Ajker Patrika

জাতীয় পরিষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি: কোরেশি

জাতীয় পরিষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি: কোরেশি

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি। দলের আরেক সহকর্মী ফাওয়াদ চৌধুরীর দাবিকে অস্বীকার করে কোরেশি এ মন্তব্য করেন। পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

গতকাল পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা ও প্রাক্তন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছিলেন, ‘সোমবার তাঁর দল জাতীয় পরিষদ থেকে একযোগে পদত্যাগ করবেন।’ তাঁর এ বক্তব্যের কয়েক ঘণ্টা পরই টেলিভিশন চ্যানেল এআরওয়াই নিউজ শোতে উপস্থিত হয়ে শাহ মাহমুদ কোরেশি জানান, পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। 

শাহ মাহমুদ কোরেশি বলেন, দলের চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে তাঁদের একটি বৈঠক হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী নির্বাচনে শাহবাজ শরিফের বিপরীতে পিটিআইয়ের প্রার্থী হিসেবে তাঁর নাম (শাহ মাহমদু কোরেশি) চূড়ান্ত করার পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে দলটির জাতীয় পরিষদে থাকা উচিত কি না এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে জাতীয় পরিষদ থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। 

আজ সোমবার দুপুর ১২টায় দলের সংসদীয় কমিটির সঙ্গে ইমরান খান আবার বৈঠকে বসবেন বলে জানিয়েছেন শাহ মাহমুদ কোরেশি। তিনি বলেন, ‘এই দুঃসময়ে যারা ইমরান খানের পাশে দাঁড়িয়েছেন তাঁদের মতামত জানতে চাওয়া হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

পদত্যাগ বিষয়ে দলের প্রভাবশালীদের মতামত কী, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কোরেশি বলেন, ‘ইমরান খান যা চাইবেন তাই হবে। তিনি যে সিদ্ধান্ত নেবেন, দলের সবাই তা মেনে নেবেন।’ 

পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান আরও বলেনে, ‘আমাদের দলটি গণতান্ত্রিক। ইমরান খান সবার মতামত শোনেন, তারপর সিদ্ধান্ত নেন। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, জাতীয় পরিষদের ভেতরে থেকেই আমাদের প্রতিবাদ করা উচিত এবং একই সঙ্গে জনগণের সঙ্গেও যোগাযোগ রাখা উচিত।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত