Ajker Patrika

পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত করার কৃতিত্ব দাবি ব্রাসের 

আজকের পত্রিকা ডেস্ক
পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত করার কৃতিত্ব দাবি ব্রাসের 

পাকিস্তানের বেলুচিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ সেনা কর্মকর্তা নিহত হওয়ার কৃতিত্ব দাবি করেছে দ্য বালুচ রাজি অ্যাজোই সানগার (ব্রাস)। গত মঙ্গলবার এক বিবৃতিতে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনগুলোর জোটটি এ দাবি করে। 

ব্রাসের দাবি, গত সোমবার তারা ভূপৃষ্ঠের কাছাকাছি উড়তে থাকা হেলিকপ্টারটিকে বিমান-বিধ্বংসী অস্ত্র দিয়ে ভূপতিত করেছে। তবে নিজেদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি সংগঠনটি। তবে আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের সামরিক কর্মকর্তারা ব্রাসের এই দাবি নাকচ করে দিয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। 

গত সোমবার বেলুচিস্তানের পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটিতে আঞ্চলিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলীসহ ছয় সামরিক কর্মকর্তা ছিলেন। তারা বেলুচিস্তানের বন্যাকবলিত অঞ্চলে উদ্ধার ও ত্রাণের কার্যক্রমে যুক্ত ছিলেন। পাকিস্তান পুলিশের সূত্র একটি পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে জানিয়েছিল, যে এলাকায় হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছে, সেটি পাহাড়ি ভূখণ্ড। সেখানে গাড়ি চালানোর মতো পথ নেই। ফলে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। 

পাকিস্তানের সশস্ত্র বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, হেলিকপ্টারটিতে লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলীসহ ছয়জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছিলেন। ত্রাণ কার্যক্রম তদারকির নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলী। এদিকে পাকিস্তানের কিছু গণমাধ্যমে পাকিস্তান কোস্টগার্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার আমজাদ হানিফ সাট্টিও ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে আসছে বেলুচিস্তানের কয়েকটি সশস্ত্র সংগঠন। তাদের অভিযোগ, বৈষম্যমূলকভাবে প্রদেশটির সমৃদ্ধ খনিজ সম্পদ ব্যবহার করছে পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত