Ajker Patrika

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা করোনায় আক্রান্ত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা করোনায় আক্রান্ত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা শনাক্ত হওয়ার তথ্য নিজেই এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন।

টুইটে তিনি বলেছেন, গলা খুসখুস এবং হালকা ঠান্ডা ভাব থাকায় করোনা পরীক্ষা করান তিনি। এরপর তিনি করোনা পরীক্ষা করালে ফল পজিটিভ আসে। শারীরিক জটিলতাও নেই। বুস্টার ডোজ দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, মিশেল ওবামার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

টুইট বার্তায় ওবামা করোনা আক্রান্ত হয়েও মার্কিন নাগরিকদের টিকা নেওয়া জন্য উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, মিশেল ও আমি টিকা নিয়েছি। বুস্টার ডোজও নিয়েছ আমরা দুজনেই। আপনারা যদি ইতিমধ্যে করোনা টিকা না নিয়ে থাকেন তবে আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে এই টিকা নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি আপনাদের এই টিকা নিতে উৎসাহিত করছি। এমনকি দেশে করোনা সংক্রমণ কমে গেলেও আপনারা টিকা নিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত