Ajker Patrika

লকডাউন নয়, টিকা ও মাস্ক পরার ওপর গুরুত্বারোপ বাইডেনের

অনলাইন ডেস্ক
লকডাউন নয়, টিকা ও মাস্ক পরার ওপর গুরুত্বারোপ বাইডেনের

উত্তর আমেরিকায় করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের একদিন পর ওমিক্রন ইস্যুতে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন বলেছেন, এটি উদ্বেগের কারণ কিন্তু আতঙ্কের কারণ নয়। গতকাল সোমবার হোয়াইট হাউস থেকে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে। 

বাইডেন বলেন, মানুষ যদি টিকা নিয়ে থাকে এবং মাস্ক পরে তাহলে এখন লকডাউনের কোনো প্রয়োজন দেখছি না। 

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে নতুন ধকল পর্যালোচনার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে উদ্বেগের কারণ হিসেবে মনে করছে, সেখানে এটি এখনো স্পষ্ট নয় যে এটি আরও সংক্রমণ বা টিকা এড়ানোর ঝুঁকির সঙ্গে যুক্ত কিনা। 

বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামের উন্মাদ কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, ২০২০ সালের জানুয়ারিতে চীনের সঙ্গে সীমিত ভ্রমণ রাখার ফলে যুক্তরাষ্ট্রে করোনা ছড়িয়েছে। আর এর জন্য ট্রাম্পই দায়ী। 

বাইডেন আরও বলেন, যদি প্রয়োজন পড়ে তাহলে নতুন টিকার জন্য টিকা কোম্পানিগুলো ‘আকস্মিক পরিকল্পনা’ তৈরি করবে। 

উল্লেখ্য, বিশ্বে এ পর্যন্ত ১৫০ জনের দেহে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও এর আশপাশের দেশগুলোর ওপর বিশ্বের কমপক্ষে ৭০টি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত