Ajker Patrika

পর্নো তারকা সোফিয়া লিওনের মৃত্যু, নিজ অ্যাপার্টমেন্টে ছিলেন অচেতন অবস্থায়

অনলাইন ডেস্ক
পর্নো তারকা সোফিয়া লিওনের মৃত্যু, নিজ অ্যাপার্টমেন্টে ছিলেন অচেতন অবস্থায়

পর্নো তারকা সোফিয়া লিওন মারা গেছেন। গত ১ মার্চ নিজ অ্যাপার্টমেন্টে ২৬ বছর বয়সী এই তারকাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। গতকাল শনিবার সোফিয়ার সৎ বাবা মাইক রোমেরো খবরটি দেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

তহবিল গঠনের ওয়েবসাইট গোফান্ডমিতে সৎ বাবা রোমেরো সোফিয়ার মৃত্যুর কথা জানান। সোফিয়ার সৎকারের জন্য তহবিল গঠন করতে চেয়েছিলেন তিনি।

রোমেরো লেখেন, ‘তার (সোফিয়া) মা এবং পরিবারের পক্ষ থেকে দুঃখভারাক্রান্ত হৃদয়ে আমাকে আমাদের প্রিয় সোফিয়ার মৃত্যুর খবরটি জানাতে হচ্ছে। সোফিয়াকে আকস্মিকভাবে হারানো তার পরিবার এবং বন্ধুদের বিধ্বস্ত এবং মর্মাহত করেছে। সোফিয়ার জন্য শোক ও বিচার চাওয়ার কঠিন প্রক্রিয়ার সঙ্গে পরিবারটি এখন আর্থিক সমস্যারও সম্মুখীন হচ্ছে—যার জন্য তারা প্রস্তুত ছিল না।’

মৃত্যুর কারণ সম্পর্কে স্থানীয় পুলিশের তদন্ত এখনো চলছে বলেও জানান তিনি।

সোফিয়া লিওনের মডেলিং এজেন্সি ১০১ মডেলিংও মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। তারা বলেছে যে, সোফিয়া লিওনের অকাল এবং মর্মান্তিক মৃত্যুতে তাদের হৃদয় ভেঙে গেছে। সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে মডেলিং এজেন্সিটি বলেছে, ‘সুন্দর হৃদয়ের মানুষ সোফিয়া আমাদের অনেককেই স্পর্শ করেছিল। সোফিয়া, আপনি জানুন যে, আমরা আপনাকে কতটা ভালোবাসি।’

মডেলিং এজেন্সিটি আরও বলেছে যে, সোফিয়া আত্মহত্যা করেননি। ঘরে ঢুকে হত্যা করা হয়েছে—এমন সন্দেহে তদন্ত করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের মায়ামিতে ১৯৯৭ সালের ১০ জুন জন্মগ্রহণ করেন সোফিয়া লিওন। ১৮ বছর বয়সে তিনি পর্নোগ্রাফি শিল্পে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, তার সম্পত্তির পরিমাণ প্রায় ১ মিলিয়ন ডলার।

কাগনি লিন কার্টার, জেসি জেন এবং থাইনা ফিল্ডসের পর সোফিয়ার মারা যাওয়া এ বছর পর্নো শিল্পে চতুর্থ অকাল মৃত্যুর ঘটনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত