আজকের পত্রিকা ডেস্ক
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবের জবাব দেয়। এতে হামাস কিছু ‘যদি, কিন্তু’ রাখলেও বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখে। এরপর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেন।
তবে হামাসের প্রতিক্রিয়ার বিষয়ে নেতানিয়াহুর ধারণা ভিন্ন ছিল। এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেন, ‘বিবি (নেতানিয়াহুর ডাকনাম) ট্রাম্পকে বলেন, এটা উদ্যাপনের কিছু নয় এবং এর কোনো মানে নেই।’
ট্রাম্প তখন কড়া সুরে নেতানিয়াহুকে ইংরেজি ‘এফ বর্গীয় গালি’ উচ্চারণ করে উত্তর দেন, ‘আমি জানি না, তুমি কেন সব সময় এত ফা***ং নেতিবাচক। এটা একটি জয়। এটি মেনে নাও।’
অপর দুই মার্কিন কর্মকর্তা এই কথোপকথনের সত্যতা নিশ্চিত করেছেন। এতে দেখা যায় ট্রাম্প কতটা দৃঢ়ভাবে নেতানিয়াহুর অনিশ্চয়তাকে পেছনে ঠেলে দিতে চাইছেন। তাঁরা বলছেন, হামাস যদি চুক্তি করতে চায়, তবে তিনি নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করার জন্য রাজি করাতে চান।
ট্রাম্পের পরিকল্পনার ওপর হামাসের আনুষ্ঠানিক জবাবে বলা হয়েছে, তারা সব বাকি জিম্মিকে মুক্তি দিতে রাজি, বিনিময়ে যুদ্ধ বন্ধ এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করতে। তবে গোষ্ঠীটি অনেক বিষয়ে বিস্তারিত আলোচনার অনুরোধ করেছে।
এক ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, শুক্রবার ব্যক্তিগত পরামর্শকালে, নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে তিনি হামাসের জবাবকে ট্রাম্পের পরিকল্পনার প্রত্যাখ্যান হিসেবে দেখছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করতে চান যাতে এমন ভাব তৈরি না হয় যে হামাস ইতিবাচক জবাব দিয়েছে।
ট্রাম্পের মনোভাব সম্পূর্ণ ভিন্ন। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, তিনি চিন্তিত ছিলেন হামাস পরিকল্পনাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করবে, কিন্তু বাস্তব জবাবকে একটি চুক্তির সম্ভাবনা হিসেবে দেখেছেন। ট্রাম্প যখন নেতানিয়াহুকে ফোন করেন, তখন প্রধানমন্ত্রীর কাছে যা প্রত্যাশা করেছিলেন তার চেয়ে আলাদা প্রতিক্রিয়া দেন তিনি। এ জন্যই ট্রাম্পের উত্তেজিত প্রতিক্রিয়া।
শনিবার ট্রাম্প অ্যাক্সিওসকে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেন, তিনি নেতানিয়াহুকে বলেছিলেন এটি তাঁর ‘জয়ের সুযোগ’ এবং শেষ পর্যন্ত নেতানিয়াহু রাজি হয়েছেন। ট্রাম্প বলেন, ‘তিনি এটা নিয়ে ঠিক ছিলেন। তাঁর অবশ্যই ঠিক থাকতে হবে। তাঁর কোনো বিকল্প নেই। আমার সঙ্গে, আপনাকে ঠিক থাকতে হবে।’
নেতানিয়াহুর সঙ্গে ফোনের কিছুক্ষণ পর ট্রাম্প এক বিবৃতি জারি করেন, যেখানে তিনি ইসরায়েলকে গাজায় বিমান হামলা বন্ধ করার আহ্বান জানান। তিন ঘণ্টা পরে নেতানিয়াহু সেই নির্দেশ দেন।
শনিবার নেতানিয়াহুর সহকর্মীরা জোর দিয়ে বলেন, ট্রাম্পের প্রস্তাব নিয়ে তিনি এবং ট্রাম্প পুরোপুরি একমত। নেতানিয়াহু এক ভিডিও বার্তায় ট্রাম্পের প্রশংসা করেছেন এবং ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের সেই অংশগুলোকে গুরুত্ব দিয়েছেন, যা তিনি সমর্থন করেন।
এক মার্কিন কর্মকর্তা বলেন, শুক্রবারের ফোনালাপে তাঁদের মধ্যে সম্পর্ক অনেক বেশি বিরোধপূর্ণ ছিল এবং ট্রাম্প বিরক্ত ছিলেন। অপর দুই মার্কিন কর্মকর্তা জোর দিয়ে বলেন, ‘কঠোর ও দৃঢ়’ আলোচনার পরও তাঁরা চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছেন।
এক কর্মকর্তা বলেন, ‘শেষ পর্যন্ত, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চান এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশাসন ইতিমধ্যেই ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এটি বাস্তবায়নের জন্য।’
হোয়াইট হাউস ফোনালাপের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবের জবাব দেয়। এতে হামাস কিছু ‘যদি, কিন্তু’ রাখলেও বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখে। এরপর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেন।
তবে হামাসের প্রতিক্রিয়ার বিষয়ে নেতানিয়াহুর ধারণা ভিন্ন ছিল। এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেন, ‘বিবি (নেতানিয়াহুর ডাকনাম) ট্রাম্পকে বলেন, এটা উদ্যাপনের কিছু নয় এবং এর কোনো মানে নেই।’
ট্রাম্প তখন কড়া সুরে নেতানিয়াহুকে ইংরেজি ‘এফ বর্গীয় গালি’ উচ্চারণ করে উত্তর দেন, ‘আমি জানি না, তুমি কেন সব সময় এত ফা***ং নেতিবাচক। এটা একটি জয়। এটি মেনে নাও।’
অপর দুই মার্কিন কর্মকর্তা এই কথোপকথনের সত্যতা নিশ্চিত করেছেন। এতে দেখা যায় ট্রাম্প কতটা দৃঢ়ভাবে নেতানিয়াহুর অনিশ্চয়তাকে পেছনে ঠেলে দিতে চাইছেন। তাঁরা বলছেন, হামাস যদি চুক্তি করতে চায়, তবে তিনি নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করার জন্য রাজি করাতে চান।
ট্রাম্পের পরিকল্পনার ওপর হামাসের আনুষ্ঠানিক জবাবে বলা হয়েছে, তারা সব বাকি জিম্মিকে মুক্তি দিতে রাজি, বিনিময়ে যুদ্ধ বন্ধ এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করতে। তবে গোষ্ঠীটি অনেক বিষয়ে বিস্তারিত আলোচনার অনুরোধ করেছে।
এক ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, শুক্রবার ব্যক্তিগত পরামর্শকালে, নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে তিনি হামাসের জবাবকে ট্রাম্পের পরিকল্পনার প্রত্যাখ্যান হিসেবে দেখছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করতে চান যাতে এমন ভাব তৈরি না হয় যে হামাস ইতিবাচক জবাব দিয়েছে।
ট্রাম্পের মনোভাব সম্পূর্ণ ভিন্ন। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, তিনি চিন্তিত ছিলেন হামাস পরিকল্পনাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করবে, কিন্তু বাস্তব জবাবকে একটি চুক্তির সম্ভাবনা হিসেবে দেখেছেন। ট্রাম্প যখন নেতানিয়াহুকে ফোন করেন, তখন প্রধানমন্ত্রীর কাছে যা প্রত্যাশা করেছিলেন তার চেয়ে আলাদা প্রতিক্রিয়া দেন তিনি। এ জন্যই ট্রাম্পের উত্তেজিত প্রতিক্রিয়া।
শনিবার ট্রাম্প অ্যাক্সিওসকে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেন, তিনি নেতানিয়াহুকে বলেছিলেন এটি তাঁর ‘জয়ের সুযোগ’ এবং শেষ পর্যন্ত নেতানিয়াহু রাজি হয়েছেন। ট্রাম্প বলেন, ‘তিনি এটা নিয়ে ঠিক ছিলেন। তাঁর অবশ্যই ঠিক থাকতে হবে। তাঁর কোনো বিকল্প নেই। আমার সঙ্গে, আপনাকে ঠিক থাকতে হবে।’
নেতানিয়াহুর সঙ্গে ফোনের কিছুক্ষণ পর ট্রাম্প এক বিবৃতি জারি করেন, যেখানে তিনি ইসরায়েলকে গাজায় বিমান হামলা বন্ধ করার আহ্বান জানান। তিন ঘণ্টা পরে নেতানিয়াহু সেই নির্দেশ দেন।
শনিবার নেতানিয়াহুর সহকর্মীরা জোর দিয়ে বলেন, ট্রাম্পের প্রস্তাব নিয়ে তিনি এবং ট্রাম্প পুরোপুরি একমত। নেতানিয়াহু এক ভিডিও বার্তায় ট্রাম্পের প্রশংসা করেছেন এবং ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের সেই অংশগুলোকে গুরুত্ব দিয়েছেন, যা তিনি সমর্থন করেন।
এক মার্কিন কর্মকর্তা বলেন, শুক্রবারের ফোনালাপে তাঁদের মধ্যে সম্পর্ক অনেক বেশি বিরোধপূর্ণ ছিল এবং ট্রাম্প বিরক্ত ছিলেন। অপর দুই মার্কিন কর্মকর্তা জোর দিয়ে বলেন, ‘কঠোর ও দৃঢ়’ আলোচনার পরও তাঁরা চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছেন।
এক কর্মকর্তা বলেন, ‘শেষ পর্যন্ত, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চান এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশাসন ইতিমধ্যেই ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এটি বাস্তবায়নের জন্য।’
হোয়াইট হাউস ফোনালাপের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।
ভারতের পাঞ্জাবে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন একজন সিনিয়র আইপিএস কর্মকর্তা। আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে রোপার রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হরচরণ সিং ভাল্লারকে আটক করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। এ সময় তাঁর কাছ থেকে বিপুল নগদ টাকা, স্বর্ণালংকার, বিলাসবহুল গাড়ি, দামি
৬ ঘণ্টা আগেভারতের কেরালায় বুধবার (১৫ অক্টোবর) মারা যান কেনিয়ার বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তাঁর মরদেহ একনজর দেখার জন্য কেনিয়ার রাজধানী নাইরোবিতে অপেক্ষা করছিলেন বিপুলসংখ্যক সমর্থক। তাঁদের ওপর নিরাপত্তা বাহিনী গুলি চালালে অন্তত ৪ জন নিহত হন বলে জানিয়েছে স্থানীয়
৬ ঘণ্টা আগেদুই বছর আগে সাজানো-গোছানো এক শহর ছিল গাজা। এ শহরে ছিল বসবাসের উপযোগী ঘরবাড়ি, বাচ্চাদের জন্য স্কুল, চিকিৎসার জন্য হাসপাতাল। কিন্তু ২০২৩ সালের অক্টোবরের পর সবকিছু ধ্বংস হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে আধুনিক ইতিহাসের নজিরবিহীন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।
৭ ঘণ্টা আগেআমেরিকান ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ‘জনসন অ্যান্ড জনসন’-এর বিরুদ্ধে ব্রিটেনে প্রায় ৩ হাজার ভুক্তভোগী মামলা করেছেন। তাঁদের অভিযোগ, কোম্পানিটি জানত তাদের ট্যালকম পাউডার ক্ষতিকর ‘অ্যাসবাস্টাস’ মিশ্রিত ছিল, যা মারাত্মক ক্যানসার সৃষ্টি করতে পারে।
৭ ঘণ্টা আগে