পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) বিদেশ ভ্রমণে অভিযুক্ত ভিক্ষুকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এ পর্যন্ত ২৪ জন ভিক্ষুককে বিমান থেকে নামিয়ে দিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় গতকাল শনিবার গভীর রাতে মুলতান বিমানবন্দরে সৌদি আরবগামী একটি ফ্লাইট থেকে ওমরাহযাত্রীর ছদ্মবেশে থাকার অভিযোগে আট ভিক্ষুককে নামানো হয়। এর দুই দিন আগে এফআইএ একই বিমানবন্দরে ১৬ জন অভিযুক্ত ভিক্ষুককে বিমান থেকে নামিয়ে দেয়।
সৌদি আরবগামী ওই ফ্লাইট থেকে নামানো সবাই ওমরাহযাত্রীর ছদ্মবেশে ছিলেন। এর আগেরবার বিমান থেকে নামানো ১৬ জনের মধ্যে ১১ নারী, চার পুরুষ ও এক শিশু ছিল। তারা জানিয়েছিল, সৌদিতে তাদের ভিক্ষা থেকে উপার্জনের অর্ধেক টাকা ভ্রমণ এজেন্টদের দিতে হবে।
সংস্থাটি বলেছে, ভিক্ষুকের দলটি জাভেদ নামে এক ব্যক্তির কাছে এক লাখ ৮৫ হাজার পাকিস্তানি রুপি হস্তান্তর করেছে, যিনি তাদের ভিসা প্রক্রিয়া করেছেন।
এফআইএ এক বিবৃতিতে বলেছে, বিমান থেকে নামিয়ে দেওয়া সবার পাসপোর্ট জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থার জন্য তাদের মানবপাচার ও চোরাচালান বিরোধী শাখায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মানবপাচার আইন, ২০১৮-এর অধীনে মামলা হবে।
এর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কমিটি জানায়, উল্লেখযোগ্যসংখ্যক ভিক্ষুক অবৈধ চ্যানেলের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে।
এর পরই অভিযান শুরু করা হয়। মন্ত্রণালয়ের সচিব জানিয়েছিলেন, বিদেশে আটক হওয়া ভিক্ষুকদের মধ্যে ৯০ শতাংশ পাকিস্তানের। তিনি বলেছিলেন, ইরাকি ও সৌদি রাষ্ট্রদূত জনাকীর্ণ কারাগারের কথাও জানিয়েছেন।
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) বিদেশ ভ্রমণে অভিযুক্ত ভিক্ষুকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এ পর্যন্ত ২৪ জন ভিক্ষুককে বিমান থেকে নামিয়ে দিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় গতকাল শনিবার গভীর রাতে মুলতান বিমানবন্দরে সৌদি আরবগামী একটি ফ্লাইট থেকে ওমরাহযাত্রীর ছদ্মবেশে থাকার অভিযোগে আট ভিক্ষুককে নামানো হয়। এর দুই দিন আগে এফআইএ একই বিমানবন্দরে ১৬ জন অভিযুক্ত ভিক্ষুককে বিমান থেকে নামিয়ে দেয়।
সৌদি আরবগামী ওই ফ্লাইট থেকে নামানো সবাই ওমরাহযাত্রীর ছদ্মবেশে ছিলেন। এর আগেরবার বিমান থেকে নামানো ১৬ জনের মধ্যে ১১ নারী, চার পুরুষ ও এক শিশু ছিল। তারা জানিয়েছিল, সৌদিতে তাদের ভিক্ষা থেকে উপার্জনের অর্ধেক টাকা ভ্রমণ এজেন্টদের দিতে হবে।
সংস্থাটি বলেছে, ভিক্ষুকের দলটি জাভেদ নামে এক ব্যক্তির কাছে এক লাখ ৮৫ হাজার পাকিস্তানি রুপি হস্তান্তর করেছে, যিনি তাদের ভিসা প্রক্রিয়া করেছেন।
এফআইএ এক বিবৃতিতে বলেছে, বিমান থেকে নামিয়ে দেওয়া সবার পাসপোর্ট জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থার জন্য তাদের মানবপাচার ও চোরাচালান বিরোধী শাখায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মানবপাচার আইন, ২০১৮-এর অধীনে মামলা হবে।
এর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কমিটি জানায়, উল্লেখযোগ্যসংখ্যক ভিক্ষুক অবৈধ চ্যানেলের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে।
এর পরই অভিযান শুরু করা হয়। মন্ত্রণালয়ের সচিব জানিয়েছিলেন, বিদেশে আটক হওয়া ভিক্ষুকদের মধ্যে ৯০ শতাংশ পাকিস্তানের। তিনি বলেছিলেন, ইরাকি ও সৌদি রাষ্ট্রদূত জনাকীর্ণ কারাগারের কথাও জানিয়েছেন।
চলমান যুদ্ধ বন্ধে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর যুক্তি, ‘রাশিয়া খুবই বড় শক্তি, ইউক্রেন নয়। তাই যুদ্ধ এড়িয়ে টিকে থাকতে হলে চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই।’ এই মন্তব্য ট্রাম্পের আলাস্কা বৈঠকের পর এসেছে...
৫ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ক্ষমতায় থাকাকালে চীন কখনোই তাইওয়ানে আক্রমণ করবে না। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প। খবর রয়টার্সের।
৬ ঘণ্টা আগেবোল্টন বলেছেন, ‘এই বৈঠকের পর ট্রাম্প কিছুই পাননি। যা পেয়েছেন তা হলো, আরও কিছু বৈঠকের প্রতিশ্রুতি। অন্যদিকে পুতিন ‘সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে অনেক দূর এগিয়ে গেছেন, যা আমি সব সময় তাঁর প্রধান লক্ষ্য বলে মনে করেছি।’
৮ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি হয়তো আশা করেছিলেন, এই বৈঠকে যুদ্ধ বন্ধের বিষয়ে একটি চুক্তি হবে। কিন্তু এমন কোনো কিছুই হয়নি। তাই ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনার জন্য সোমবার ওয়াশিংটনে যাচ্ছেন জেলেনস্কি।
৮ ঘণ্টা আগে