Ajker Patrika

ইফতারের পর নির্ধারিত হতে পারে ইমরানের ভাগ্য

ইফতারের পর নির্ধারিত হতে পারে ইমরানের ভাগ্য

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রধানমন্ত্রীত্বের ভাগ্য নির্ধারিত হতে পারে ইফতারের পর। পবিত্র রমজানের ইফতার ও মাগরিব নামাজের বিরতির কারণে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

দ্য ডনের প্রতিবেদন অনুসারে, ইফতারের পর শুরু হতে যাওয়া অধিবেশনেই ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ভোটাভুটিতে দেওয়া হতে পারে। তবে ডন কোনো সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করতে পারেনি। 

দেশটির আরেকটি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ইমরান খান বিরোধী শিবিরের অন্যতম নেতা পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, ইমরান খান দেশের রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপের পথ তৈরি করছেন এবং স্পিকার এখনো অনাস্থা প্রস্তাব ভোটাভুটিতে না দিয়ে সংবিধান লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন। 

শনিবার দুপুর সাড়ে ১২টার পর শুরু হওয়ার কথা থাকলেও তা হয়ে ওঠেনি। তার পরিবর্তে দুই ঘণ্টা দেরিতে বেলা আড়াইটার দিকে এই অধিবেশন শুরু হয়। তবে এবার অধিবেশনে স্পিকার আসাদ কায়সারের পরিবর্তে সভাপতিত্ব করছেন আমজাদ খান নিয়াজি। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়। পরে অধিবেশনে বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফ ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি দুজনেই কথা বলার সময় শোরগোল শুরু হলে স্পিকার অধিবেশন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি রাখার নির্দেশ দেন। তবে, দুই ঘণ্টা বিলম্বের পর বেলা আড়াইটায় জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের পরিবর্তে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ দলের এমপি আমজাদ খান নিয়াজির সভাপতিত্বে এটি আবার শুরু হয়। 

এ দিকে, শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটে দেরি না করার জন্য জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। জারদারি স্পিকারকে বিলম্বিত করার কৌশল ব্যবহার না করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব ভোট গ্রহণ করার আহ্বান জানান। 

অধিবেশনের শুরুতেই বক্তব্য দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি। তিনি পাকিস্তানে শাসন পরিবর্তনের জন্য ‘বিদেশি ষড়যন্ত্রের’ বিবরণ দেন। এরপরই এর বিরোধিতা শুরু করে পাকিস্তানের বিরোধী দলগুলো। পরে অধিবেশন দেড় ঘণ্টার মুলতবি ঘোষণা করেন স্পিকার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত