অনলাইন ডেস্ক
বিদেশি শিক্ষার্থীদের জন্য সতর্কতা জারি করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট নিয়ে সাবধানতা অবলম্বনের পাশাপাশি, বিশেষ কিছু জাতীয়তার শিক্ষার্থীদের বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার এক সভায় যৌথভাবে শিক্ষার্থীদের এই পরামর্শ দেয় হার্ভার্ড ইন্টারন্যাশনাল অফিস ও হার্ভার্ড ল স্কুলের ইমিগ্রেশন সাপোর্ট গ্রুপ। সভাটি হয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি প্রাথমিক স্থগিতাদেশ জয়ের পর।
সভায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা গেছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট শিক্ষার্থী ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করতে পারে এবং মার্কিন কাস্টমস ও বর্ডার প্রোটেকশন কর্মকর্তারা ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করে ভেতরে থাকা বিষয়বস্তুর ভিত্তিতে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিতে পারেন।
তবে কী ধরনের পোস্ট ‘রেড ফ্ল্যাগ’ হিসেবে বিবেচিত হয় বা এই মূল্যায়ন মানব পর্যবেক্ষক না কি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা হয়, তা স্পষ্ট করেননি হার্ভার্ডের প্রতিনিধিরা। শিক্ষার্থীরা জানান, যুক্তরাষ্ট্রবিরোধী বক্তব্য, প্রো-প্যালেস্টাইন, ইহুদিবিরোধী বা বিতর্কিত পোস্ট থাকলে তা সমস্যা তৈরি করতে পারে। আগের কোনো আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনা, এমনকি ছোটখাটো অপরাধ থাকলেও তা নিয়ে জিজ্ঞাসাবাদের আশঙ্কা রয়েছে।
তাঁরা সতর্ক করে বলেন, ডিভাইস একেবারে ফাঁকা করে ফেলাও সন্দেহের জন্ম দিতে পারে।
সভায় অংশ নেন হার্ভার্ডের ইমিগ্রেশন সার্ভিসেসের পরিচালক মোরিন মার্টিন এবং হার্ভার্ড ল স্কুলের ইমিগ্রেশন ও রিফিউজি ক্লিনিকের স্টাফ অ্যাটর্নি জেসন কোরাল। হার্ভার্ড ইন্টারন্যাশনাল অফিসের একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
বিশেষ করে ইরানি ও চীনা শিক্ষার্থীদের, যাঁরা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কোর্সে পড়ছেন, তাঁদের জন্য বেশি সতর্কতার পরামর্শ দেওয়া হয়।
জেসন কোরাল জানান, ইরানি শিক্ষার্থীরা বোস্টনের লোগান বিমানবন্দরে বেশি জেরার মুখোমুখি হচ্ছেন। তাই তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নামার পরামর্শ দেন। অন্য শিক্ষার্থীদের ক্ষেত্রেও লস অ্যাঞ্জেলেস, শিকাগো ওহারে বিমানবন্দর অপেক্ষাকৃত নিরাপদ হতে পারে বলে অনেকে মনে করছেন।
এদিকে, হার্ভার্ডের রুশ বংশোদ্ভূত গবেষক ক্সেনিয়া পেত্রোভা ফেব্রুয়ারিতে ফ্রান্স থেকে ফেরার পথে লোগান বিমানবন্দরে আটক হন। তাঁর বিরুদ্ধে ব্যাঙের ভ্রূণ যুক্তরাষ্ট্রে পাচার চেষ্টার অভিযোগ আনা হয়। চার মাস জেলে থাকার পর জুনে তিনি জামিনে মুক্তি পান, তবে একই মাসে তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ গঠন করা হয়েছে।
লোগান বিমানবন্দর তদারকির দায়িত্বে থাকা ম্যাসাচুসেটস পোর্ট অথোরিটি এ বিষয়ে মন্তব্য না করে হার্ভার্ডের দিকেই পাঠিয়েছে।
প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন হার্ভার্ডকে উচ্চশিক্ষা সংস্কারের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি বন্ধের চেষ্টার পাশাপাশি, বিশ্ববিদ্যালয়টির জন্য বরাদ্দকৃত ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের গবেষণা অনুদান বাতিল করেছে এবং এর করমুক্ত মর্যাদা বাতিলের হুমকি দিয়েছে। প্রথমে হার্ভার্ডের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হলেও পরবর্তীকালে তা রাজনৈতিক পক্ষপাতিত্ব ও নিয়োগ ও ভর্তি প্রক্রিয়ায় বৈচিত্র্যনীতির বিরুদ্ধেও প্রসারিত হয়েছে।
তবে হার্ভার্ডের শিক্ষার্থীরা অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চেয়ে বেশি লক্ষ্যবস্তু হচ্ছে কি না, তা স্পষ্ট নয়।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে হার্ভার্ড সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে গিয়েছিল এবং আদালত সাময়িকভাবে ট্রাম্প প্রশাসনের সেই সিদ্ধান্ত কার্যকর হতে দেয়নি। তবে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি নিষেধাজ্ঞার স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন।
তথ্যসূত্র: ব্লুমবার্গ নিউজ
আরও খবর পড়ুন:
বিদেশি শিক্ষার্থীদের জন্য সতর্কতা জারি করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট নিয়ে সাবধানতা অবলম্বনের পাশাপাশি, বিশেষ কিছু জাতীয়তার শিক্ষার্থীদের বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার এক সভায় যৌথভাবে শিক্ষার্থীদের এই পরামর্শ দেয় হার্ভার্ড ইন্টারন্যাশনাল অফিস ও হার্ভার্ড ল স্কুলের ইমিগ্রেশন সাপোর্ট গ্রুপ। সভাটি হয় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি প্রাথমিক স্থগিতাদেশ জয়ের পর।
সভায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা গেছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট শিক্ষার্থী ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করতে পারে এবং মার্কিন কাস্টমস ও বর্ডার প্রোটেকশন কর্মকর্তারা ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করে ভেতরে থাকা বিষয়বস্তুর ভিত্তিতে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিতে পারেন।
তবে কী ধরনের পোস্ট ‘রেড ফ্ল্যাগ’ হিসেবে বিবেচিত হয় বা এই মূল্যায়ন মানব পর্যবেক্ষক না কি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা হয়, তা স্পষ্ট করেননি হার্ভার্ডের প্রতিনিধিরা। শিক্ষার্থীরা জানান, যুক্তরাষ্ট্রবিরোধী বক্তব্য, প্রো-প্যালেস্টাইন, ইহুদিবিরোধী বা বিতর্কিত পোস্ট থাকলে তা সমস্যা তৈরি করতে পারে। আগের কোনো আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনা, এমনকি ছোটখাটো অপরাধ থাকলেও তা নিয়ে জিজ্ঞাসাবাদের আশঙ্কা রয়েছে।
তাঁরা সতর্ক করে বলেন, ডিভাইস একেবারে ফাঁকা করে ফেলাও সন্দেহের জন্ম দিতে পারে।
সভায় অংশ নেন হার্ভার্ডের ইমিগ্রেশন সার্ভিসেসের পরিচালক মোরিন মার্টিন এবং হার্ভার্ড ল স্কুলের ইমিগ্রেশন ও রিফিউজি ক্লিনিকের স্টাফ অ্যাটর্নি জেসন কোরাল। হার্ভার্ড ইন্টারন্যাশনাল অফিসের একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
বিশেষ করে ইরানি ও চীনা শিক্ষার্থীদের, যাঁরা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কোর্সে পড়ছেন, তাঁদের জন্য বেশি সতর্কতার পরামর্শ দেওয়া হয়।
জেসন কোরাল জানান, ইরানি শিক্ষার্থীরা বোস্টনের লোগান বিমানবন্দরে বেশি জেরার মুখোমুখি হচ্ছেন। তাই তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে নামার পরামর্শ দেন। অন্য শিক্ষার্থীদের ক্ষেত্রেও লস অ্যাঞ্জেলেস, শিকাগো ওহারে বিমানবন্দর অপেক্ষাকৃত নিরাপদ হতে পারে বলে অনেকে মনে করছেন।
এদিকে, হার্ভার্ডের রুশ বংশোদ্ভূত গবেষক ক্সেনিয়া পেত্রোভা ফেব্রুয়ারিতে ফ্রান্স থেকে ফেরার পথে লোগান বিমানবন্দরে আটক হন। তাঁর বিরুদ্ধে ব্যাঙের ভ্রূণ যুক্তরাষ্ট্রে পাচার চেষ্টার অভিযোগ আনা হয়। চার মাস জেলে থাকার পর জুনে তিনি জামিনে মুক্তি পান, তবে একই মাসে তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ গঠন করা হয়েছে।
লোগান বিমানবন্দর তদারকির দায়িত্বে থাকা ম্যাসাচুসেটস পোর্ট অথোরিটি এ বিষয়ে মন্তব্য না করে হার্ভার্ডের দিকেই পাঠিয়েছে।
প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন হার্ভার্ডকে উচ্চশিক্ষা সংস্কারের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি বন্ধের চেষ্টার পাশাপাশি, বিশ্ববিদ্যালয়টির জন্য বরাদ্দকৃত ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের গবেষণা অনুদান বাতিল করেছে এবং এর করমুক্ত মর্যাদা বাতিলের হুমকি দিয়েছে। প্রথমে হার্ভার্ডের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হলেও পরবর্তীকালে তা রাজনৈতিক পক্ষপাতিত্ব ও নিয়োগ ও ভর্তি প্রক্রিয়ায় বৈচিত্র্যনীতির বিরুদ্ধেও প্রসারিত হয়েছে।
তবে হার্ভার্ডের শিক্ষার্থীরা অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চেয়ে বেশি লক্ষ্যবস্তু হচ্ছে কি না, তা স্পষ্ট নয়।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি নিষিদ্ধ করতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে হার্ভার্ড সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে গিয়েছিল এবং আদালত সাময়িকভাবে ট্রাম্প প্রশাসনের সেই সিদ্ধান্ত কার্যকর হতে দেয়নি। তবে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি নিষেধাজ্ঞার স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেছে ট্রাম্প প্রশাসন।
তথ্যসূত্র: ব্লুমবার্গ নিউজ
আরও খবর পড়ুন:
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নিউ জার্সিতে এক ব্যক্তিগত তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ডেমোক্র্যাটদের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন। বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতায় হতাশ না হয়ে দৃঢ়ভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
১৯ মিনিট আগেহাঙ্গেরির অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ‘পাননহালমা আর্চঅ্যাবি’ গ্রন্থাগার প্রায় এক হাজার বছরের পুরোনো। মধ্যযুগীয় এই বেনেডিক্টাইন আশ্রমটিকে জাতিসংঘের ইউনেসকো বিশ্ব ঐতিহ্য তালিকায় রাখা হয়েছে। কিন্তু পোকার আক্রমণে এখন এই গ্রন্থাগারের প্রায় এক লাখ বই বিপন্ন।
৩৯ মিনিট আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশজুড়ে ৯০ দিনের ‘ডু অর ডাই’ কর্মসূচির ঘোষণা দিয়েছে। কারাবন্দী ইমরান খানের মুক্তি ও সরকারের একপেশে নীতির বিরোধিতা করে এই আন্দোলনের ঘোষণা দিয়েছেন দলের নেতা ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। তিনি জানিয়ে
৩ ঘণ্টা আগেসামাজিক মাধ্যমে আলোড়ন তৈরি করেছে ১১ বছর বয়সী ইন্দোনেশিয়ান এক শিশু। ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে চলন্ত নৌকার গলুইয়ের ওপর দাঁড়িয়ে তার নাচের ভিডিও। রায়ান আর্কান ডিকা ওরফে ডিকার বিশেষ ভঙ্গিমার ওই নাচের ভিডিও অনলাইনে শুরু করেছে নতুন অনলাইন ট্রেন্ড ‘অরা ফার্মিং’।
৩ ঘণ্টা আগে