Ajker Patrika

সৌদি আরবে পৌঁছালেন ট্রাম্প, এসকর্ট দিল সৌদি এফ-১৫ যুদ্ধবিমান

অনলাইন ডেস্ক
রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত
রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাম্পকে অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার সৌদি আরবে পৌঁছেছেন। তাঁকে বহনকারী বিমানটিকে নাটকীয়ভাবে এসকর্ট দিয়েছে একাধিক সৌদি যুদ্ধবিমান।

সাংবাদিকদের তথ্যমতে, ট্রাম্পকে বহন করা মার্কিন প্রেসিডেনশিয়াল বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ সৌদি আকাশসীমায় প্রবেশের পর এটিকে শেষ আধা ঘণ্টা জুড়ে ছয়টি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান এসকর্ট দিয়েছে। এসময় ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানটির দুই পাশে ঘনিষ্ঠভাবে তিনটি করে বিমান ছিল।

ট্রাম্পের উপপ্রধান স্টাফ ড্যান স্ক্যাভিনো ওই দৃশ্যের একটি ভিডিও এক্সে শেয়ার করে লিখেছেন, ‘এই অসাধারণ এসকর্টের জন্য ধন্যবাদ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা। আমরা সবাই এটির প্রশংসা করছি। মাটিতে দেখা হচ্ছে, ধন্যবাদ!!!’

রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান থেকে বেরিয়ে আসার সময় ট্রাম্প মুষ্টিবদ্ধ এক হাত তুলে অভিবাদন জানান এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাঁকে অভ্যর্থনা জানান।

বিন সালমান ট্রাম্পকে ল্যাভেন্ডার রঙের কার্পেট ধরে রাজকীয় একটি কক্ষে নিয়ে যান। সেখানে যুবরাজ সালমান ট্রাম্পের সৌজন্যে একটি কফি পান অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে ট্রাম্প ও যুবরাজ একসঙ্গে কিছুক্ষণ কথা বলেন।

ট্রাম্পের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক।

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গরমে ঝলসে যাওয়া রিয়াদ শহরের রাস্তাগুলোতে ট্রাম্পের সফর উপলক্ষে মার্কিন পতাকা লাগানো হয়েছিল। শহরের পথে পথে মোবাইল বিলবোর্ডে প্রচার করা হচ্ছিল সদ্য ঘোষিত ডিজনি আবুধাবি থিম পার্কের বিজ্ঞাপন। এটি নির্মিত হচ্ছে মূলত পাশের দেশ সংযুক্ত আরব আমিরাতে।

মঙ্গলবার ট্রাম্পের ব্যস্ত দিন সূচির মধ্যে রয়েছে প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিদের নিয়ে একটি বিনিয়োগ সম্মেলনে বক্তৃতা। সেখানে উপস্থিত থাকবেন ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ এবং স্যাম অল্টম্যান। এরপর অংশ নেবেন এক আনুষ্ঠানিক নৈশভোজে।

মধ্যপ্রাচ্যে ট্রাম্পের এই তিন জাতির সফরে তিনি কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও যাবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত