যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলকে অবশ্যই রাফাহবাসীর সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং কোনো বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ছাড়া অঞ্চলটিতে সামরিক অভিযান চালানো যাবে না। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে বাইডেন এই আহ্বান জানিয়েছেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজ হোয়াইট হাউসের বরাত দিয়ে জানিয়েছে, এই নিয়ে এক সপ্তাহের কম সময়ের মধ্যে বাইডেন নেতানিয়াহুকে সতর্ক করলেন। এর আগেও বাইডেন একবার ইসরায়েলকে রাফাহে অভিযান চালানো থেকে বিরত থাকার বিষয়ে আহ্বান জানিয়েছিলেন।
হোয়াইট হাউস জানিয়েছে, নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে বাইডেন বলেছেন, একটি বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ছাড়া রাফাহে অভিযান পরিচালনায় ইসরায়েলের অগ্রসর হওয়া উচিত হবে না। বাইডেন আরও বলেছেন, গাজা উপত্যকার এই ছোট্ট অঞ্চলে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি ফিলিস্তিনির নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইসরায়েলকে। অন্যথায় সেখানে অভিযান চালানো যাবে না।
টেলিফোন আলাপে বাইডেন ও নেতানিয়াহু হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার বিষয়টি নিয়েও কথা বলেন। এ সময় বাইডেন জানান, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র সময়ের সঙ্গে সঙ্গে কাজ করে যাবে এবং জিম্মিদের মুক্ত করার বিষয়ে সর্বাত্মক পদক্ষেপ নেবে।
এর আগে, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়ে ১ হাজার ১৩৯ জনকে হত্যা করে এবং ২৫৩ জনকে জিম্মি করে নিয়ে আসে। প্রতিক্রিয়ায় সেদিনই গাজায় হামলা শুরু করে ইসরায়েল।
গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলা এখনো বন্ধ হয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে এখন পর্যন্ত অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় অন্তত ২৮ হাজার ৬৬৩ জন নিহত হয়েছে। নিহতদের ৭০ শতাংশেরও বেশি শিশু ও নারী। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ৬৯ হাজার ফিলিস্তিনি। এ ছাড়া ইসরায়েলি নির্বিচার হামলার মুখে গাজার প্রায় শতভাগ মানুষই বাস্তুচ্যুত হয়েছে। সংখ্যার বিচারে তা ২০ লাখেরও বেশি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলকে অবশ্যই রাফাহবাসীর সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং কোনো বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ছাড়া অঞ্চলটিতে সামরিক অভিযান চালানো যাবে না। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে বাইডেন এই আহ্বান জানিয়েছেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজ হোয়াইট হাউসের বরাত দিয়ে জানিয়েছে, এই নিয়ে এক সপ্তাহের কম সময়ের মধ্যে বাইডেন নেতানিয়াহুকে সতর্ক করলেন। এর আগেও বাইডেন একবার ইসরায়েলকে রাফাহে অভিযান চালানো থেকে বিরত থাকার বিষয়ে আহ্বান জানিয়েছিলেন।
হোয়াইট হাউস জানিয়েছে, নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে বাইডেন বলেছেন, একটি বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ছাড়া রাফাহে অভিযান পরিচালনায় ইসরায়েলের অগ্রসর হওয়া উচিত হবে না। বাইডেন আরও বলেছেন, গাজা উপত্যকার এই ছোট্ট অঞ্চলে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি ফিলিস্তিনির নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইসরায়েলকে। অন্যথায় সেখানে অভিযান চালানো যাবে না।
টেলিফোন আলাপে বাইডেন ও নেতানিয়াহু হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার বিষয়টি নিয়েও কথা বলেন। এ সময় বাইডেন জানান, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র সময়ের সঙ্গে সঙ্গে কাজ করে যাবে এবং জিম্মিদের মুক্ত করার বিষয়ে সর্বাত্মক পদক্ষেপ নেবে।
এর আগে, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়ে ১ হাজার ১৩৯ জনকে হত্যা করে এবং ২৫৩ জনকে জিম্মি করে নিয়ে আসে। প্রতিক্রিয়ায় সেদিনই গাজায় হামলা শুরু করে ইসরায়েল।
গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলা এখনো বন্ধ হয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে এখন পর্যন্ত অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় অন্তত ২৮ হাজার ৬৬৩ জন নিহত হয়েছে। নিহতদের ৭০ শতাংশেরও বেশি শিশু ও নারী। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ৬৯ হাজার ফিলিস্তিনি। এ ছাড়া ইসরায়েলি নির্বিচার হামলার মুখে গাজার প্রায় শতভাগ মানুষই বাস্তুচ্যুত হয়েছে। সংখ্যার বিচারে তা ২০ লাখেরও বেশি।
মূলত তিনি ইতালির নাগরিক। তবে তাঁর জন্মের আগেই ফ্যাসিবাদের নিপীড়ন থেকে বাঁচতে আর্জেন্টিনায় পালিয়ে আসেন তাঁর বাবা-মা। পরে সেখানে থাকতেই জন্ম হয় মারিওর। পাঁচ ভাই-বোনের মধ্যে মারিওই ছিলেন সবার বড়। তরুণ বয়সে নিজের ও পরিবারের দায়িত্ব ঘাড়ে এসে পড়ায় তিনি ঝাড়ুদার-নাইটক্লাবে নিরাপত্তাকর্মীর...
৩১ মিনিট আগেক্যাথলিক খ্রিষ্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে আজ সোমবার মারা যান তিনি। ভ্যাটিকানের বিবৃতির বরাত দিয়ে এই মৃত্যু সংবাদ জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেভেনেজুয়েলার কারাগারে আটক রাজনৈতিক বন্দীদের বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ২৫২ ভেনেজুয়েলান বন্দীকে প্রত্যর্পণের প্রস্তাব দিয়েছে এল সালভাদর। গতকাল রোববার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এ প্রস্তাব দেন দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে।
৩ ঘণ্টা আগেগাজায় ১৫ জন জরুরি ত্রাণকর্মী এবং চিকিৎসকের মৃত্যুর জন্য কিছু সদস্যের পেশাগত ব্যর্থতাকে দায়ী করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। এতগুলো মানুষের জীবন শেষ করার পেছনে তাদের সাফাই—কমান্ড সংক্রান্ত ভুল বোঝাবুঝি এবং কিছু সেনার আদেশ লঙ্ঘনের কারণে এমন ঘটেছে। তবে, হামলায় নিহতদের মধ্যে ৬ জন হামাস সদস্য বলেও
৩ ঘণ্টা আগে