Ajker Patrika

আফগানিস্তানে আরও আক্রমণের জন্য প্রস্তুত ন্যাটো এবং মার্কিন বাহিনী

অনলাইন ডেস্ক
Thumbnail image

আফগানিস্তানে আরও আক্রমণের জন্য প্রস্তুত ন্যাটো এবং মার্কিন বাহিনী। মার্কিন ড্রোন হামলায় এক আইএস 'পরিকল্পনাকারী' নিহত হওয়ার পর এ প্রস্তুতির কথা জানিয়েছে তাঁরা। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে, আগামী কয়েক দিন সবচেয়ে বিপজ্জনক হতে পারে।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, 'আমরা অবশ্যই প্রস্তুত এবং ভবিষ্যৎ পদক্ষেপ প্রত্যাশা করি'।' বিশেষ ভাবে এবং সব সময় আমরা হুমকিগুলো পর্যবেক্ষণ করছি' বলেও উল্লেখ করেন এ মুখপাত্র। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলা চালায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এই হামলার এখন পর্যন্ত ১৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এ হামলার জবাবে আফগানিস্তানের পূর্বাঞ্চল নাঙ্গারহারে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইসলামিক স্টেটের (আইএস) এক 'পরিকল্পনাকারীকে' লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে ওই আইএস সদস্য নিহত হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত