Ajker Patrika

বৃদ্ধের প্রাণ বাঁচাল কুকুর

বৃদ্ধের প্রাণ বাঁচাল কুকুর

হ্যারি স্মিথের বয়স ৮১ বছর। বার্ধক্য এবং নানাবিধ রোগের কারণে এখন আর তিনি পায়ে হাঁটতে পারেন না। চলাচলের জন্য তাঁকে এখন ব্যবহার করতে হয় বৈদ্যুতিক হুইলচেয়ার। 

প্রতিদিন সেই হুইলচেয়ারে করেই তাঁর একটি পোষা কুকুর সারাহর সঙ্গে দিনে দুবার বাইরে ঘুরতে বের হন। প্রতিদিনের মতোই সম্প্রতি তিনি ঘুরতে বের হন বাড়ির পার্শ্ববর্তী একটি লেকের পাশে। কিন্তু হঠাৎ করেই তিনি হুইলচেয়ারের নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে পড়ে যান। 

এ সময় তাঁর সঙ্গে থাকা কুকুরটি মনিবকে বাঁচানোর জন্য চিৎকার শুরু করে। এরপর সারাহর চিৎকারে পাশে থাকা লোকজন এবং স্থানীয় পুলিশ এসে স্মিথকে উদ্ধার করে। 

এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের সেন্ট লুসিয়ায়। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

উদ্ধারের পর স্মিথ ও তাঁর কুকুর সারাহকে বাড়িতে পৌঁছে দেয় পুলিশপোর্ট সেন্ট লুসিয়া পুলিশের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, হ্যারি স্মিথ তাঁর হুইলচেয়ারের নিয়ন্ত্রণ হারিয়ে লেকে পড়ে গিয়ে গলা পর্যন্ত ডুবে যান। কারণ তিনি সাঁতার কাটতে পারছিলেন না। তাঁর কুকুরের চিৎকারে পাশে থাকা দুই পথচারী প্রথমে ভেবেছিলেন কুকুরটি হয়তো কুমিরের সঙ্গে লড়ছে। কিন্তু পরে তারা গিয়ে দেখেন, স্মিথ পানিতে পড়ে গেছেন। এ সময় তারা পাশে থাকা পুলিশকে জানান। এরপরই পুলিশ এবং ওই পথচারীরা মিলে স্মিথকে উদ্ধার করেন। 

স্মিথ বলেন, কুকুরটি তার অনেক প্রিয়। নিয়মিত তিনি তার সঙ্গে ঘুরতে বের হন। তাঁর কুকুর সারাহ হলো ‘হিরো’। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত