Ajker Patrika

ডব্লিউএফপি চ্যালেঞ্জ নিলে শেয়ার বেচে বিশ্বের ক্ষুধা মেটাবেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক
ডব্লিউএফপি চ্যালেঞ্জ নিলে শেয়ার বেচে বিশ্বের ক্ষুধা মেটাবেন ইলন মাস্ক

অতি ধনীরা তাঁদের সম্পদের সামান্য অংশ দান করলে বিশ্বের বহু মানুষের দুবেলা দুমুঠো খাবার জোটানো সম্ভব। চাইলে অতি ধনীদের কোনো একজনের একবারের দানেই বিশ্বজুড়ে অনাহারে মৃত্যুর ঝুঁকিতে থাকা মানুষ প্রাণে বাঁচবে। 

সম্প্রতি মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি বলেছিলেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালক ডেভিড বিসলি। 

সাক্ষাৎকারে তিনি বলেন, ৪ কোটি ২০ লাখ মানুষ আক্ষরিক অর্থে মারা যাবে যদি আমরা ৬০০ কোটি ডলারের সহায়তা তাঁদের কাছে না পৌঁছাতে পারি। এ সময় টেসলা ও স্পেস এক্স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্কের মাত্র ২ শতাংশ সম্পদেই মিটতে পারে পুরো বিশ্বের খাদ্য সংকট-এমন মন্তব্যও করেন তিনি। 

বিসলির এমন দাবির প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ইলন মাস্ক। ডব্লিউএফপি এটা ব্যাখ্যা করতে পারলে তাৎক্ষণিক শেয়ার বিক্রি করে ওই পরিমাণ অর্থ জোগাড় করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। 

টুইটারে এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। ড. এলাই ডেভিড নামে এক গবেষক টুইটারে সিএনএনের ওই খবরটির শিরোনামের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ইলন মাস্কের ২ শতাংশ সম্পদ ৬০০ কোটি ডলার। ২০২০ সালে ডব্লিউএফপি ৮৪০ কোটি ডলার তহবিল সংগ্রহ করে। তাহলে কেন এই টাকা বিশ্বের ক্ষুধা সমস্যা দূর করতে পারলো না? 

এই টুইটের নিচেই গতকাল রোববার মন্তব্য করেছেন ইলন মাস্ক। তিনি লিখেছেন, ডব্লিউএফপি এই টুইটার থ্রেডে এসে যদি ৬০০ কোটি ডলারে কীভাবে বিশ্বের ক্ষুধা সমস্যা দূর হবে সেটি ব্যাখ্যা করতে পারে তাহলে, আমি এখনই টেসলার শেয়ার বিক্রি করে সেই টাকার জোগান দেব। 

সেই সঙ্গে তিনি এও বলেছেন, তবে হিসাবটা হতে হবে উন্মুক্ত, যাতে সাধারণ মানুষ পরিষ্কার দেখতে পান সেই টাকা কীভাবে খরচ হবে। 

ঠিক এর নিচে ইলন মাস্ক এবং ড. এলাই ডেভিডকে ট্যাগ করে ডেভিড বিসলি লিখেছেন, আমরা কখনোই বলিনি যে,৬০০ কোটি ডলার বিশ্বের ক্ষুধা সমস্যা মিটিয়ে দেবে। এটা একটা এককালীন অনুদান যা এই নজিরবিহীন খাদ্য সংকটের মধ্যে ৪ কোটি ২০ লাখ মানুষের জীবন বাঁচাতে পারে। 

ড. এলাই ডেভিডকে উদ্দেশ করে দ্বিতীয় টুইটে বিসলি লিখেছেন, আপনি যে ৮৪০ কোটি ডলারের কথা উল্লেখ করেছেন, সেটি দিয়ে ২০২০ সালে ১১ কোটি ৫০ লাখ মানুষের খাদ্য সহায়তা দিয়েছি। কোভিড, সংঘাত ও জলবায়ু পরিবর্তন জনিত যে জটিল সংকট তৈরি হচ্ছে সেটা মোকাবিলায় এখন আমাদের বর্তমান তহবিলের সঙ্গে আরও ৬০০ কোটি ডলারের বেশি অর্থ দরকার।

উল্লেখ্য, ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে ইলন মাস্কের বর্তমান নিট সম্পদ ৩১ হাজার ১০০ কোটি ডলার। বর্তমান দরে সে সম্পদের ২ শতাংশ বিক্রি করলে ৬০০ কোটি ডলারের বেশি নগদ অর্থ পাওয়া যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত