আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সঙ্গে ১০ মিনিট মহাকাশে ভ্রমণের উদ্দেশ্যে ২৮ মিলিয়ন ডলার নিলাম হেঁকেছেন এক বেনামি মহাকাশ পর্যটক। আগামী ২০ জুলাই বেজোসের মহাকাশ নির্মাতা প্রতিষ্ঠান ব্লু অরিজিনের প্রথম যাত্রীবাহী মহাকাশযানে একটি আসনের জন্য তিনি এ বিপুল অর্থ খরচ করছেন। বর্তমান মূল্যমানে এ অর্থের পরিমাণ ২৩৭ কোটি ৬৪ লক্ষ ৯৬ হাজার টাকা।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০ জুলাই জেফ বেজোস ও তাঁর ভাই মার্ক মহাকাশ ভ্রমণে যাবেন। এ ভ্রমণে তাঁদের সঙ্গে আরও একজনকে নেওয়ার জন্য নিলামের আয়োজন করে ব্লু অরিজিন। মাসব্যাপী এ নিলামে শুক্রবার পর্যন্ত সর্বাধিক ডাক উঠেছিল ৫ মিলিয়ন ডলার। শনিবার এসে এ পরিমাণ হুটকরে ৫ গুণেরও বেশি হয়ে যায়। ব্লু অরিজিনের এক টুইট পোস্টে জানানো হয়, এ অর্থ ব্লু অরিজিনের ফাউন্ডেশন—@ক্লাবফোর্ড ফিউচারে দান করা হবে।
রহস্যজনকভাবে এত বড় অংকের নিলাম হাঁকা লোকটির পরিচয় এখনও জানা যায়নি। তাইতো ১৪০ দেশের বিডারদের মধ্যে শীর্ষে থাকা এই বিডারকে 'রহস্যজনক দরদাতা' বলে উল্লেখ করেছে বিবিসি। ব্লু অরিজিন এ বিডারকে বিজয়ী ঘোষণা করেছে। আগামী সপ্তাহে তাঁর নাম জানাবে বলেও উল্লেখ করে ব্লু অরিজিন।
ব্লু অরিজিনের ওয়েবসাইট বলছে, ২০ তারিখ মহাকাশযানটি এ তিন যাত্রীকে নিয়ে পৃথিবীর পৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার (৬২ মাইল) ওপরে উৎক্ষেপণের পরিকল্পনা করেছে। এতে এ যানের যাত্রীরা মাইক্রোগ্রাভিটি উপভোগ করতে পারবেন। তাঁর ছয় সিটের ক্যাপসুল প্যারাসুট ব্যবহার করে পৃথিবীতে ফিরে আসবেন। যাত্রাটি প্রায় ১০ মিনিট স্থায়ী হবে বলে তাঁদের প্রত্যাশা। নিউ শেপার্ড বুস্টারটি মহাকাশ থেকে ফিরে এসে মাটিতে উল্লম্বভাবে অবতরণ করতে পারে বলেও জানানো হয়।
এ যাত্রার বিষয়ে বেজোসের ভাই মার্ক ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, '২০ জুলাই, আমি আমার ভাইয়ের সঙ্গে সেই যাত্রা করব। আমার সেরা বন্ধুর সঙ্গে সবচেয়ে ভালো অ্যাডভেঞ্চার।' তৃতীয় সহযাত্রীও পেয়ে যাওয়ায় এখন শুধু সময়ের অপেক্ষা।
আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সঙ্গে ১০ মিনিট মহাকাশে ভ্রমণের উদ্দেশ্যে ২৮ মিলিয়ন ডলার নিলাম হেঁকেছেন এক বেনামি মহাকাশ পর্যটক। আগামী ২০ জুলাই বেজোসের মহাকাশ নির্মাতা প্রতিষ্ঠান ব্লু অরিজিনের প্রথম যাত্রীবাহী মহাকাশযানে একটি আসনের জন্য তিনি এ বিপুল অর্থ খরচ করছেন। বর্তমান মূল্যমানে এ অর্থের পরিমাণ ২৩৭ কোটি ৬৪ লক্ষ ৯৬ হাজার টাকা।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০ জুলাই জেফ বেজোস ও তাঁর ভাই মার্ক মহাকাশ ভ্রমণে যাবেন। এ ভ্রমণে তাঁদের সঙ্গে আরও একজনকে নেওয়ার জন্য নিলামের আয়োজন করে ব্লু অরিজিন। মাসব্যাপী এ নিলামে শুক্রবার পর্যন্ত সর্বাধিক ডাক উঠেছিল ৫ মিলিয়ন ডলার। শনিবার এসে এ পরিমাণ হুটকরে ৫ গুণেরও বেশি হয়ে যায়। ব্লু অরিজিনের এক টুইট পোস্টে জানানো হয়, এ অর্থ ব্লু অরিজিনের ফাউন্ডেশন—@ক্লাবফোর্ড ফিউচারে দান করা হবে।
রহস্যজনকভাবে এত বড় অংকের নিলাম হাঁকা লোকটির পরিচয় এখনও জানা যায়নি। তাইতো ১৪০ দেশের বিডারদের মধ্যে শীর্ষে থাকা এই বিডারকে 'রহস্যজনক দরদাতা' বলে উল্লেখ করেছে বিবিসি। ব্লু অরিজিন এ বিডারকে বিজয়ী ঘোষণা করেছে। আগামী সপ্তাহে তাঁর নাম জানাবে বলেও উল্লেখ করে ব্লু অরিজিন।
ব্লু অরিজিনের ওয়েবসাইট বলছে, ২০ তারিখ মহাকাশযানটি এ তিন যাত্রীকে নিয়ে পৃথিবীর পৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার (৬২ মাইল) ওপরে উৎক্ষেপণের পরিকল্পনা করেছে। এতে এ যানের যাত্রীরা মাইক্রোগ্রাভিটি উপভোগ করতে পারবেন। তাঁর ছয় সিটের ক্যাপসুল প্যারাসুট ব্যবহার করে পৃথিবীতে ফিরে আসবেন। যাত্রাটি প্রায় ১০ মিনিট স্থায়ী হবে বলে তাঁদের প্রত্যাশা। নিউ শেপার্ড বুস্টারটি মহাকাশ থেকে ফিরে এসে মাটিতে উল্লম্বভাবে অবতরণ করতে পারে বলেও জানানো হয়।
এ যাত্রার বিষয়ে বেজোসের ভাই মার্ক ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, '২০ জুলাই, আমি আমার ভাইয়ের সঙ্গে সেই যাত্রা করব। আমার সেরা বন্ধুর সঙ্গে সবচেয়ে ভালো অ্যাডভেঞ্চার।' তৃতীয় সহযাত্রীও পেয়ে যাওয়ায় এখন শুধু সময়ের অপেক্ষা।
এশিয়ার ধনকুবেরদের উত্থান-পতনের এক চমকপ্রদ প্রতিচ্ছবি ফুটে উঠছে প্রাইভেট জেটের বাজারে। এক সময় যেখানকার আকাশ দাপিয়ে বেড়াতেন চীনের ধনীরা, এখন সেই স্থান দখল করছেন উদীয়মান ভারতীয়রা। ইকোনমিস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে—সম্প্রতি চীনে প্রাইভেট জেটের সংখ্যা দ্রুত হ্রাস পেয়েছে, আর এই বাজারে ভারত চমকপ্রদ গতিতে
৩৭ মিনিট আগেপ্রকল্পের অধীনে নারীদের পরিবর্তে প্রায় ১৪ হাজারের বেশি পুরুষ প্রতারণামূলকভাবে এই আর্থিক সুবিধা নিয়েছেন। এতে রাজ্যের কোষাগারের প্রায় ১ হাজার ৬৪০ কোটি রুপির ক্ষতি হয়েছে।
৩৯ মিনিট আগেমধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় জলবায়ু পরিবর্তনের ফলস্বরূপ প্রতিনিয়ত বাড়ছে উদ্বাস্তুদের সংখ্যা। আজ রোববার আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, এক দশক আগেও বিষয়টি বড় কোনো আলোচনার কেন্দ্রে ছিল না, অথচ আজ তা ভয়াবহ বাস্তবতায় পরিণত হয়েছে।
১ ঘণ্টা আগেপূর্ব কঙ্গোর কোমান্ডা শহরে একটি ক্যাথলিক চার্চে ভয়াবহ হামলায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ইসলামিক স্টেট-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স (এডিএফ) এ হামলা চালিয়েছে। তবে, এখনো
২ ঘণ্টা আগে