পাকিস্তানের সেনাবাহিনীর আবারও সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি অভিযোগ করেছেন, সেনাবাহিনী ও এর গোয়েন্দা সংস্থা এখন প্রকাশ্যে তাঁর রাজনৈতিক দলকে ধ্বংসের চেষ্টা করছে।
গতকাল শনিবার রাতে তাঁর লাহোরের বাড়িতে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
এর আগেও ইমরান খান তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিরুদ্ধে দমন অভিযানে সেনাবাহিনীর হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এবারের মন্তব্য ছিল এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট অভিযোগ।
পিটিআইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পেছনে কে জড়িত—এমন প্রশ্নের জবাবে রয়টার্সকে ইমরান বলেন, এটি সম্পূর্ণ সামরিক বাহিনীর এস্টাবলিস্টমেন্টের মনোভাব। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তাঁকে সামরিক আদালতে বিচার করা হবে এবং কারাগারে নিক্ষেপ করা হবে।
ইমরান খানের এ অভিযোগের বিষয়ে সামরিক বাহিনীর এক মুখপাত্রের কাছে রয়টার্স জানতে চাইলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। যদিও দুই দিনের মধ্যে জামিনে মুক্তি পান ইমরান খান। তবে ইমরান খানের গ্রেপ্তার ঘিরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়। পিটিআই সমর্থকেরা দেশটির সরকারি, বিশেষ করে সামরিক স্থাপনার ওপর ব্যাপক তাণ্ডব চালায়। এর পর থেকে ইমরান খানের সমর্থকদের ধরপাকড় চলছে।
গত বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। পাকিস্তানের ইতিহাসে তিনিই প্রথম প্রধানমন্ত্রী, যাকে অনাস্থা ভোটের মাধ্যমে গদি হারাতে হয়েছে। গদিচ্যুত হওয়ার পর থেকে দেশটির সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আসছেন ইমরান।
পাকিস্তানের সেনাবাহিনীর আবারও সমালোচনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি অভিযোগ করেছেন, সেনাবাহিনী ও এর গোয়েন্দা সংস্থা এখন প্রকাশ্যে তাঁর রাজনৈতিক দলকে ধ্বংসের চেষ্টা করছে।
গতকাল শনিবার রাতে তাঁর লাহোরের বাড়িতে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
এর আগেও ইমরান খান তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিরুদ্ধে দমন অভিযানে সেনাবাহিনীর হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এবারের মন্তব্য ছিল এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট অভিযোগ।
পিটিআইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পেছনে কে জড়িত—এমন প্রশ্নের জবাবে রয়টার্সকে ইমরান বলেন, এটি সম্পূর্ণ সামরিক বাহিনীর এস্টাবলিস্টমেন্টের মনোভাব। সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তাঁকে সামরিক আদালতে বিচার করা হবে এবং কারাগারে নিক্ষেপ করা হবে।
ইমরান খানের এ অভিযোগের বিষয়ে সামরিক বাহিনীর এক মুখপাত্রের কাছে রয়টার্স জানতে চাইলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ইসলামাবাদের হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। যদিও দুই দিনের মধ্যে জামিনে মুক্তি পান ইমরান খান। তবে ইমরান খানের গ্রেপ্তার ঘিরে পাকিস্তানজুড়ে ব্যাপক সহিংসতা শুরু হয়। পিটিআই সমর্থকেরা দেশটির সরকারি, বিশেষ করে সামরিক স্থাপনার ওপর ব্যাপক তাণ্ডব চালায়। এর পর থেকে ইমরান খানের সমর্থকদের ধরপাকড় চলছে।
গত বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। পাকিস্তানের ইতিহাসে তিনিই প্রথম প্রধানমন্ত্রী, যাকে অনাস্থা ভোটের মাধ্যমে গদি হারাতে হয়েছে। গদিচ্যুত হওয়ার পর থেকে দেশটির সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আসছেন ইমরান।
আট মাসের অন্তঃসত্ত্বা ওয়ালা ফাথি তাঁর তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। দেইর আল-বালাহ থেকে তিনি বিবিসিকে বলেন, গাজার মানুষেরা ‘এমন এক বিপর্যয় এবং দুর্ভিক্ষের অভিজ্ঞতা লাভ করছে, যা কেউ কল্পনাও করতে পারবে না।’ তিনি বলেন, ‘আমার শিশুটি আমার গর্ভেই থাকুক। এই কঠিন পরিস্থিতিতে আমাকে যেন তাকে জন্ম দিতে...
৯ ঘণ্টা আগেএই বিরোধ তীব্র হয় ২০০৮ সালে। কম্বোডিয়া বিতর্কিত এলাকার ১১ শতকের একটি মন্দিরকে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নিবন্ধন করার চেষ্টা করলে থাইল্যান্ডের তীব্র প্রতিবাদের মুখে পড়ে। এর পর থেকে দুই দেশের মধ্যে বিচ্ছিন্নভাবে অনেকবার সংঘর্ষ হয়েছে, যেখানে উভয় পক্ষের সৈনিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
১১ ঘণ্টা আগেথাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বৃহস্পতিবার (২৪ জুলাই) রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে নতুন এক উত্তেজনার জন্ম দিয়েছে। আসিয়ান সংগঠনটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বিকাশমান অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্য নিয়ে কাজ করে। এই অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীন প্রভাব...
১১ ঘণ্টা আগেথাইল্যান্ড ও কম্বোডিয়ার বিতর্কিত সীমান্ত এলাকায় সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শুরু হওয়া এই সংঘর্ষে থাইল্যান্ডে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ১১ জনই বেসামরিক নাগরিক এবং একজন সেনাসদস্য।
১২ ঘণ্টা আগে