অনলাইন ডেস্ক
প্রশংসায় ভাসছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টেম্পে শহরের পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাদের একটি ভিডিও।
টেম্পে পুলিশ বিভাগের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, দুজন পুলিশ কর্মকর্তা একটি বাড়ির সামনে দাঁড়িয়ে বড় পিৎজার বাক্স ধরে আছেন। কলিংবেল বাজালে একজন নারী দরজা খোলেন এবং দরজায় পুলিশ দেখে তিনি বেশ অবাক হন।
‘কেমন আছেন? ব্রান্ডি?’ একজন কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসা করেন। নারীটি তখনো হতবাক। কোনোরকম উত্তর দেন, ‘হ্যাঁ।’
কর্মকর্তা তখন ব্যাখ্যা করেন, ‘আপনার গ্রাবহাব (আমেরিকান ফুড ডেলিভারি সংস্থা)-এর ডেলিভারি ম্যানকে গ্রেপ্তার করা হয়েছে, তাই আমরা আপনার পিৎজা পৌঁছে দিতে এসেছি।’ গ্রাহক হতবাক হয়ে পড়েন এবং কী বলবেন বুঝতে পারছিলেন না। এরপর কর্মকর্তা হালকাভাবে যোগ করেন, ‘এটা সম্ভবত এখনো গরম আছে।’ নারীটি তখন হেসে পুলিশ কর্মকর্তাদের পিৎজা পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
ভিডিওটির ক্যাপশনে টেম্পে পুলিশ বিভাগ লিখেছে, ‘একজন ডেলিভারি ম্যানকে ট্র্যাফিক স্টপে আটকের পর, আমাদের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে পিৎজাটি গ্রাহকের কাছে পৌঁছেছে। অর্ডারটি ছিল হট-এন-রেডি, আর সন্দেহভাজন ছিলেন কট-এন-স্টেডি। আমরা আমাদের কমিউনিটিকে সার্বক্ষণিক সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ–তা নিরাপত্তা হোক বা পিৎজা ডেলিভারি!’
এই মানবিক কাজের জন্য অসংখ্য নেটিজেন মন্তব্য বিভাগে পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করেছেন।
একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘আমাদের নীল পোশাকের পুরুষদের জন্য আমি গর্বিত। আপনাদের সেবার জন্য ধন্যবাদ।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনার দরজায় পিৎজা নিয়ে এই পুলিশদের দেখলে কী দারুণ না লাগত!’
একজন ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, ‘কিন্তু এটা কি ৩০ মিনিটের মধ্যে পৌঁছেছিল?’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘প্যাট্রল পুলিশ কর্মকর্তারা খুবই ভালো। তাঁরা তাঁদের কমিউনিটিকে সেবা দেওয়ার জন্য দারুণ উপায় খুঁজে বের করেন।’
প্রশংসায় ভাসছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টেম্পে শহরের পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তাদের একটি ভিডিও।
টেম্পে পুলিশ বিভাগের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, দুজন পুলিশ কর্মকর্তা একটি বাড়ির সামনে দাঁড়িয়ে বড় পিৎজার বাক্স ধরে আছেন। কলিংবেল বাজালে একজন নারী দরজা খোলেন এবং দরজায় পুলিশ দেখে তিনি বেশ অবাক হন।
‘কেমন আছেন? ব্রান্ডি?’ একজন কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসা করেন। নারীটি তখনো হতবাক। কোনোরকম উত্তর দেন, ‘হ্যাঁ।’
কর্মকর্তা তখন ব্যাখ্যা করেন, ‘আপনার গ্রাবহাব (আমেরিকান ফুড ডেলিভারি সংস্থা)-এর ডেলিভারি ম্যানকে গ্রেপ্তার করা হয়েছে, তাই আমরা আপনার পিৎজা পৌঁছে দিতে এসেছি।’ গ্রাহক হতবাক হয়ে পড়েন এবং কী বলবেন বুঝতে পারছিলেন না। এরপর কর্মকর্তা হালকাভাবে যোগ করেন, ‘এটা সম্ভবত এখনো গরম আছে।’ নারীটি তখন হেসে পুলিশ কর্মকর্তাদের পিৎজা পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
ভিডিওটির ক্যাপশনে টেম্পে পুলিশ বিভাগ লিখেছে, ‘একজন ডেলিভারি ম্যানকে ট্র্যাফিক স্টপে আটকের পর, আমাদের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে পিৎজাটি গ্রাহকের কাছে পৌঁছেছে। অর্ডারটি ছিল হট-এন-রেডি, আর সন্দেহভাজন ছিলেন কট-এন-স্টেডি। আমরা আমাদের কমিউনিটিকে সার্বক্ষণিক সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ–তা নিরাপত্তা হোক বা পিৎজা ডেলিভারি!’
এই মানবিক কাজের জন্য অসংখ্য নেটিজেন মন্তব্য বিভাগে পুলিশ কর্মকর্তাদের প্রশংসা করেছেন।
একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘আমাদের নীল পোশাকের পুরুষদের জন্য আমি গর্বিত। আপনাদের সেবার জন্য ধন্যবাদ।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনার দরজায় পিৎজা নিয়ে এই পুলিশদের দেখলে কী দারুণ না লাগত!’
একজন ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, ‘কিন্তু এটা কি ৩০ মিনিটের মধ্যে পৌঁছেছিল?’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘প্যাট্রল পুলিশ কর্মকর্তারা খুবই ভালো। তাঁরা তাঁদের কমিউনিটিকে সেবা দেওয়ার জন্য দারুণ উপায় খুঁজে বের করেন।’
২০২৪ সালের আগে টেসলার ইতিহাসে মাত্র একবার ত্রৈমাসিক বিক্রি কমতে দেখা গিয়েছিল। কিন্তু এখন পরপর দুটি ত্রৈমাসিক প্রতিবেদনে টেসলার বিক্রিতে পতন ঘটেছে। দ্বিতীয় ত্রৈমাসিকে টেসলার বিক্রি গত বছরের তুলনায় ১৩.৫ শতাংশ কমে গেছে।
৬ ঘণ্টা আগেজলবায়ু পরিবর্তনের দায়ে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে মামলা করতে পারবে বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। আজ বুধবার এক ঐতিহাসিক রায়ে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) জানান, অতীতের কার্বন নিঃসরণসহ জলবায়ু সংকটে দায়বদ্ধতার বিষয়টি বিচারযোগ্য হলেও কোন দেশ কতটা দায়ী, তা নি
৬ ঘণ্টা আগেহামাসের প্রয়াত শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের স্ত্রী সামার আবু জামার গাজা থেকে পালিয়ে তুরস্কে গিয়ে আবারও বিয়ে করেছেন। গাজা থেকে পাওয়া একটি সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট’ এই তথ্য জানিয়েছে।
৭ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা করার অভিযোগে সত্তরোর্ধ্ব এক নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ওই নারী কেন্দ্রীয় ইসরায়েলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৮ ঘণ্টা আগে