Ajker Patrika

যুক্তরাষ্ট্রে বাস্কেটবল স্টেডিয়ামের বাইরে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৪: ০২
যুক্তরাষ্ট্রে বাস্কেটবল স্টেডিয়ামের বাইরে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের জাতীয় বাস্কেটবল স্টেডিয়ামের বাইরে গোলাগুলির ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে জাতীয় বাস্কেটবল স্টেডিয়ামে খেলা চলছিল। তখন গুলির শব্দ আসে। এতে মাঠে উপস্থিত দর্শক ও খেলোয়াড়েরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। আজ রোববার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

কলাম্বিয়ার মেট্রোপলিটন পুলিশ বিভাগ টুইটারে জানায়, বলপার্কের বাইরে দুজনকে গুলি করা হয়। পরে আরেকটি টুইটে জানানো হয়, এ ঘটনায় গুলিবিদ্ধ আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আহতদের একজনের পায়ে গুলি লেগেছে এবং আরেকজনের পিঠে গুলি করা হয়েছে। তাঁদের মধ্যে একজন নারী। পুলিশ জানিয়েছে, আহতদের অবস্থা সংকটাপন্ন নয়।

স্টেডিয়ামের বাইরে এমন গোলাগুলির ঘটনায় ওয়াশিংটন ন্যাশনাল ও সান দিয়েগো প্যাড্রেসের মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে; যা রোববার অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত