ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে জিতেছেন বামপন্থী প্রার্থী লুইসা গঞ্জালেজ এবং ব্যবসায়ী নেতা দানিয়েল নোবোয়া। দুর্নীতিবিরোধী প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও খুনের পর নির্বাচন ঘিরে নেমে আসা শোক ও উত্তেজনার মধ্যে ছয়জন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে দুজন প্রথম ধাপ উতরে গেলেন। আগামী ১৫ অক্টোবর দ্বিতীয় ধাপের ভোট গ্রহণের কথা রয়েছে।
গঞ্জালেজ সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার সমর্থিত প্রার্থী। তাঁর সামাজিক কর্মসূচিগুলোর পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন গঞ্জালেস।
জাতীয় নির্বাচনী কাউন্সিলের পরিসংখ্যান অনুসারে, ৭০ শতাংশের বেশি ব্যালট বাক্স গণনা শেষ হয়েছে। এর মধ্যে গঞ্জালেস পেয়েছেন ৩৩ শতাংশ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে বসবাসকারী ইকুয়েডরের নাগরিকদের ভোটদানের একটি ওয়েবপেজ সাইবার হামলার শিকার হয়েছে। তবে জাতীয় নির্বাচন কাউন্সিলের প্রধান বলেছেন, সামগ্রিক ভোটের হিসাবে এর প্রভাব পড়েনি।
কাউন্সিলের সভাপতি ডায়ানা আতামাইন্ত বলেছেন, বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য খোলা ওয়েবপেজে সাইবার আক্রমণ করা হয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়া, ইউক্রেন, ইন্দোনেশিয়া এবং চীন থেকে।
‘অনলাইন প্ল্যাটফর্মটি সাইবার আক্রমণের শিকার হয়েছে। এতে ভোটদানে কিছুটা সমস্যা হয়েছে। আমরা স্পষ্ট করে বলছি, সামগ্রিক ভোটে এর কোনো প্রভাব পড়েনি।’ যোগ করেন আতামাইন্ত।
তবে একাধিক প্রার্থী ওয়েবপেজে ভোটদানে সমস্যার নিন্দা জানিয়েছেন। গঞ্জালেজ গত রোববার সন্ধ্যায় প্রবাসী ভোটদারদের আবার ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, বামপন্থী প্রার্থী গঞ্জালেজ ইকুয়েডরের অর্থনীতিকে শক্তিশালী করতে আন্তর্জাতিক রিজার্ভ থেকে ২৫০ কোটি ডলার ছাড় করার প্রতিশ্রুতি দিয়েছেন। এক দশক ক্ষমতায় থাকা রাফায়েল কোরেয়ার বাস্তবায়ন করা মিলিয়ন–ডলারের সামাজিক উদ্যোগগুলো ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন গঞ্জালেস। কোরেয়া এখন দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।
ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপে জিতেছেন বামপন্থী প্রার্থী লুইসা গঞ্জালেজ এবং ব্যবসায়ী নেতা দানিয়েল নোবোয়া। দুর্নীতিবিরোধী প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও খুনের পর নির্বাচন ঘিরে নেমে আসা শোক ও উত্তেজনার মধ্যে ছয়জন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে দুজন প্রথম ধাপ উতরে গেলেন। আগামী ১৫ অক্টোবর দ্বিতীয় ধাপের ভোট গ্রহণের কথা রয়েছে।
গঞ্জালেজ সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার সমর্থিত প্রার্থী। তাঁর সামাজিক কর্মসূচিগুলোর পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দিয়েছেন গঞ্জালেস।
জাতীয় নির্বাচনী কাউন্সিলের পরিসংখ্যান অনুসারে, ৭০ শতাংশের বেশি ব্যালট বাক্স গণনা শেষ হয়েছে। এর মধ্যে গঞ্জালেস পেয়েছেন ৩৩ শতাংশ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে বসবাসকারী ইকুয়েডরের নাগরিকদের ভোটদানের একটি ওয়েবপেজ সাইবার হামলার শিকার হয়েছে। তবে জাতীয় নির্বাচন কাউন্সিলের প্রধান বলেছেন, সামগ্রিক ভোটের হিসাবে এর প্রভাব পড়েনি।
কাউন্সিলের সভাপতি ডায়ানা আতামাইন্ত বলেছেন, বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য খোলা ওয়েবপেজে সাইবার আক্রমণ করা হয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়া, ইউক্রেন, ইন্দোনেশিয়া এবং চীন থেকে।
‘অনলাইন প্ল্যাটফর্মটি সাইবার আক্রমণের শিকার হয়েছে। এতে ভোটদানে কিছুটা সমস্যা হয়েছে। আমরা স্পষ্ট করে বলছি, সামগ্রিক ভোটে এর কোনো প্রভাব পড়েনি।’ যোগ করেন আতামাইন্ত।
তবে একাধিক প্রার্থী ওয়েবপেজে ভোটদানে সমস্যার নিন্দা জানিয়েছেন। গঞ্জালেজ গত রোববার সন্ধ্যায় প্রবাসী ভোটদারদের আবার ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, বামপন্থী প্রার্থী গঞ্জালেজ ইকুয়েডরের অর্থনীতিকে শক্তিশালী করতে আন্তর্জাতিক রিজার্ভ থেকে ২৫০ কোটি ডলার ছাড় করার প্রতিশ্রুতি দিয়েছেন। এক দশক ক্ষমতায় থাকা রাফায়েল কোরেয়ার বাস্তবায়ন করা মিলিয়ন–ডলারের সামাজিক উদ্যোগগুলো ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন গঞ্জালেস। কোরেয়া এখন দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ১০-১২ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে রাশিয়া শান্তিচুক্তিতে না এলে তাদের বিরুদ্ধে কঠোর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। স্থানীয় সময় গতকাল সোমবার স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী
১৭ মিনিট আগেমিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর দমনমূলক নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে বলেছে...
৩২ মিনিট আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি অবরোধের কারণে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ব্যাপক সংকট দেখা দিয়েছে। সংকট এতটাই তীব্র যে, এরই মধ্যে অঞ্চলটিতে আর কোনো খাবারই পাওয়া যাচ্ছে। ফলে, স্থানীয়রা এক দুর্ভিক্ষময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে অঞ্চলটি না খেতে পেয়ে মারা গেছে আরও অন্তত ১৪ জন। আর
১ ঘণ্টা আগেচীনের রাজধানী বেইজিং ও এর পার্শ্ববর্তী অঞ্চলে টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৮০ হাজার বাসিন্দাকে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে