পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেশটির সাবেক প্রধান বিচারপতির নাম প্রস্তাব করেছেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকের পর ইমরান খান বিচারপতি গুলজার আহমেদের নাম তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর পদের জন্য প্রস্তাব করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইমরান খান তাঁর দপ্তর থেকে প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে বলেন, ‘আমি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করছি।’
এর আগে, পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করতে বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান ও বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফের প্রতি আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ড. আরিফ আলভি সোমবার প্রধানমন্ত্রী ও সদ্য ভেঙে দেওয়া পার্লামেন্টের বিরোধীদলীয় নেতার প্রতি এই আহ্বান জানান।
পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে ইমরান খান ও শাহবাজ শরিফের কাছে পাঠানো চিঠির বরাত দিয়ে দ্য ডন তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট আরিফ আলভি দেশটির সংবিধানের ২২৪-এ(১) অনুচ্ছেদের আওতায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তিদের নাম প্রস্তাব করার জন্য একটি চিঠি পাঠিয়েছেন।
দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি গত রোববার সংসদে ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ার পরপরই প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই প্রেসিডেন্ট দেশটির পার্লামেন্ট ভেঙে দেন। পার্লামেন্ট ভেঙে দেওয়ায় পর সংবিধান অনুসারে আগামী ৯০ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
তবে, দেশটির সম্মিলিত বিরোধী দলের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ জানিয়েছেন, তাঁরা কোনো নাম প্রস্তাব করবেন না।
ইমরান খান সম্পর্কিত পড়ুন:
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেশটির সাবেক প্রধান বিচারপতির নাম প্রস্তাব করেছেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকের পর ইমরান খান বিচারপতি গুলজার আহমেদের নাম তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর পদের জন্য প্রস্তাব করেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইমরান খান তাঁর দপ্তর থেকে প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে বলেন, ‘আমি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করছি।’
এর আগে, পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করতে বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান ও বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফের প্রতি আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ড. আরিফ আলভি সোমবার প্রধানমন্ত্রী ও সদ্য ভেঙে দেওয়া পার্লামেন্টের বিরোধীদলীয় নেতার প্রতি এই আহ্বান জানান।
পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে ইমরান খান ও শাহবাজ শরিফের কাছে পাঠানো চিঠির বরাত দিয়ে দ্য ডন তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট আরিফ আলভি দেশটির সংবিধানের ২২৪-এ(১) অনুচ্ছেদের আওতায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তিদের নাম প্রস্তাব করার জন্য একটি চিঠি পাঠিয়েছেন।
দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি গত রোববার সংসদে ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ার পরপরই প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই প্রেসিডেন্ট দেশটির পার্লামেন্ট ভেঙে দেন। পার্লামেন্ট ভেঙে দেওয়ায় পর সংবিধান অনুসারে আগামী ৯০ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
তবে, দেশটির সম্মিলিত বিরোধী দলের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ জানিয়েছেন, তাঁরা কোনো নাম প্রস্তাব করবেন না।
ইমরান খান সম্পর্কিত পড়ুন:
বোল্টন বলেছেন, ‘এই বৈঠকের পর ট্রাম্প কিছুই পাননি। যা পেয়েছেন তা হলো, আরও কিছু বৈঠকের প্রতিশ্রুতি। অন্যদিকে পুতিন ‘সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে অনেক দূর এগিয়ে গেছেন, যা আমি সব সময় তাঁর প্রধান লক্ষ্য বলে মনে করেছি।’
১ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি হয়তো আশা করেছিলেন, এই বৈঠকে যুদ্ধ বন্ধের বিষয়ে একটি চুক্তি হবে। কিন্তু এমন কোনো কিছুই হয়নি। তাই ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনার জন্য সোমবার ওয়াশিংটনে যাচ্ছেন জেলেনস্কি।
২ ঘণ্টা আগেআলাস্কা বিক্রির পেছনে সবচেয়ে বড় কারণ ছিল রাশিয়ার অর্থনৈতিক সংকট ও ভূরাজনৈতিক দুর্বলতা। ১৮৫৩ থেকে ১৮৫৬ সাল পর্যন্ত চলা ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়াকে ব্রিটেন, ফ্রান্স এবং অটোমান সাম্রাজ্যের কাছে অপমানজনকভাবে পরাজিত হতে হয়। এই যুদ্ধে রাশিয়ার প্রায় ১৬০ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছিল, যা দেশটির অর্থনীতি...
২ ঘণ্টা আগেশনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, ‘আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠককে ভারত স্বাগত জানাচ্ছে। শান্তির পথে তাঁদের নেতৃত্ব প্রশংসনীয়। তবে সমাধানের একমাত্র পথ হলো সংলাপ ও কূটনীতি। বিশ্ব চায় ইউক্রেন যুদ্ধ
৩ ঘণ্টা আগে