Ajker Patrika

নির্বাচনে হারার পর ট্রাম্পকে ইরানে হামলা চালাতে বলেছিলেন নেতানিয়াহু

নির্বাচনে হারার পর ট্রাম্পকে ইরানে হামলা চালাতে বলেছিলেন নেতানিয়াহু

ক্ষমতা ছাড়ার পরেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলা চালানোর জন্য আহ্বান জানিয়েছিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্কারের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

নিউ ইয়র্কারের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের চারপাশে ইরানবিরোধী অনেকেই ছিলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সুসম্পর্ক ছিল । ট্রাম্প নির্বাচনে হেরে যাওয়ার পর ইরানে হামলা চালাতে বলেছিলেন ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী।

নিউ ইয়র্কারের প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলি তখন ট্রাম্পকে হামলা চালাতে বারণ করেছিলেন।

নিউ ইয়র্কার প্রতিবেদন অনুযায়ী, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়ানও তখন ট্রাম্পকে বলেছিলেন যে ওই মুহূর্তে ইরানে হামলা চালানো সম্ভব নয়।

এ নিয়ে যৌথ বাহিনীর প্রধান জেনারেল মার্ক মিলি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে জিজ্ঞেস করেছিলেন কেন তারা ইরানে হামলা চালাতে চায়। তখন পেন্স বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে চায় কারণ তারা শয়তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত