাকি একটি ইউনিটের জন্য আমরা ইসরায়েল সরকারের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে তারা অতিরিক্ত তথ্য জমা দিয়েছে।’
বেদান্ত আরও বলেন, ‘আমরা একটি প্রক্রিয়ায় তাদের সঙ্গে জড়িত আছি, যখন সেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে, তখন আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্তে যাব।’
সাম্প্রতিক বছরগুলোতে অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে সব ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
১৯৯৭ সালে তৎকালীন সিনেটর প্যাট্রিক লেহি দ্বারা তৈরি করা আমেরিকার ‘লেহি আইন’ এর অধীনে, একটি বিদেশি সামরিক ইউনিট মানবাধিকারের চরম লঙ্ঘন করলে তাদের মার্কিন সামরিক সহায়তা থেকে বাদ দেওয়া যেতে পারে।
মার্কিন সরকার বলেছে, লেহি আইন বাস্তবায়ন করতে তারা নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম এবং ধর্ষণকে এ ধরনের লঙ্ঘন হিসাবে বিবেচনা করে।
যুক্তরাষ্ট্র পঞ্চম ইউনিটে সামরিক সহায়তা কমানোর ঘোষণার দ্বারপ্রান্তে ছিল বলে জানা গেছে, তবে ইসরায়েল থেকে নতুন তথ্যের অর্থ হল তারা পরে সিদ্ধান্ত নেবে।
জড়িত ইউনিটটি নেতজাহ ইয়াহুদা ব্যাটালিয়ন বলে জানা গেছে, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত শুধু পুরুষদের নিয়ে একটি বিশেষ ইউনিট যেখানে অতি-অর্থোডক্স ইহুদিরা কাজ করে।
২০২২ সালে ৮০ বছর বয়সী ফিলিস্তিনি-আমেরিকান ওমর আসাদের মৃত্যু হয়েছিল ইসরায়েলি সেনাদের দ্বারা। পশ্চিম তীরের একটি গ্রামে সৈন্যরা তাঁকে বেঁধে নির্যাতন করে হত্যা করে।
সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পুঙ্খানুপুঙ্খ অপরাধ তদন্ত এবং সম্পূর্ণ জবাবদিহিতার আহ্বান জানায়।
ইসরায়েলি সামরিক বাহিনীর পাঁচটি ইউনিট পৃথক ঘটনায় মানবাধিকার লঙ্ঘন করেছে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। তারা বলেছে, অনুসন্ধানে তাদের দায় খুঁজে পাওয়া গেছে। তবে মানবাধিকার লঙ্ঘন করলেও মার্কিন সামরিক সমর্থন অব্যাহত রাখবে বলে তারা জানিয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্টেট ডিপার্টমেন্ট বলেছে, জড়িত সমস্ত ঘটনা বর্তমান যুদ্ধের আগে গাজার বাইরে সংঘটিত হয়েছিল।
তারা জানিয়েছে, ইতিমধ্যে ইসরায়েল চারটি ইউনিটে সংশোধনমূলক ব্যবস্থা নিয়েছে, আর পঞ্চমটিতে ‘অতিরিক্ত তথ্য’ দিয়েছে। এর অর্থ হলো, সমস্ত ইউনিট মার্কিন সামরিক সহায়তার জন্য যোগ্য থাকবে।
ওয়াশিংটন ইসরায়েলের প্রধান সামরিক সমর্থক। তারা প্রতিবছর তিন বিলিয়ন মূল্যের অস্ত্র এবং প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করে।
মার্কিন সরকারের যে কোনো ইসরায়েলি ইউনিটের জন্য এ ধরনের ঘোষণা এটিই প্রথম বলে জানা গেছে।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, পাঁচটি নিরাপত্তা বাহিনীর ইউনিট মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করেছে।
বেদান্ত প্যাটেল বলেন, ‘এই ইউনিটগুলোর মধ্যে চারটি কার্যকরভাবে এই লঙ্ঘনের প্রতিকার করেছে, যা আমরা অংশীদাররা আশা করি।’
আরেক ইউনিটের বিষয়ে বেদান্ত প্যাটেল বলেন, ‘বাকি একটি ইউনিটের জন্য আমরা ইসরায়েল সরকারের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে তারা অতিরিক্ত তথ্য জমা দিয়েছে।’
বেদান্ত আরও বলেন, ‘আমরা একটি প্রক্রিয়ায় তাদের সঙ্গে জড়িত আছি, যখন সেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে, তখন আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্তে যাব।’
সাম্প্রতিক বছরগুলোতে অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে সব ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
১৯৯৭ সালে তৎকালীন সিনেটর প্যাট্রিক লেহি দ্বারা তৈরি করা আমেরিকার ‘লেহি আইন’ এর অধীনে, একটি বিদেশি সামরিক ইউনিট মানবাধিকারের চরম লঙ্ঘন করলে তাদের মার্কিন সামরিক সহায়তা থেকে বাদ দেওয়া যেতে পারে।
মার্কিন সরকার বলেছে, লেহি আইন বাস্তবায়ন করতে তারা নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম এবং ধর্ষণকে এ ধরনের লঙ্ঘন হিসাবে বিবেচনা করে।
যুক্তরাষ্ট্র পঞ্চম ইউনিটে সামরিক সহায়তা কমানোর ঘোষণার দ্বারপ্রান্তে ছিল বলে জানা গেছে, তবে ইসরায়েল থেকে নতুন তথ্যের অর্থ হল তারা পরে সিদ্ধান্ত নেবে।
জড়িত ইউনিটটি নেতজাহ ইয়াহুদা ব্যাটালিয়ন বলে জানা গেছে, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত শুধু পুরুষদের নিয়ে একটি বিশেষ ইউনিট যেখানে অতি-অর্থোডক্স ইহুদিরা কাজ করে।
২০২২ সালে ৮০ বছর বয়সী ফিলিস্তিনি-আমেরিকান ওমর আসাদের মৃত্যু হয়েছিল ইসরায়েলি সেনাদের দ্বারা। পশ্চিম তীরের একটি গ্রামে সৈন্যরা তাঁকে বেঁধে নির্যাতন করে হত্যা করে।
সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পুঙ্খানুপুঙ্খ অপরাধ তদন্ত এবং সম্পূর্ণ জবাবদিহিতার আহ্বান জানায়।
বিবিসি জানিয়েছে, নিহত আর্মেন সারগসিয়ান ছিলেন ‘আরবাত’ ব্যাটালিয়নের নেতা। সোমবার সকালে মস্কোর উত্তর-পশ্চিমে একটি আবাসিক ভবনের প্রবেশদ্বারে বিস্ফোরণ ঘটলে মারাত্মকভাবে আহত হন তিনি। ঘটনার স্থানটি রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে।
২৭ মিনিট আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ইরানে পুলিশের গাড়ির ওপর নগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছেন এক নারী। এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের কঠোর পোশাকবিধির বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদের সর্বশেষ ঘটনা।
২ ঘণ্টা আগেনতুন পরিসংখ্যানটি এমন এক সময়ে এল যখন ইসরায়েল ও হামাসের মধ্যে একটি অস্ত্রবিরতি চলছে। গত ১৫ মাসের গণহত্যার কার্যত সাময়িক বিরতি এটি। এই সংঘাত ২০২৩ সালের অক্টোবর মাসে হামাসের ইসরায়েলে হামলার পর শুরু হয়। সে সময় হামাসের হামলায়...
২ ঘণ্টা আগেঅন্তরঙ্গ মুহূর্তে পরকীয় প্রেমিককে শ্বাসরোধ করে হত্যা করেছেন এক নারী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বরেলিতে। ৩২ বছর বয়সী এই নারীর ভাষ্য, তাঁর প্রেমিক তাঁকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করে আসছিল। এই অবস্থায় তাঁর সামনে দুটি পথ...
৩ ঘণ্টা আগে