Ajker Patrika

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর ক্যাম্পে হামলা, নিহত ৪ 

আপডেট : ১৩ মে ২০২৩, ১৩: ৪৬
পাকিস্তানে আধাসামরিক বাহিনীর ক্যাম্পে হামলা, নিহত ৪ 

পাকিস্তানের বেলুচিস্তানে আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির (এফসি) ক্যাম্পে সন্ত্রাসী হামলা হয়েছে। এতে দুই সন্ত্রাসী ও দুই সেনা নিহত হয়েছেন। বেলুচিস্তানের মুসলিমবাগ শহরে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটেছে। আন্তবাহিনী জনসংযোগ বিভাগের (আইএসপিআর) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। 

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে বলেছে, একটি সন্ত্রাসবাদী দল উত্তর বেলুচিস্তানের মুসলিমবাগ এলাকায় একটি এফসি ক্যাম্পে হামলা করেছে। সন্ত্রাসীদের ধরার জন্য সেখানে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে তাদের গোলাগুলি হয়েছে। 

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলা চালিয়েছে। সংগঠনটি আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল ও খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে পুলিশকে লক্ষ্য করে প্রায়ই হামলা চালায়। 

গত কয়েক মাস ধরে পাকিস্তানের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও ডনের প্রতিবেদনে বলা হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলো পাকিস্তানজুড়ে প্রায়ই হামলা চালাচ্ছে। গত এপ্রিলে বেলুচিস্তানের কেচ জেলার জলগাই সেক্টরে পাকিস্তান-ইরান সীমান্তে সন্ত্রাসী হামলায় চার সেনাসদস্য নিহত হন। 

তারও আগে গত ১০ মার্চ উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে পাঁচ সন্ত্রাসী নিহত হয়। এ ছাড়া ৪ মার্চের এক অভিযানে ওয়াজিরিস্তানের দত্তা খেল এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়। 

ইসলামাবাদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ জানিয়েছে, ২০১৮ সালের জুলাই থেকে শুরু করে চলতি বছর পর্যন্ত সময়ের মধ্যে সবচেয়ে ভয়ংকর মাস ছিল এ বছরের জানুয়ারি। শুধু এ মাসেই বিভিন্ন সন্ত্রাসী হামলায় ১৩৪ জন প্রাণ হারিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত