Ajker Patrika

ভাইকে সাহায্য করার অভিযোগ সিএনএনের উপস্থাপক বরখাস্ত 

ভাইকে সাহায্য করার অভিযোগ সিএনএনের উপস্থাপক বরখাস্ত 

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তাঁকে সাহায্য করেছিলেন মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের উপস্থাপক ক্রিস কুয়োমো। আর এ কারণে তাঁকে বরখাস্ত করেছে সিএনএন। স্থানীয় সময় মঙ্গলবার সিএনএনের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 

করোনা মহামারির শুরুতে, অ্যান্ড্রু কুয়োমো এবং ক্রিস কুয়োমো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। নিউ ইয়র্কে করোনার প্রকোপ বাড়ার পর এ নিয়ে দৈনিক ব্রিফ করে প্রশংসিত হন শহরটির তৎকালীন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। কিন্তু কয়েক মাস পরে তাঁর বিরুদ্ধে ১১ জন নারীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে। এই অভিযোগে গত আগস্টে অ্যান্ড্রু কুয়োমো পদত্যাগ করেন। 

গত অক্টোবরে, ৬৩ বছর বয়সী অ্যান্ড্রু কুয়োমোর জোরপূর্বক স্পর্শ করার জন্য অপরাধে মামলা দায়ের করা হয়। সিএনএন জানায়, যৌন হয়রানির অভিযোগ থেকে ভাইকে বাঁচাতে চেষ্টা করেছিলেন ক্রিস কুয়োমো। 

এ নিয়ে মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার সিএনএনের মুখপাত্র বলেন, নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের অফিসের নথি থেকে বোঝা যায় যে ক্রিস কুয়োমো তাঁর ভাইকে বাঁচানোর চেষ্টা চালিয়েছে।

ওই মুখপাত্র আরও বলেন, সিএনএন বুঝতে পেরেছে যে ক্রিস কুয়োমোর কাছে তাঁর পরিবার প্রথম এবং এরপর হলো চাকরি। সবকিছু বিবেচনা করে অনির্দিষ্ট সময়ের জন্য তাঁকে বরখাস্ত করা হলো।

নিউ ইয়র্কের সাবেক গভর্নর মারিও কুয়োমোর ছেলে অ্যান্ড্রু কুয়োমো এবং ক্রিস কুয়োমো। গতকাল মঙ্গলবার সিএনএনে ক্রিস কুয়োমোর অনুষ্ঠানে অ্যান্ডারসন কুপারকে উপস্থাপনা করতে দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-আগস্টে ‘ম্যাস কিলিং’ হয়েছে, ‘জেনোসাইড’ নয়: চিফ প্রসিকিউটর

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

মধ্যরাতে বিলুপ্ত এনবিআর, জন্ম নিল দুই বিভাগ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, জানাল অন্তর্বর্তী সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত