Ajker Patrika

বাবাকে দেখতে যুক্তরাজ্য থেকে পাকিস্তানে ইমরান খানের দুই ছেলে

বাবাকে দেখতে যুক্তরাজ্য থেকে পাকিস্তানে ইমরান খানের দুই ছেলে

বাবা ইমরান খানকে দেখতে যুক্তরাজ্য থেকে পাকিস্তান পৌঁছেছে তাঁর দুই ছেলে কাসিম এবং সুলেমান। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার তার দুজন লাহোরে পৌঁছান। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লাহোর ইউনিট এক টুইটে তাদের লাহোর আসার বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

কাসিম এবং সুলেমান ইমরান খান ও জেমিমা গোল্ডস্মিথের সন্তান। তাঁরা দুজনেই লন্ডনে মায়ের সঙ্গে বসবাস করেন। ইমরান খানের সঙ্গে ২০০৪ সালে জেমিমার বিচ্ছেদ হয়। পিটিআইয়ের ‘হাকিকি আজাদি’ লং মার্চে অংশ নিতে গিয়ে পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে পায়ে গুলিবিদ্ধ হন ইমরান খান। তাঁর আহত হওয়ার সংবাদ শুনেই তাঁর দুই ছেলে লাহোর এসেছেন বাবার সঙ্গে দেখা করতে।

প্রাদেশিক মন্ত্রী মিঞা আসলাম ইকবাল কাসিম এবং সুলেমানকে লাহোর বিমানবন্দরে অভ্যর্থনা জানান। পরে সেখান থেকে তারা তাদের বাবাকে দেখতে জামান পার্কের উদ্দেশে রওনা হন। এর আগে, তাঁরা দুজন পাকিস্তানে এসেছিলেন ৬ বছর আগে ২০১৬ সালে।

পিটিআই চেয়ারম্যান ইমরান খান তাঁর মায়ের নামে গড়ে তোলা শওকত খানম হাসপাতালে চিকিৎসা নেন। সেখান থেকে তাঁকে ছাড়পত্র দেওয়ার পর থেকেই ইমরান খান জামান পার্কের বাসভবনে অবস্থান করছেন। 

এদিকে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলা ঠেকিয়ে দেওয়া তরুণকে ‘হিরো’ অভিহিত করেছেন তাঁর সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ওই তরুণের ছবি পোস্ট করে ইমরানের সাবেক স্ত্রী লিখেন, ‘তাঁর ছেলেদের পক্ষ থেকে সমাবেশে অংশ নেওয়া এই বীর পুরুষকে ধন্যবাদ যিনি হামলাকারী ঠেকিয়ে দিয়েছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত