Ajker Patrika

পাকিস্তানের ২৭ বিদ্যুৎকেন্দ্র অকার্যকর: শাহবাজ

পাকিস্তানের ২৭ বিদ্যুৎকেন্দ্র অকার্যকর: শাহবাজ

পাকিস্তানের ২৭টি বিদ্যুৎকেন্দ্র বর্তমানে অকার্যকর অবস্থায় পড়ে আছে বলে জানিয়েছেন দেশটির সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর শাহবাজ শরিফ এ তথ্য জানান। তিনি বলেন, ‘জ্বালানি স্বল্পতা অথবা কারিগরি ত্রুটির কারণে এসব বিদ্যুৎকেন্দ্র অকার্যকর হয়ে গেছে।’ পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ডনের প্রতিবেদনে বলা হয়, জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকের সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ৭ হাজারেরও বেশি মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ২৭টি বিদ্যুৎকেন্দ্রের তালিকা উপস্থাপন করে বলেন, এসব বিদ্যুৎকেন্দ্র বর্তমানে বন্ধ রয়েছে। 

জ্বালানি মন্ত্রণালয় জানায়, ৩ হাজার ৫৩৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৯টি বড় বিদ্যুৎকেন্দ্র বর্তমানে জ্বালানি ঘাটতির কারণে বন্ধ রয়েছে। এর মধ্যে এলএনজি ঘাটতির কারণে বন্ধ রয়েছে চারটি বিদ্যুৎকেন্দ্র, ফার্নেস তেলের ঘাটতির কারণে বন্ধ রয়েছে দুটি, নিম্নমানের কয়লা সংগ্রহের জন্য একটি এবং গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হওয়ার কারণে একটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে। এ ছাড়া কারিগরি ত্রুটি ও মেরামত ও রক্ষণাবেক্ষণের অভাবে আরও ১৮টি প্ল্যান্ট দীর্ঘদিন ধরেই অকার্যকর হয়ে আছে। 

প্রাক্তন প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি, যিনি অতীতে একসময় পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তিনি বৈঠকে বলেন, ‘জ্বালানি মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ ও পেট্রোলিয়াম বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণেই এ সমস্যা তৈরি হয়েছে। শুরুতেই সমস্যাটির সমাধান করা উচিত ছিল। এখন একে অপরের প্রতি দোষারোপের খেলায় সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধানের দিকে মনযোগ দেওয়া উচিত।’ 

শহীদ খাকান আব্বাসিকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলেন যেন তিনি বিদ্যুৎ বিভাগ ও জ্বালানি বিভাগকে সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে পরামর্শ দেন। কারণ শাহবাজ শরিফ জানেন, শহীদ খাকান আব্বাসি জ্বালানি খাতের একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তি। 

বৈঠকে আরও বলা হয়, পূর্ববর্তী সরকার প্রযুক্তিগত ত্রুটি দূর করার জন্য সময়মতো পদক্ষেপ নেয়নি। তারা বিদ্যুৎকেন্দ্র মেরামতের জন্য খুচরা যন্ত্রাংশের ব্যবস্থা করেনি। এমনকি যথাযথ রক্ষণাবেক্ষণ পদ্ধতিও অনুসরণ করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত