অনলাইন ডেস্ক
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কোয়েটায় বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল সোমবার এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বেলুচিস্তানের রাজধানী কোয়েটার একটি ব্যস্ত বাজারে একটি পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হন। বেলুচিস্তানে একটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ও বেশ কয়েকটি ইসলামপন্থী সশস্ত্র গ্রুপ রয়েছে। ধারণা করা হচ্ছে, তারাই এই বিস্ফোরণ ঘটিয়েছে।
পুলিশ কর্মকর্তা আজফার মেহসার বলেছেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। ডিভাইসটি একটি মোটরসাইকেলে লাগানো ছিল এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।’
আজফার মেহসার আরও জানান, বিস্ফোরণে চার ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
এদিকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, ‘তদন্তের অজুহাতে বেলুচ নাগরিকদের সঙ্গে অমানবিক আচরণ করার কারণে পুলিশকে হত্যা করা হয়েছে।’ তবে তারা বেসামরিক দুই নাগরিকের মৃত্যুর বিষয়টি উল্লেখ করেনি।
কোয়েটার স্যান্ডেমান প্রাদেশিক হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বেগ মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বেসামরিক হতাহতদের মধ্যে একটি পাঁচ বছর বয়সী মেয়েও রয়েছে।’
বেলুচিস্তানে জঙ্গিদের সঙ্গে প্রায় এক বছর ধরে লড়াই করছে পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেশির ভাগ সময় তারা লড়াই করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে। এই সংগঠন ‘পাকিস্তানি তালেবান’ নামেও পরিচিত।
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের কোয়েটায় বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল সোমবার এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্থানীয় কর্মকর্তারা বলেছেন, বেলুচিস্তানের রাজধানী কোয়েটার একটি ব্যস্ত বাজারে একটি পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হন। বেলুচিস্তানে একটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ ও বেশ কয়েকটি ইসলামপন্থী সশস্ত্র গ্রুপ রয়েছে। ধারণা করা হচ্ছে, তারাই এই বিস্ফোরণ ঘটিয়েছে।
পুলিশ কর্মকর্তা আজফার মেহসার বলেছেন, ‘প্রাথমিক তদন্তে দেখা গেছে, একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। ডিভাইসটি একটি মোটরসাইকেলে লাগানো ছিল এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।’
আজফার মেহসার আরও জানান, বিস্ফোরণে চার ব্যক্তি নিহত হয়েছেন। এর মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
এদিকে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, ‘তদন্তের অজুহাতে বেলুচ নাগরিকদের সঙ্গে অমানবিক আচরণ করার কারণে পুলিশকে হত্যা করা হয়েছে।’ তবে তারা বেসামরিক দুই নাগরিকের মৃত্যুর বিষয়টি উল্লেখ করেনি।
কোয়েটার স্যান্ডেমান প্রাদেশিক হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বেগ মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বেসামরিক হতাহতদের মধ্যে একটি পাঁচ বছর বয়সী মেয়েও রয়েছে।’
বেলুচিস্তানে জঙ্গিদের সঙ্গে প্রায় এক বছর ধরে লড়াই করছে পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেশির ভাগ সময় তারা লড়াই করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে। এই সংগঠন ‘পাকিস্তানি তালেবান’ নামেও পরিচিত।
বিশ্বের শীর্ষ ধনকুবের, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের সরকারি কর্মদক্ষতা বিভাগের (ডিওজিই) চেয়ারম্যান ইলন মাস্ক দেশটির আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডিকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, সংগঠনটি মার্কিন জনগণের ট্যাক্সের টাকা দিয়ে জৈবঅস্ত্র গবেষণায়..
১ ঘণ্টা আগেসূত্রটি জানিয়েছে, যুদ্ধবিরতির চুক্তি কার্যকর থাকলেও তা উপেক্ষা করে গাজা উপত্যকায় দুটি ইসরায়েলি হামলায় ১ শিশুসহ ৭ ফিলিস্তিনি আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ইসরায়েলি ড্রোন গাজার কেন্দ্রীয় অংশে নুসেইরাত শরণার্থীশিবিরের পশ্চিমে উপকূলীয় আল-রশিদ রোডে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। সূত্র
২ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে ভলোদিমির জেলেনস্কির মেয়াদ গত বছর শেষ হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ায় আর নির্বাচন করা সম্ভব হয়নি। তবে যুক্তরাষ্ট্র চায়, ইউক্রেন যেন যুদ্ধবিরতি ঘোষণা করে নিজ দেশে নির্বাচনের আয়োজন করে।
১১ ঘণ্টা আগেনতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। রাজধানী তেহরানে গতকাল রোববার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে এক অনুষ্ঠানে এটি উন্মোচন করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এটির সর্বোচ্চ পাল্লা ১ হাজার ৭০০ কিলোমিটার।
১১ ঘণ্টা আগে