সার বিশ্বেই জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোনসের স্রষ্টা জর্জ আর আর মার্টিনের মতে, ইউক্রেন-সংকটের টারগারিয়ান কায়দায় সমাধান হলো ‘একটি ড্রাগন’। তিনি বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তবে তিনি ড্রাগন দিয়ে ক্রেমলিন জ্বালিয়ে দিতেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্টে’ গিয়ে আর আর মার্টিন এ মন্তব্য করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জর্জ আর আর মার্টিন তাঁর লিখিত বই ‘দ্য রাইজ অব ড্রাগন: অ্যান ইলাস্ট্রেটেড হিস্ট্রি অব দ্য টারগারিয়ান ডাইন্যাস্টি’র প্রচারণায় সিবিএসের ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তিনি প্রসঙ্গক্রমে বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেন এবং আমার যদি একটি ড্রাগন থাকত, তবে আমি ক্রেমলিনে উড়ে গিয়ে তা জ্বালিয়ে দিতাম।’
জর্জ আর আর মার্টিন বলেন, ‘আমরা যে বিশ্বে বাস করছি, তার দিকে তাকালে আমরা দেখি যে এখানকার অবস্থা ওয়েস্টেরসের চেয়েও খারাপ।’ তিনি আরও বলেন, ‘৫০ ও ৬০-এর দশকেও প্রচুর ডিস্টোপিয়ান উপন্যাস লেখা হতো এবং এরপর আমরা তা নিয়ে চিন্তা করা বন্ধ করে দেই এবং জম্বি ও দুনিয়ার সম্ভাব্য ধ্বংসলীলার দিকে বেশি মনোযোগ দিয়েছি। কিন্তু হঠাৎ করেই আবারও পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ক্রমশ বেড়ে চলেছে।’
গেম থ্রোনসের লেখক আরও বলেন, ‘পুরোনো আমলের বইগুলোর মধ্যে দেখবেন, সেখানে পারমাণবিক যুদ্ধ হয় পাশাপাশি এমন কিছু ভালো মানুষ থাকেন, যাঁরা সম্মিলিত হয়ে সভ্যতাকে নতুন করে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। সেই সময়টা ভয়াবহ বলেও সেখানে আশাবাদ ছিল।’ এরপর তিনি প্রশ্ন রাখেন—সেই আশাবাদ কি এখনো আছে? জলবায়ু পরিবর্তনের ইতিবাচক সমাধানের বিষয়ে আমরা কি এখনো আশাবাদী? পুতিন পারমাণবিক বোমা ব্যবহার করলে আমরা কী করব? আমরা কী করতে চাই?’
সার বিশ্বেই জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোনসের স্রষ্টা জর্জ আর আর মার্টিনের মতে, ইউক্রেন-সংকটের টারগারিয়ান কায়দায় সমাধান হলো ‘একটি ড্রাগন’। তিনি বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তবে তিনি ড্রাগন দিয়ে ক্রেমলিন জ্বালিয়ে দিতেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্টে’ গিয়ে আর আর মার্টিন এ মন্তব্য করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জর্জ আর আর মার্টিন তাঁর লিখিত বই ‘দ্য রাইজ অব ড্রাগন: অ্যান ইলাস্ট্রেটেড হিস্ট্রি অব দ্য টারগারিয়ান ডাইন্যাস্টি’র প্রচারণায় সিবিএসের ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তিনি প্রসঙ্গক্রমে বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেন এবং আমার যদি একটি ড্রাগন থাকত, তবে আমি ক্রেমলিনে উড়ে গিয়ে তা জ্বালিয়ে দিতাম।’
জর্জ আর আর মার্টিন বলেন, ‘আমরা যে বিশ্বে বাস করছি, তার দিকে তাকালে আমরা দেখি যে এখানকার অবস্থা ওয়েস্টেরসের চেয়েও খারাপ।’ তিনি আরও বলেন, ‘৫০ ও ৬০-এর দশকেও প্রচুর ডিস্টোপিয়ান উপন্যাস লেখা হতো এবং এরপর আমরা তা নিয়ে চিন্তা করা বন্ধ করে দেই এবং জম্বি ও দুনিয়ার সম্ভাব্য ধ্বংসলীলার দিকে বেশি মনোযোগ দিয়েছি। কিন্তু হঠাৎ করেই আবারও পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ক্রমশ বেড়ে চলেছে।’
গেম থ্রোনসের লেখক আরও বলেন, ‘পুরোনো আমলের বইগুলোর মধ্যে দেখবেন, সেখানে পারমাণবিক যুদ্ধ হয় পাশাপাশি এমন কিছু ভালো মানুষ থাকেন, যাঁরা সম্মিলিত হয়ে সভ্যতাকে নতুন করে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। সেই সময়টা ভয়াবহ বলেও সেখানে আশাবাদ ছিল।’ এরপর তিনি প্রশ্ন রাখেন—সেই আশাবাদ কি এখনো আছে? জলবায়ু পরিবর্তনের ইতিবাচক সমাধানের বিষয়ে আমরা কি এখনো আশাবাদী? পুতিন পারমাণবিক বোমা ব্যবহার করলে আমরা কী করব? আমরা কী করতে চাই?’
প্রস্তাবনাটি ইরানের সংসদীয় কমিটিতে ইতিমধ্যে পাস হয়েছে। এর মাধ্যমে দেশটির জাতীয় মুদ্রা রিয়াল থেকে চারটি শূন্য বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘমেয়াদি মুদ্রাস্ফীতি মোকাবিলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
৩ ঘণ্টা আগেআফগানিস্তানের রাজধানী কাবুলের এক প্রান্তে অবস্থিত তালেবান অনুমোদিত নারীদের মাদ্রাসা নাজি-এ-বসরায় বসে কথা বলছিল মেয়েটি। মুখ ঢাকা, কণ্ঠ জড়ানো ভয় আর সংশয়ে। সহপাঠী আরেক মেয়ে তাকে নিচু স্বরে চুপ করায়। স্মরণ করিয়ে দেয়, তালেবান শাসনের সমালোচনা করা কতটা বিপজ্জনক!
৪ ঘণ্টা আগেআন্দিজ পর্বতের প্রায় ৩ হাজার মিটার উচ্চতায় বিস্তৃত ইকুয়েডরের মাকিজো দেল কাআস অঞ্চলটি একটি বিশেষ ধরনের পরিবেশ—যাকে বলা হয় প্যারামো। প্রাকৃতিক স্পঞ্জের মতো কাজ করে এই অঞ্চলটি। মেঘ থেকে টেনে আনে আর্দ্রতা, আর জল জোগায় ছয়টি বড় নদীকে।
৫ ঘণ্টা আগেট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে পোস্টে লিখেছেন, ‘ভারত শুধু রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেলই কিনছে না, তারা সেই তেলের বড় অংশ খোলাবাজারে বিক্রি করে বড় লাভ করছে। ইউক্রেনে রুশ যুদ্ধ যন্ত্রের কারণে কত মানুষ মারা যাচ্ছে, তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।’
৬ ঘণ্টা আগে