পাকিস্তানের বিদ্যুৎ বিভাগের সেবার মান বাড়ানো ও জ্বালানি খাত সংস্কারের লক্ষ্যে ১৯ কোটি ৫০ লাখ ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের বোর্ড অব এক্সিকিউটিভ ডাইরেক্টরস এ ঋণ অনুমোদন দিয়েছে বলে শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্বব্যাংকের দেওয়া বিজ্ঞপ্তির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, 'ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (ইডিইআইপি) দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষভাবে বিদ্যুৎ সরবরাহ পরিচালনায় এবং গ্রিডের নির্ভরযোগ্যতা বাড়াতে সহায়তা করবে। প্রকল্পের অধীনে কর্মীদের কর্মক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহ করা হবে। নতুন প্রযুক্তি ও তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে রাজস্ব আয় বাড়ানো এবং ক্ষতি কমানোতেও ভূমিকা রাখবে। বিদ্যুতের গ্রিড স্টেশন, ট্রান্সমিশন লাইন স্থাপনসহ জলবায়ুবান্ধব অবকাঠামোতেও বিনিয়োগ করবে এই প্রকল্প।
ঋণ প্রসঙ্গে পাকিস্তানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর নাজি বেনহাসাইন বলেন, বিদ্যুৎ খাতের দীর্ঘমেয়াদি লাভ-লোকসান নির্ভর করে গ্রাহকদের কাছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর দক্ষতার উন্নতির ওপর। বিশ্বব্যাংকের এই উদ্যোগ আরও বেশি বেসরকারি প্রতিষ্ঠানকে এই খাতে অংশগ্রহণের সুযোগ করে দেবে বলেও তিনি মনে করেন।
প্রকল্পের নেতৃত্বে থাকা মোহাম্মদ সাকিব বলেন, প্রকল্পটি হায়দরাবাদ ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, মুলতান ইলেকট্রিক পাওয়ার কোম্পানি এবং পেশোয়ার ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির কার্যক্রমের ওপর গুরুত্ব দেবে। জ্বালানি মন্ত্রণালয়ের নেতৃত্বে এই প্রকল্প ট্রান্সমিশন ও সরবরাহের ক্ষতি কমাবে এবং সেক্টরের আর্থিক কর্মক্ষমতা উন্নত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আবাসিক, কৃষি, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকদের জন্য বিদ্যুৎ নির্ভরযোগ্যতা বাড়বে এবং কার্বন নিঃসরণ কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
পাকিস্তানের বিদ্যুৎ বিভাগের সেবার মান বাড়ানো ও জ্বালানি খাত সংস্কারের লক্ষ্যে ১৯ কোটি ৫০ লাখ ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের বোর্ড অব এক্সিকিউটিভ ডাইরেক্টরস এ ঋণ অনুমোদন দিয়েছে বলে শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিশ্বব্যাংকের দেওয়া বিজ্ঞপ্তির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, 'ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন ইফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (ইডিইআইপি) দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষভাবে বিদ্যুৎ সরবরাহ পরিচালনায় এবং গ্রিডের নির্ভরযোগ্যতা বাড়াতে সহায়তা করবে। প্রকল্পের অধীনে কর্মীদের কর্মক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহ করা হবে। নতুন প্রযুক্তি ও তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে রাজস্ব আয় বাড়ানো এবং ক্ষতি কমানোতেও ভূমিকা রাখবে। বিদ্যুতের গ্রিড স্টেশন, ট্রান্সমিশন লাইন স্থাপনসহ জলবায়ুবান্ধব অবকাঠামোতেও বিনিয়োগ করবে এই প্রকল্প।
ঋণ প্রসঙ্গে পাকিস্তানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর নাজি বেনহাসাইন বলেন, বিদ্যুৎ খাতের দীর্ঘমেয়াদি লাভ-লোকসান নির্ভর করে গ্রাহকদের কাছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর দক্ষতার উন্নতির ওপর। বিশ্বব্যাংকের এই উদ্যোগ আরও বেশি বেসরকারি প্রতিষ্ঠানকে এই খাতে অংশগ্রহণের সুযোগ করে দেবে বলেও তিনি মনে করেন।
প্রকল্পের নেতৃত্বে থাকা মোহাম্মদ সাকিব বলেন, প্রকল্পটি হায়দরাবাদ ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, মুলতান ইলেকট্রিক পাওয়ার কোম্পানি এবং পেশোয়ার ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির কার্যক্রমের ওপর গুরুত্ব দেবে। জ্বালানি মন্ত্রণালয়ের নেতৃত্বে এই প্রকল্প ট্রান্সমিশন ও সরবরাহের ক্ষতি কমাবে এবং সেক্টরের আর্থিক কর্মক্ষমতা উন্নত হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আবাসিক, কৃষি, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকদের জন্য বিদ্যুৎ নির্ভরযোগ্যতা বাড়বে এবং কার্বন নিঃসরণ কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণকে ‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। এসবের মধ্যে অন্তত কিছু ঘটনার জন্য তিনি ইসরায়েলের সম্ভাব্য তৎপরতাকে দায়ী করেছেন।
১০ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সিডনিতে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আজ রোববার (৩ আগস্ট) লাখো মানুষ অংশ নিয়েছেন ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে। ‘মার্চ ফর হিউম্যানিটি’ নামে এই বিক্ষোভ মিছিল বিখ্যাত সিডনি হারবার ব্রিজের ওপর অবস্থান নেয়। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে শেষ মুহূর্তে এই মিছিলের বৈধতা দেয়
১১ ঘণ্টা আগেভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির লোদী কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত সম্প্রতি বঙ্গভবনের অফিসার-ইন-চার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতেই বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
১১ ঘণ্টা আগেজেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে সতর্ক করেছে—এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলজুড়ে সংঘাতের আগুনে ঘি ঢেলে দেবে।
১২ ঘণ্টা আগে