Ajker Patrika

মেক্সিকোয় হ্যারিকেন আগাথায় ১১ জনের মৃত্যু, নিখোঁজ ৩৩

অনলাইন ডেস্ক
Thumbnail image

মেক্সিকোতে হ্যারিকেন আগাথার আঘাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছেন আরও ৩৩ জন। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওয়াক্সাকায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার হ্যারিকেন আগাথা মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানে। মৌসুমি এই হ্যারিকেনের আগে এবং পরে হওয়া ভারী বৃষ্টিপাতের ফলে ওই এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। 

ওয়াক্সাকায় আলেজান্দ্রো মুরাত বলেছেন, হতাহত এবং নিখোঁজ লোকদের এই সংখ্যা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিখোঁজ এবং মৃতের উভয় সংখ্যাই বাড়তে পারে। স্থানীয় লোকজনদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। 

এক ভিডিও বার্তায় আলেজান্দ্রো মুরাত বলেছেন, ‘সবাইকে নিরাপদে রাখাটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে ভূমিধস ও বন্যার সম্ভাবনা রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত