হলিউডের যৌন আবেদনময়ী তারকা ছিলেন মেরিলিন মনরো। ১৯৫০ এবং ১৯৬০ এর দশকের শুরুর দিকে উদ্দাম ও খোলামেলা জীবনাচারের জন্য অসংখ্য পুরুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। তাঁর সঙ্গ পেতে উন্মুখ ছিলেন সেই সময়ের বাঘা-বাঘা সব ব্যক্তি। এসব ব্যক্তির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নামটিও বেশ জোরেশোরে আলোচিত হয়।
১৯৬২ সালের ৪ আগস্ট লস অ্যাঞ্জেলেসে নিজের বাসায় অতিরিক্ত মাদক সেবনে মাত্র ৩৬ বছর বয়সে মৃত্যু হয় মনরোর। তবে তাঁর এই মৃত্যু নিয়ে নানা তত্ত্ব প্রচলিত আছে। এই মৃত্যুটিকে কেউ বলেন আত্মহত্যা, আবার কেউ কেউ এটিকে বিষপ্রয়োগে হত্যা বলেও দাবি করেন।
মৃত্যুর ৬২ বছর পরও মেরিলিন মনরোর আবেদন এখনো কমেনি। আর তাই হয়তো শুধুমাত্র তাঁর কাছাকাছি একটি সমাধি ভল্টে থাকতে ১ লাখ ৯৫ হাজার ডলার খরচ করলেন এক ব্যক্তি। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ২ কোটি ১৩ লাখ টাকারও বেশি।
আজ সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের প্রযুক্তি বিনিয়োগকারী অ্যান্টনি জাবিন ওই সমাধিটি কিনে নিয়েছেন। কারণ তিনি সব সময় এমনকি মৃত্যুর পরও মনরোর পাশে থাকার স্বপ্ন দেখেন।
তবে মনরোর ঠিক পাশের ভল্টটি জাবিনের আগেই ১৯৯২ সালে কিনে নিয়েছিলেন আরেকজন। সেই ব্যক্তি আর কেউ নন, প্লেবয় ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা হিউ হেফনার। ২০১৭ সালে হেফনারের মৃত্যুর পর তাঁকে মনরোর পাশের ভল্টে সমাধিস্থ করা হয়।
প্রতি বছর অসংখ্য ভক্ত অনুরাগী ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত মেরিলিন মনরোর সমাধি দেখতে যান। জেন্টলম্যান প্রেফার ব্লন্ডিস, সাম লাইক ইট হট এবং হাউ টু ম্যারি অ্যা মিলিয়নিয়ার সহ হলিউডের নামকরা সব সিনেমার নায়িকা ছিলেন তিনি।
মনরোর কাছাকাছি সমাধিস্থল কেনা ছাড়াও ইতিপূর্বে তাঁর একটি সাঁতারের পোশাকও কিনেছিলেন জাবিন। মনরোর একটি গোলাপি সিল্ক পুচ্চি পোশাক এক সময় নিলামে বিক্রি হয়েছিল ৩ লাখ ২৫ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে তিন কোটি টাকারও বেশি। তাঁর ব্যবহৃত একটি লিপস্টিক বাংলাদেশি মুদ্রার মান অনুযায়ী ৭১ লাখ টাকারও বেশি দামে বিক্রি হয়েছিল।
হলিউডের যৌন আবেদনময়ী তারকা ছিলেন মেরিলিন মনরো। ১৯৫০ এবং ১৯৬০ এর দশকের শুরুর দিকে উদ্দাম ও খোলামেলা জীবনাচারের জন্য অসংখ্য পুরুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। তাঁর সঙ্গ পেতে উন্মুখ ছিলেন সেই সময়ের বাঘা-বাঘা সব ব্যক্তি। এসব ব্যক্তির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির নামটিও বেশ জোরেশোরে আলোচিত হয়।
১৯৬২ সালের ৪ আগস্ট লস অ্যাঞ্জেলেসে নিজের বাসায় অতিরিক্ত মাদক সেবনে মাত্র ৩৬ বছর বয়সে মৃত্যু হয় মনরোর। তবে তাঁর এই মৃত্যু নিয়ে নানা তত্ত্ব প্রচলিত আছে। এই মৃত্যুটিকে কেউ বলেন আত্মহত্যা, আবার কেউ কেউ এটিকে বিষপ্রয়োগে হত্যা বলেও দাবি করেন।
মৃত্যুর ৬২ বছর পরও মেরিলিন মনরোর আবেদন এখনো কমেনি। আর তাই হয়তো শুধুমাত্র তাঁর কাছাকাছি একটি সমাধি ভল্টে থাকতে ১ লাখ ৯৫ হাজার ডলার খরচ করলেন এক ব্যক্তি। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ২ কোটি ১৩ লাখ টাকারও বেশি।
আজ সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের প্রযুক্তি বিনিয়োগকারী অ্যান্টনি জাবিন ওই সমাধিটি কিনে নিয়েছেন। কারণ তিনি সব সময় এমনকি মৃত্যুর পরও মনরোর পাশে থাকার স্বপ্ন দেখেন।
তবে মনরোর ঠিক পাশের ভল্টটি জাবিনের আগেই ১৯৯২ সালে কিনে নিয়েছিলেন আরেকজন। সেই ব্যক্তি আর কেউ নন, প্লেবয় ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা হিউ হেফনার। ২০১৭ সালে হেফনারের মৃত্যুর পর তাঁকে মনরোর পাশের ভল্টে সমাধিস্থ করা হয়।
প্রতি বছর অসংখ্য ভক্ত অনুরাগী ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অবস্থিত মেরিলিন মনরোর সমাধি দেখতে যান। জেন্টলম্যান প্রেফার ব্লন্ডিস, সাম লাইক ইট হট এবং হাউ টু ম্যারি অ্যা মিলিয়নিয়ার সহ হলিউডের নামকরা সব সিনেমার নায়িকা ছিলেন তিনি।
মনরোর কাছাকাছি সমাধিস্থল কেনা ছাড়াও ইতিপূর্বে তাঁর একটি সাঁতারের পোশাকও কিনেছিলেন জাবিন। মনরোর একটি গোলাপি সিল্ক পুচ্চি পোশাক এক সময় নিলামে বিক্রি হয়েছিল ৩ লাখ ২৫ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে তিন কোটি টাকারও বেশি। তাঁর ব্যবহৃত একটি লিপস্টিক বাংলাদেশি মুদ্রার মান অনুযায়ী ৭১ লাখ টাকারও বেশি দামে বিক্রি হয়েছিল।
ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণকে ‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। এসবের মধ্যে অন্তত কিছু ঘটনার জন্য তিনি ইসরায়েলের সম্ভাব্য তৎপরতাকে দায়ী করেছেন।
৮ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সিডনিতে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আজ রোববার (৩ আগস্ট) লাখো মানুষ অংশ নিয়েছেন ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে। ‘মার্চ ফর হিউম্যানিটি’ নামে এই বিক্ষোভ মিছিল বিখ্যাত সিডনি হারবার ব্রিজের ওপর অবস্থান নেয়। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে শেষ মুহূর্তে এই মিছিলের বৈধতা দেয়
১০ ঘণ্টা আগেভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির লোদী কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত সম্প্রতি বঙ্গভবনের অফিসার-ইন-চার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতেই বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
১০ ঘণ্টা আগেজেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে সতর্ক করেছে—এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলজুড়ে সংঘাতের আগুনে ঘি ঢেলে দেবে।
১১ ঘণ্টা আগে