অনলাইন ডেস্ক
দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়েই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর শুরু করেন অভিবাসী প্রত্যাবাসন। এবার অভিবাসননীতিতে নতুন পরিকল্পনা আঁটছেন ট্রাম্প। ৫০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি ৫৯ লাখ টাকা) বিনিময়ে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ দিচ্ছেন তিনি।
ট্রাম্প বলছেন, ধনী অভিবাসীদের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়াকে সহজ করার পরিকল্পনা হিসেবে ‘গোল্ড কার্ড’ ব্যবস্থা চালু করতে যাচ্ছেন তিনি। এই ‘গোল্ড কার্ড’ স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়া এবং আমেরিকার নাগরিকত্বের পথে এগিয়ে যেতে সহায়তা করবে।
ট্রাম্প বলেন, ‘আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করব। এই কার্ডের জন্য প্রায় ৫ মিলিয়ন ডলার মূল্য নির্ধারণ করব। এটি আপনাকে গ্রিন কার্ডের সুবিধা দেবে, পাশাপাশি এটি (আমেরিকার) নাগরিকত্বের পথ তৈরি করবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন।’
যেসব বিদেশি যুক্তরাষ্ট্রের ব্যবসায় বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ, তাদের ইবি-৫ প্রোগ্রাম ‘গ্রিন কার্ড’ দেয়। মার্কিন ব্যবসায় বড় অঙ্কের অর্থ বিনিয়োগ বা কর্মসংস্থান সংরক্ষণের প্রতিশ্রুতির মাধ্যমে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পান বিদেশি বিনিয়োগকারীরা। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামটি প্রতিস্থাপন করে তিনি গোল্ড কার্ড চালু করবেন। তাঁর মতে, এই উদ্যোগ দ্রুত জাতীয় ঋণ পরিশোধে সহায়ক হতে পারে।
তিনি আরও বলেন, ‘এটা কিছুটা গ্রিন কার্ডের মতো, তবে অনেক বেশি সুবিধাযুক্ত। এটি নাগরিকত্বের পথ তৈরি করবে, মূলত ধনী বা অত্যন্ত প্রতিভাবান ব্যক্তিদের জন্য। তাঁরা এখানে আসার জন্য মূল্য পরিশোধ করবে। কোম্পানিগুলো লোকজনকে এখানে নিয়ে আসার জন্য অর্থ দেবে, যাতে তারা এ দেশে দীর্ঘমেয়াদে থাকতে পারে।’
ট্রাম্প বলেন, ‘তারা ধনী হবে, সফল হবে। তারা অনেক অর্থ ব্যয় করবে, অনেক কর দেবে। অনেক লোকের কর্মসংস্থান করবে। আমরা মনে করি, এটি অত্যন্ত সফল হতে চলেছে।’
কমপক্ষে ১০ লাখ গোল্ড কার্ড বিক্রি হবে বলে আশা করছেন ট্রাম্প। দুই সপ্তাহের মধ্যে এই পরিকল্পনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।
ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী প্রোগ্রাম মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) দ্বারা পরিচালিত হয়। বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও মূলধন বিনিয়োগের মাধ্যমে মার্কিন অর্থনীতিকে উদ্দীপিত করার জন্য ১৯৯০ সালে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক গতকাল মঙ্গলবার সাংবাদিকদের জানান, ‘ইবি-৫ প্রোগ্রাম ছিল পুরোপুরি অর্থহীন, কল্পনাপ্রসূত ও জালিয়াতিতে ভরা। এটি কম দামে গ্রিন কার্ড পাওয়ার একটি উপায় ছিল। তাই প্রেসিডেন্ট বলেছেন, এই হাস্যকর ইবি-৫ প্রোগ্রামের পরিবর্তে আমরা এটি বন্ধ করে দেব। আমরা এর পরিবর্তে ট্রাম্প গোল্ড কার্ড চালু করব।’
বিশ্বের অনেক দেশেই বিনিয়োগকারীদের জন্য ভিসার সুবিধা রয়েছে। পরামর্শদাতা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স জানায়, বিশ্বব্যাপী শতাধিক দেশ ধনী ব্যক্তিদের জন্য ‘গোল্ডেন ভিসা’ অফার করে, যার মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, গ্রিস, মাল্টা, অস্ট্রেলিয়া, কানাডা ও ইতালি।
দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হয়েই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর শুরু করেন অভিবাসী প্রত্যাবাসন। এবার অভিবাসননীতিতে নতুন পরিকল্পনা আঁটছেন ট্রাম্প। ৫০ লাখ ডলারের (বাংলাদেশি মুদ্রায় ৬০ কোটি ৫৯ লাখ টাকা) বিনিময়ে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ দিচ্ছেন তিনি।
ট্রাম্প বলছেন, ধনী অভিবাসীদের জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়াকে সহজ করার পরিকল্পনা হিসেবে ‘গোল্ড কার্ড’ ব্যবস্থা চালু করতে যাচ্ছেন তিনি। এই ‘গোল্ড কার্ড’ স্থায়ী বাসিন্দার মর্যাদা পাওয়া এবং আমেরিকার নাগরিকত্বের পথে এগিয়ে যেতে সহায়তা করবে।
ট্রাম্প বলেন, ‘আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করব। এই কার্ডের জন্য প্রায় ৫ মিলিয়ন ডলার মূল্য নির্ধারণ করব। এটি আপনাকে গ্রিন কার্ডের সুবিধা দেবে, পাশাপাশি এটি (আমেরিকার) নাগরিকত্বের পথ তৈরি করবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন।’
যেসব বিদেশি যুক্তরাষ্ট্রের ব্যবসায় বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ, তাদের ইবি-৫ প্রোগ্রাম ‘গ্রিন কার্ড’ দেয়। মার্কিন ব্যবসায় বড় অঙ্কের অর্থ বিনিয়োগ বা কর্মসংস্থান সংরক্ষণের প্রতিশ্রুতির মাধ্যমে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পান বিদেশি বিনিয়োগকারীরা। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামটি প্রতিস্থাপন করে তিনি গোল্ড কার্ড চালু করবেন। তাঁর মতে, এই উদ্যোগ দ্রুত জাতীয় ঋণ পরিশোধে সহায়ক হতে পারে।
তিনি আরও বলেন, ‘এটা কিছুটা গ্রিন কার্ডের মতো, তবে অনেক বেশি সুবিধাযুক্ত। এটি নাগরিকত্বের পথ তৈরি করবে, মূলত ধনী বা অত্যন্ত প্রতিভাবান ব্যক্তিদের জন্য। তাঁরা এখানে আসার জন্য মূল্য পরিশোধ করবে। কোম্পানিগুলো লোকজনকে এখানে নিয়ে আসার জন্য অর্থ দেবে, যাতে তারা এ দেশে দীর্ঘমেয়াদে থাকতে পারে।’
ট্রাম্প বলেন, ‘তারা ধনী হবে, সফল হবে। তারা অনেক অর্থ ব্যয় করবে, অনেক কর দেবে। অনেক লোকের কর্মসংস্থান করবে। আমরা মনে করি, এটি অত্যন্ত সফল হতে চলেছে।’
কমপক্ষে ১০ লাখ গোল্ড কার্ড বিক্রি হবে বলে আশা করছেন ট্রাম্প। দুই সপ্তাহের মধ্যে এই পরিকল্পনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।
ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী প্রোগ্রাম মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) দ্বারা পরিচালিত হয়। বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও মূলধন বিনিয়োগের মাধ্যমে মার্কিন অর্থনীতিকে উদ্দীপিত করার জন্য ১৯৯০ সালে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক গতকাল মঙ্গলবার সাংবাদিকদের জানান, ‘ইবি-৫ প্রোগ্রাম ছিল পুরোপুরি অর্থহীন, কল্পনাপ্রসূত ও জালিয়াতিতে ভরা। এটি কম দামে গ্রিন কার্ড পাওয়ার একটি উপায় ছিল। তাই প্রেসিডেন্ট বলেছেন, এই হাস্যকর ইবি-৫ প্রোগ্রামের পরিবর্তে আমরা এটি বন্ধ করে দেব। আমরা এর পরিবর্তে ট্রাম্প গোল্ড কার্ড চালু করব।’
বিশ্বের অনেক দেশেই বিনিয়োগকারীদের জন্য ভিসার সুবিধা রয়েছে। পরামর্শদাতা প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স জানায়, বিশ্বব্যাপী শতাধিক দেশ ধনী ব্যক্তিদের জন্য ‘গোল্ডেন ভিসা’ অফার করে, যার মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন, গ্রিস, মাল্টা, অস্ট্রেলিয়া, কানাডা ও ইতালি।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়। এরপরেই ব্যাপকভাবে বাড়তে থাকে দ্রব্যমূল্য। সে সময় দারিদ্র্যের চাপে নিজের কিডনি বিক্রির সিদ্ধান্ত নেন জিয়া (ছদ্মনাম) নামে মিয়ানমারের এক কৃষক। জিয়া জানান, তাঁর ছোট পরিবারকে খাওয়াতে পারছিলেন না। ঋণের বোঝায় ছিলেন জর্জরিত।
১৭ মিনিট আগেঅস্ট্রেলিয়ায় ডায়াবেটিস আক্রান্ত আট বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় বাবা-মাকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ধর্মীয় বিশ্বাসের কারণে শিশুটির বাবা-মা তাকে প্রায় এক সপ্তাহ ইনসুলিন দেননি। এর ফলে শিশুটির মৃত্যু হয়। পরবর্তীকালে একটি হত্যা মামলা হয়। এতে দোষী সাব্যস্ত হলে, শিশুটির বাবা-মাকে ১
৪ ঘণ্টা আগেসকাল সাড়ে ৭টার দিকে একটি সাদা-নীল রঙের ট্যাক্সি থেকে দুজন নারী নেমে আসেন ঘাটে। তাঁদের সঙ্গে ছিল একটি বেগুনি রঙের ট্রলিব্যাগ। ব্যাপারটি স্থানীয়দের চোখে পড়ে। তাঁরা খেয়াল করেন, ওই দুই নারী ব্যাগটি নদীর দিকে নেওয়ার চেষ্টা করছেন।
৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা ‘কোনো এক সময়’ প্রত্যাহার করা হবে। ওয়াশিংটনে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনের সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে