চার বছর আগে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সংঘটিত দাঙ্গায় অংশ নিয়ে কারাগারে থাকা এক নারী ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ক্ষমা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ‘সেদিন আমরা ভুল করেছি।’
বুধবার বিবিসি জানিয়েছে, দাঙ্গায় অভিযুক্ত পামেলা হেমফিল নিজের দোষ স্বীকার করে ইতিমধ্যে ৬০ দিনের কারাদণ্ড ভোগ করেছেন। তিনি মনে করেন, ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গার জন্য কোনো ক্ষমাই গ্রহণ করা উচিত নয়।
হেমফিল মত দিয়েছেন, এই ধরনের ক্ষমা সেদিনের ক্যাপিটল পুলিশ অফিসার, আইন শৃঙ্খলা এবং পুরো জাতিকে অপমান করার শামিল হবে।
তিনি বলেন, ‘আমি দোষ স্বীকার করেছি, কারণ আমি দোষী। ক্ষমা গ্রহণ করলে তা তাদের মিথ্যা বর্ণনা ও বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টায় সমর্থন করার মতো হয়ে যাবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মাগা গ্র্যানি’ নামে পরিচিত হেমফিল ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানকে ইঙ্গিত করে বলেন—ট্রাম্প প্রশাসন ইতিহাস পুনর্লিখনের চেষ্টা করছে এবং তিনি এর অংশ হতে চান না।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজডে প্রোগ্রামে হেমফিল বলেন, ‘সেদিন আমরা ভুল করেছি, আমরা আইন ভেঙেছি, কোনো ক্ষমাই হওয়া উচিত নয়।’
উল্লেখ্য, প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনকে উল্টে দেওয়ার চেষ্টার ঘটনায় জড়িত প্রায় ১ হাজার ৬০০ জনের দণ্ড মওকুফ ঘোষণা করেন। হোয়াইট হাউসে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই লোকেরা ইতিমধ্যে কারাগারে দীর্ঘ সময় পার করেছে। তাদের অমানবিক পরিস্থিতিতে রাখা হয়েছিল। এটি ভয়াবহ ছিল।’
ট্রাম্পের এই সিদ্ধান্ত রিপাবলিকান রাজনীতিবিদদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। উত্তর ক্যারোলিনার সিনেটর থম টিলিস বলেন, ‘আমি এই সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারি না। এটি ক্যাপিটল হিলের নিরাপত্তার জন্য বৈধ উদ্বেগ সৃষ্টি করে।’
ওকলাহোমার রিপাবলিকান সিনেটর জেমস ল্যাংফোর্ড সিএনএনকে বলেন, ‘আমাদের উচিত আইন এবং শৃঙ্খলার প্রতি দায়বদ্ধ থাকা। একজন পুলিশ অফিসারের ওপর আক্রমণ একটি গুরুতর বিষয় এবং এর জন্য মূল্য দিতে হবে।’
চার বছর আগে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সংঘটিত দাঙ্গায় অংশ নিয়ে কারাগারে থাকা এক নারী ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ক্ষমা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ‘সেদিন আমরা ভুল করেছি।’
বুধবার বিবিসি জানিয়েছে, দাঙ্গায় অভিযুক্ত পামেলা হেমফিল নিজের দোষ স্বীকার করে ইতিমধ্যে ৬০ দিনের কারাদণ্ড ভোগ করেছেন। তিনি মনে করেন, ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গার জন্য কোনো ক্ষমাই গ্রহণ করা উচিত নয়।
হেমফিল মত দিয়েছেন, এই ধরনের ক্ষমা সেদিনের ক্যাপিটল পুলিশ অফিসার, আইন শৃঙ্খলা এবং পুরো জাতিকে অপমান করার শামিল হবে।
তিনি বলেন, ‘আমি দোষ স্বীকার করেছি, কারণ আমি দোষী। ক্ষমা গ্রহণ করলে তা তাদের মিথ্যা বর্ণনা ও বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টায় সমর্থন করার মতো হয়ে যাবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মাগা গ্র্যানি’ নামে পরিচিত হেমফিল ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানকে ইঙ্গিত করে বলেন—ট্রাম্প প্রশাসন ইতিহাস পুনর্লিখনের চেষ্টা করছে এবং তিনি এর অংশ হতে চান না।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজডে প্রোগ্রামে হেমফিল বলেন, ‘সেদিন আমরা ভুল করেছি, আমরা আইন ভেঙেছি, কোনো ক্ষমাই হওয়া উচিত নয়।’
উল্লেখ্য, প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনকে উল্টে দেওয়ার চেষ্টার ঘটনায় জড়িত প্রায় ১ হাজার ৬০০ জনের দণ্ড মওকুফ ঘোষণা করেন। হোয়াইট হাউসে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই লোকেরা ইতিমধ্যে কারাগারে দীর্ঘ সময় পার করেছে। তাদের অমানবিক পরিস্থিতিতে রাখা হয়েছিল। এটি ভয়াবহ ছিল।’
ট্রাম্পের এই সিদ্ধান্ত রিপাবলিকান রাজনীতিবিদদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। উত্তর ক্যারোলিনার সিনেটর থম টিলিস বলেন, ‘আমি এই সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারি না। এটি ক্যাপিটল হিলের নিরাপত্তার জন্য বৈধ উদ্বেগ সৃষ্টি করে।’
ওকলাহোমার রিপাবলিকান সিনেটর জেমস ল্যাংফোর্ড সিএনএনকে বলেন, ‘আমাদের উচিত আইন এবং শৃঙ্খলার প্রতি দায়বদ্ধ থাকা। একজন পুলিশ অফিসারের ওপর আক্রমণ একটি গুরুতর বিষয় এবং এর জন্য মূল্য দিতে হবে।’
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে