Ajker Patrika

ইসরায়েলকে অবশ্যই রাফাহবাসীর সুরক্ষা নিশ্চিত করতে হবে, নেতানিয়াহুকে বাইডেন

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ৪৬
ইসরায়েলকে অবশ্যই রাফাহবাসীর সুরক্ষা নিশ্চিত করতে হবে, নেতানিয়াহুকে বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলকে অবশ্যই রাফাহবাসীর সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং কোনো বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ছাড়া অঞ্চলটিতে সামরিক অভিযান চালানো যাবে না। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে বাইডেন এই আহ্বান জানিয়েছেন।

মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজ হোয়াইট হাউসের বরাত দিয়ে জানিয়েছে, এই নিয়ে এক সপ্তাহের কম সময়ের মধ্যে বাইডেন নেতানিয়াহুকে সতর্ক করলেন। এর আগেও বাইডেন একবার ইসরায়েলকে রাফাহে অভিযান চালানো থেকে বিরত থাকার বিষয়ে আহ্বান জানিয়েছিলেন।

হোয়াইট হাউস জানিয়েছে, নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে বাইডেন বলেছেন, একটি বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ছাড়া রাফাহে অভিযান পরিচালনায় ইসরায়েলের অগ্রসর হওয়া উচিত হবে না। বাইডেন আরও বলেছেন, গাজা উপত্যকার এই ছোট্ট অঞ্চলে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি ফিলিস্তিনির নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইসরায়েলকে। অন্যথায় সেখানে অভিযান চালানো যাবে না।
 
টেলিফোন আলাপে বাইডেন ও নেতানিয়াহু হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার বিষয়টি নিয়েও কথা বলেন। এ সময় বাইডেন জানান, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র সময়ের সঙ্গে সঙ্গে কাজ করে যাবে এবং জিম্মিদের মুক্ত করার বিষয়ে সর্বাত্মক পদক্ষেপ নেবে। 

এর আগে, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়ে ১ হাজার ১৩৯ জনকে হত্যা করে এবং ২৫৩ জনকে জিম্মি করে নিয়ে আসে। প্রতিক্রিয়ায় সেদিনই গাজায় হামলা শুরু করে ইসরায়েল। 

গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলা এখনো বন্ধ হয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে এখন পর্যন্ত অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় অন্তত ২৮ হাজার ৬৬৩ জন নিহত হয়েছে। নিহতদের ৭০ শতাংশেরও বেশি শিশু ও নারী। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ৬৯ হাজার ফিলিস্তিনি। এ ছাড়া ইসরায়েলি নির্বিচার হামলার মুখে গাজার প্রায় শতভাগ মানুষই বাস্তুচ্যুত হয়েছে। সংখ্যার বিচারে তা ২০ লাখেরও বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত