Ajker Patrika

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে গুলিতে চারজন নিহত

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১১: ৪৪
Thumbnail image

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি শহরে এলোপাতাড়ি গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, হামলাকারীকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। 

ডেটনের উত্তরে ওহাইওর ছোট্ট একটি শহরের কয়েকটি স্থানে গোলাগুলির ঘটনা ঘটে শুক্রবার (৫ আগস্ট)। শনিবার (৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বাটলারের পুলিশপ্রধান জন পোর্টার এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে স্টিফেন মার্লো নামের এক ব্যক্তির কথা উল্লেখ করেন। মার্লোকে অতি উৎসাহী এবং সশস্ত্র ও বিপজ্জনক বলে জানান তিনি। ঘটনার পর থেকে সন্দেহভাজন ওই হামলাকারী পলাতক।

মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই বলছে যে সন্দেহভাজনের লেক্সিংটন, কেন্টাকি, ইন্ডিয়ানাপলিস ও শিকাগোতে যাতায়াত রয়েছে। এসব শহরের যেকোনো একটিতে লুকাতে পারে সে।

তবে আর হামলার আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে পুলিশ। নিরাপত্তা বিবেচনায় ওই শহরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুসারে, প্রতিদিন গড়ে একটির বেশি বন্দুক হামলা হচ্ছে যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত বন্দুকের গুলিতে দেশটিতে প্রাণ গেছে ২৬ হাজার ৬৫৮ জনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত