Ajker Patrika

ওমরাহর নামে সৌদিগামী ২৪ ভিক্ষুককে বিমান থেকে নামাল পাকিস্তান 

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০০: ৪৮
Thumbnail image

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) বিদেশ ভ্রমণে অভিযুক্ত ভিক্ষুকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এ পর্যন্ত ২৪ জন ভিক্ষুককে বিমান থেকে নামিয়ে দিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

স্থানীয় সময় গতকাল শনিবার গভীর রাতে মুলতান বিমানবন্দরে সৌদি আরবগামী একটি ফ্লাইট থেকে ওমরাহযাত্রীর ছদ্মবেশে থাকার অভিযোগে আট ভিক্ষুককে নামানো হয়। এর দুই দিন আগে এফআইএ একই বিমানবন্দরে ১৬ জন অভিযুক্ত ভিক্ষুককে বিমান থেকে নামিয়ে দেয়। 

সৌদি আরবগামী ওই ফ্লাইট থেকে নামানো সবাই ওমরাহযাত্রীর ছদ্মবেশে ছিলেন। এর আগেরবার বিমান থেকে নামানো ১৬ জনের মধ্যে ১১ নারী, চার পুরুষ ও এক শিশু ছিল। তারা জানিয়েছিল, সৌদিতে তাদের ভিক্ষা থেকে উপার্জনের অর্ধেক টাকা ভ্রমণ এজেন্টদের দিতে হবে।

সংস্থাটি বলেছে, ভিক্ষুকের দলটি জাভেদ নামে এক ব্যক্তির কাছে এক লাখ ৮৫ হাজার পাকিস্তানি রুপি হস্তান্তর করেছে, যিনি তাদের ভিসা প্রক্রিয়া করেছেন।

এফআইএ এক বিবৃতিতে বলেছে, বিমান থেকে নামিয়ে দেওয়া সবার পাসপোর্ট জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থার জন্য তাদের মানবপাচার ও চোরাচালান বিরোধী শাখায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মানবপাচার আইন, ২০১৮-এর অধীনে মামলা হবে।

এর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কমিটি জানায়, উল্লেখযোগ্যসংখ্যক ভিক্ষুক অবৈধ চ্যানেলের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে।

এর পরই অভিযান শুরু করা হয়। মন্ত্রণালয়ের সচিব জানিয়েছিলেন, বিদেশে আটক হওয়া ভিক্ষুকদের মধ্যে ৯০ শতাংশ পাকিস্তানের। তিনি বলেছিলেন, ইরাকি ও সৌদি রাষ্ট্রদূত জনাকীর্ণ কারাগারের কথাও জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত