Ajker Patrika

নোবেল শান্তি পুরস্কার: বিশেষজ্ঞরা সন্দিহান থাকলেও বাজিতে এগিয়ে ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার ক্ষণ ঘনিয়ে আসছে। সেই সঙ্গে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের সম্ভাব্য বিজয়ী নিয়ে জল্পনা বাড়ছে। যদিও নোবেল কমিটি মনোনীত ব্যক্তি ও সংস্থার নাম গোপন রাখাই অর্ধশতাব্দীর রীতি। তবে বিভিন্ন সূত্রের ধারণা অনুযায়ী, এ বছর ৩৩৮ জন ব্যক্তি ও সংস্থা মনোনয়ন পেয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার প্রকাশ্যে পুরস্কারটি পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করলেও, অনেক বিশেষজ্ঞ মনে করেন তারঁ পুরস্কার জয়ের সম্ভাবনা খুবই কম। অন্যদিকে, বাজি বা জুয়ার প্ল্যাটফর্মগুলো ট্রাম্পকে এগিয়ে রাখছে।

অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউট (পিআরআইও)-এর পরিচালক নিনা গ্রেগার ট্রাম্পের সম্ভাবনার বিপরীতে সুনির্দিষ্ট কিছু নামের পূর্বাভাস দিয়েছেন। তিনি সুদানের জরুরি সাড়াদান কক্ষ (ইআরআর) এবং সাংবাদিক সুরক্ষা কমিটি (সিপিজে)-কে এবারের শক্তিশালী প্রার্থী হিসেবে চিহ্নিত করেছেন।

আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পিআরআইও পরিচালক নিনা গ্রেগার বলেন, ‘এবারের শান্তি পুরস্কার যদি জরুরি সাড়াদান কক্ষের মতো একটি মানবিক উদ্যোগকে দেওয়া হয়, তবে তা সংঘাতের সময়ে জীবন রক্ষাকারী সহায়তা প্রদানের গুরুত্ব এবং কঠিন সময়ে মানবতার সেবা করার জন্য সাধারণ নাগরিকদের শক্তির বিষয়টি তুলে ধরবে।’

তিনি আরও ব্যাখ্যা করেন, এই স্বেচ্ছাসেবক দলগুলো রান্না করা খাবার বিতরণ, জরুরি মুহূর্তে মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় সহায়তা করেছে, চিকিৎসা সেবা দিয়েছে, অবকাঠামো মেরামত করেছে এবং সম্প্রদায়ের জন্য অন্যান্য পরিষেবা সরবরাহ করেছে।

গ্রেগার সাংবাদিক সুরক্ষা কমিটি (সিপিজে)-এর ভূমিকার ওপরও জোর দেন। তিনি বলেন, ‘এমন সময়ে যখন মুক্ত গণমাধ্যম ঐতিহাসিক আক্রমণের শিকার, তখন সিপিজেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হলে একটি জোরালো বার্তা যাবে যে, সাংবাদিকদের বিশ্বকে অবহিত করা থেকে বিরত রাখলে শান্তি ও গণতন্ত্র বিপন্ন হবে।’

বাজিতে এগিয়ে ট্রাম্প

বিশেষজ্ঞদের পূর্বাভাসের সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা যাচ্ছে আন্তর্জাতিক জুয়ার বাজারে। অনেক বিশেষজ্ঞ ট্রাম্পের জেতার সম্ভাবনা কম মনে করলেও, জুয়ার প্ল্যাটফর্মগুলো এতে দ্বিমত পোষণ করছে।

জনপ্রিয় জুয়ার সংস্থা ল্যাডব্রোকস বর্তমানে ট্রাম্পকে সুদানের জরুরি সাড়াদান কক্ষের সঙ্গে যৌথভাবে জনপ্রিয় প্রার্থী হিসেবে স্থান দিয়েছে।

অন্যদিকে, অডসপিডিয়া-এর পূর্বাভাসে ট্রাম্প সুদানের জরুরি সাড়াদান কক্ষের চেয়ে সামান্য এগিয়ে আছেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সমালোচক প্রয়াত নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত