সড়ক দুর্ঘটনার পর আহত মালিককে বাঁচাতে পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির কুকুর। ঘটনাটি পড়ে কোনো সিনেমার গল্প মনে হলেও এমনটি ঘটেছে যুক্তরাষ্ট্রে।
মার্কিন বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় আহন হন এক ব্যক্তি। আহত হওয়ার পর ওই ব্যক্তি হাইপোথার্মিয়ায় ভুগছিলেন। এমন অবস্থা দেখে তাঁর এক বছর বয়সী কুকুর পুলিশ নিয়ে হাজির হয় ঘটনাস্থলে।
নিউ হ্যাম্পশায়ার পুলিশের বরাত দিয়ে এএফপি জানায়, বিপদে নিজ বুদ্ধিমত্তার মাধ্যমে মালিককে সহায়তা করা টিনসলে নামের কুকুরটি শিলো শেফার্ড প্রজাতির। গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার-ভারমন্ট সীমান্তবর্তী এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন টিনসলে ও তার মালিক।
মালিককে আহত অবস্থায় দেখে রাস্তায় গিয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে টিনসলে। পুলিশও বুঝতে পেরে তার পিছু নেওয়া শুরু করে। পরে পুলিশ গিয়ে টিনসলের মালিককে উদ্ধার করে।
একটি বিবৃতিতে নিউ হ্যাম্পশায়ার পুলিশের পক্ষ থেকে বলা হয়, এটি দ্রুত স্পষ্ট হয়ে ওঠে যে টিনসলে দুর্ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নেতৃত্ব দিয়েছে ও আহত যাত্রীদের উদ্ধারে সহায়তা করেছে।
নিউ হ্যাম্পশায়ার পুলিশের কর্মকর্তা ড্যানিয়েল বলদাসারে স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউসিভিবিকে বলেন, কুকুরটি পুলিশকে কিছু দেখানোর চেষ্টা করছিল। কারণ সে পুলিশের কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু পুরোপুরি পালিয়ে যায়নি। কুকুরটি বলতে চাইছিল, আমাকে অনুসরণ করো, অনুসরণ করো।
হার্টফোর্ড দমকল বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন জ্যাক হেজেস বলেন, উদ্ধারকারী বাহিনী আহতদের উদ্ধার করার সময় কুকুরটি মালিকের পাশে শান্তভাবে বসে ছিল।
কুকুরটির মালিক ক্যাম লনড্রি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হননি । তবে তিনি কুকুরের প্রচেষ্টায় খুশি। লনড্রি বলেন, টিনসেকে হরিণের মাংস পুরস্কার হিসেবে দেওয়া হবে।
সড়ক দুর্ঘটনার পর আহত মালিককে বাঁচাতে পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির কুকুর। ঘটনাটি পড়ে কোনো সিনেমার গল্প মনে হলেও এমনটি ঘটেছে যুক্তরাষ্ট্রে।
মার্কিন বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় আহন হন এক ব্যক্তি। আহত হওয়ার পর ওই ব্যক্তি হাইপোথার্মিয়ায় ভুগছিলেন। এমন অবস্থা দেখে তাঁর এক বছর বয়সী কুকুর পুলিশ নিয়ে হাজির হয় ঘটনাস্থলে।
নিউ হ্যাম্পশায়ার পুলিশের বরাত দিয়ে এএফপি জানায়, বিপদে নিজ বুদ্ধিমত্তার মাধ্যমে মালিককে সহায়তা করা টিনসলে নামের কুকুরটি শিলো শেফার্ড প্রজাতির। গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার-ভারমন্ট সীমান্তবর্তী এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন টিনসলে ও তার মালিক।
মালিককে আহত অবস্থায় দেখে রাস্তায় গিয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে টিনসলে। পুলিশও বুঝতে পেরে তার পিছু নেওয়া শুরু করে। পরে পুলিশ গিয়ে টিনসলের মালিককে উদ্ধার করে।
একটি বিবৃতিতে নিউ হ্যাম্পশায়ার পুলিশের পক্ষ থেকে বলা হয়, এটি দ্রুত স্পষ্ট হয়ে ওঠে যে টিনসলে দুর্ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নেতৃত্ব দিয়েছে ও আহত যাত্রীদের উদ্ধারে সহায়তা করেছে।
নিউ হ্যাম্পশায়ার পুলিশের কর্মকর্তা ড্যানিয়েল বলদাসারে স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউসিভিবিকে বলেন, কুকুরটি পুলিশকে কিছু দেখানোর চেষ্টা করছিল। কারণ সে পুলিশের কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু পুরোপুরি পালিয়ে যায়নি। কুকুরটি বলতে চাইছিল, আমাকে অনুসরণ করো, অনুসরণ করো।
হার্টফোর্ড দমকল বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন জ্যাক হেজেস বলেন, উদ্ধারকারী বাহিনী আহতদের উদ্ধার করার সময় কুকুরটি মালিকের পাশে শান্তভাবে বসে ছিল।
কুকুরটির মালিক ক্যাম লনড্রি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হননি । তবে তিনি কুকুরের প্রচেষ্টায় খুশি। লনড্রি বলেন, টিনসেকে হরিণের মাংস পুরস্কার হিসেবে দেওয়া হবে।
ভারত-পাকিস্তানের গত কয়েক দিনের সংঘর্ষে তুরস্ক খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন করেছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
৪২ মিনিট আগে২০২৪ সালের ১৮ আগস্ট। ছুটি কাটানোর শেষ দিন ছিল এটি। বিলাসবহুল বেশিয়ান ইয়টে থাকা অতিথিরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ব্রিটিশ এই প্রমোদতরিটির মালিক মাইক লিঞ্চ। একটি প্রতারণা মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ার খুশিতে তিনি বন্ধু ও পরিবারের সঙ্গে উদ্যাপনে ছিলেন।
১ ঘণ্টা আগেপশ্চিমবঙ্গের তিস্তা অববাহিকায় সম্প্রতি অনুষ্ঠিত ‘তিস্তা প্রহার’ সামরিক মহড়াকে ঘিরে নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে ভারত। শিলিগুড়ি করিডরের কাছে হওয়া এই বৃহৎ মহড়ায় আধুনিক অস্ত্র ও যৌথ যুদ্ধ-কৌশল প্রদর্শনের মাধ্যমে ভারত প্রতিবেশী দেশগুলোকে বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
৩ ঘণ্টা আগেতুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রতিনিধিদল পাঠিয়েছেন। মস্কোর সময় গতকাল বুধবার (১৪ মে) মধ্যরাতের একটু আগে ক্রেমলিন আলোচনায় অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করে।
৪ ঘণ্টা আগে