Ajker Patrika

ইউক্রেন সফর করতে চান না বাইডেন

ইউক্রেন সফর করতে চান না বাইডেন

আসন্ন ইউরোপ সফরকালে ইউক্রেন সফরে যেতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, এই সপ্তাহের শেষ দিকে তিনি ইউরোপ সফরে যাবেন। তবে তাঁর ইউক্রেন সফর অনেকটা অসম্ভব। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেনকে ইউক্রেন সফরের বিষয়ে জিজ্ঞেস তিনি বলেন, ‘এটি নির্ভর করে।’ তিনি আরও বলেন, তিনি এই সফর চান না। কারণ এর ফলে ইউক্রেনীয়দের জন্য আরও জটিলতার সৃষ্টি হতে পারে।’

পরে সাংবাদিকেরা বাইডেনকে আবারও জিজ্ঞেস করেন যে—তিনি ন্যাটো ও জি–৭ সম্মেলনে যোগ দিতে জার্মানি এবং স্পেন সফরের সময় ইউক্রেনে যাবেন? এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘এই সফরে সেটা সম্ভব বলে মনে হচ্ছে না।’ 

এদিকে, রাশিয়া ইউক্রেনে তাদের দাবিকৃত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেন সফরে যাননি। তবে তাঁর পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেন সফর করেছেন। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির প্রেসিডেন্ট ওলাফ শলৎস, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি এবং রোমানিয়ার প্রেসিডেন্ট।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত