যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘রাশিয়াকে কেউ হুমকি দেয়নি এবং রাশিয়াই নিজেদের এই সংকটে ডেকে এনেছে।’ স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে জো বাইডেন এ কথা বলেন। একই অধিবেশনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘রাশিয়াকে হুমকি দেওয়ার কারণেই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে’—এমন দাবির বিপরীতে বাইডেন এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের বিষয়ে বাইডেন বলেছেন, ‘আমরা আগেই সতর্ক করেছিলাম যে এটি ঘটতে যাচ্ছে এবং আমরা অনেকেই এটি এড়ানোর চেষ্টা করেছিলাম।’
বাইডেন তাঁর ভাষণে বিশ্বনেতার প্রতি বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধ আপনাদের বুকের রক্তকে ঠান্ডা করে দেবে। আপনি যে-ই হোন না কেন, আপনি যেখানেই থাকুন না কেন, আপনি যা-ই বিশ্বাস করেন না কেন—এই যুদ্ধ আপনার রক্তকে ঠান্ডা করে তুলবে।’
বাইডেন তাঁর ভাষণে আরও বলেন, ‘রাশিয়া বিশ্বের খাদ্যসংকটের জন্য ইউক্রেনে আগ্রাসনে বিশ্বের দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞাকে দোষারোপ করার চেষ্টা করছে। এ বিষয়ে দেশটি মিথ্যাচার করছে। সুতরাং আমাকে কিছু বিষয়ে পরিষ্কারভাবে বলতে দিন—আমাদের নিষেধাজ্ঞাগুলো স্পষ্টভাবে রাশিয়াকে খাদ্য ও সার রপ্তানির ক্ষমতা দেয়, স্পষ্ট অনুমতি দেয়। এ ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা আরোপ করা হয়নি।’
এদিকে ইউক্রেনে সামরিক অভিযানে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের ঘোষণার পরপরই রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, রাশিয়ার মোট সেনার মাত্র ১ শতাংশ, অর্থাৎ প্রায় ৩ লাখ সৈন্য পাঠানো হবে ইউক্রেনে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু স্থানীয় সময় আজ বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে জানান, রিজার্ভে থাকা সৈন্যদের মধ্য থেকে ৩ লাখ সেনো পাঠানো হবে ইউক্রেনে।
টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেন, এটি রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ। পশ্চিমারা রাশিয়াকে দুর্বল ও ধ্বংস দেখতে চায় বলে অভিযোগ করেন তিনি। জবাবের জন্য সব অস্ত্র প্রস্তুত আছে বলেও হুঁশিয়ারি দেন পুতিন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘রাশিয়াকে কেউ হুমকি দেয়নি এবং রাশিয়াই নিজেদের এই সংকটে ডেকে এনেছে।’ স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে জো বাইডেন এ কথা বলেন। একই অধিবেশনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘রাশিয়াকে হুমকি দেওয়ার কারণেই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে’—এমন দাবির বিপরীতে বাইডেন এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধের বিষয়ে বাইডেন বলেছেন, ‘আমরা আগেই সতর্ক করেছিলাম যে এটি ঘটতে যাচ্ছে এবং আমরা অনেকেই এটি এড়ানোর চেষ্টা করেছিলাম।’
বাইডেন তাঁর ভাষণে বিশ্বনেতার প্রতি বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার চলমান যুদ্ধ আপনাদের বুকের রক্তকে ঠান্ডা করে দেবে। আপনি যে-ই হোন না কেন, আপনি যেখানেই থাকুন না কেন, আপনি যা-ই বিশ্বাস করেন না কেন—এই যুদ্ধ আপনার রক্তকে ঠান্ডা করে তুলবে।’
বাইডেন তাঁর ভাষণে আরও বলেন, ‘রাশিয়া বিশ্বের খাদ্যসংকটের জন্য ইউক্রেনে আগ্রাসনে বিশ্বের দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞাকে দোষারোপ করার চেষ্টা করছে। এ বিষয়ে দেশটি মিথ্যাচার করছে। সুতরাং আমাকে কিছু বিষয়ে পরিষ্কারভাবে বলতে দিন—আমাদের নিষেধাজ্ঞাগুলো স্পষ্টভাবে রাশিয়াকে খাদ্য ও সার রপ্তানির ক্ষমতা দেয়, স্পষ্ট অনুমতি দেয়। এ ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা আরোপ করা হয়নি।’
এদিকে ইউক্রেনে সামরিক অভিযানে আরও সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের ঘোষণার পরপরই রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানিয়েছেন, রাশিয়ার মোট সেনার মাত্র ১ শতাংশ, অর্থাৎ প্রায় ৩ লাখ সৈন্য পাঠানো হবে ইউক্রেনে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু স্থানীয় সময় আজ বুধবার টেলিভিশনে দেওয়া ভাষণে জানান, রিজার্ভে থাকা সৈন্যদের মধ্য থেকে ৩ লাখ সেনো পাঠানো হবে ইউক্রেনে।
টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেন, এটি রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত করার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ। পশ্চিমারা রাশিয়াকে দুর্বল ও ধ্বংস দেখতে চায় বলে অভিযোগ করেন তিনি। জবাবের জন্য সব অস্ত্র প্রস্তুত আছে বলেও হুঁশিয়ারি দেন পুতিন।
ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে পোস্টে লিখেছেন, ‘ভারত শুধু রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেলই কিনছে না, তারা সেই তেলের বড় অংশ খোলাবাজারে বিক্রি করে বড় লাভ করছে। ইউক্রেনে রুশ যুদ্ধ যন্ত্রের কারণে কত মানুষ মারা যাচ্ছে, তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।’
১৪ মিনিট আগেসীমান্ত এলাকায় স্থাপন করা উত্তর কোরিয়া বিরোধী প্রচারে ব্যবহৃত লাউডস্পিকারগুলো সরিয়ে নিতে শুরু করেছে দক্ষিণ কোরিয়ার সরকার। আজ সোমবার (৪ আগস্ট) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লি কিয়ং-হো সাংবাদিকদের জানিয়েছেন, আজ থেকেই দেশটির সামরিক বাহিনী লাউডস্পিকার অপসারণ কার্যক্রম শুরু করেছে।
১ ঘণ্টা আগেইসরায়েলি এক অবৈধ বসতি স্থাপনকারীর গুলিতে নিহত ফিলিস্তিনি শিক্ষক ও অধিকারকর্মী আওদাহ হাতালিনের মৃতদেহ ফেরতের দাবিতে অনশন করছেন ৬০ জনের বেশি ফিলিস্তিনি নারী। পশ্চিম তীরের হেবরনের দক্ষিণের গ্রাম উম আল-খাইরে এই অনশন শুরু হয়েছে গত বৃহস্পতিবার।
২ ঘণ্টা আগেহাসেম মল্লিক স্বীকার করেছেন, তিনি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশে তাঁর করা অপরাধের আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে তিনি সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছিলেন। এরপর নিজের পরিচয় গোপন করতে জাল ভারতীয় নথি তৈরি করেন।
৩ ঘণ্টা আগে