পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি কারামুক্ত হয়েছেন। প্রায় ৯ মাস ধরে কারাবন্দী থাকার পর জামিনে গতকাল বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তবে স্ত্রী মুক্তি পেলেও তাঁর স্বামী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কবে মুক্তি পাবেন সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে বুশরা বিবিকে মুক্তি দেওয়া। তার আগের দিন, বুধবার ইসলামাবাদ হাইকোর্ট বুশরা বিবির জামিন মঞ্জুর করেন। পিটিআই-এর আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি বছরের জানুয়ারিতে ইমরান খান ও তাঁর স্ত্রীকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয় সরকারি নিয়ম লঙ্ঘন করে রাষ্ট্রীয় উপহার সংরক্ষণ ও বিক্রির দায়ে। সে সময় আদালত রায়ে জানায়, এই দম্পতি ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা কালে তোশাখানা বা রাষ্ট্রীয় কোষাগার থেকে পাওয়া ১৪ কোটি রুপি মূল্যের উপহার অবৈধভাবে বিক্রি করেছেন।
ইমরান খান ও তাঁর স্ত্রী এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ তাদের হয়রানি করার জন্য সরকার মিথ্যাভাবে সাজিয়েছে। ২০২২ সালে প্রধানমন্ত্রী পদ থেকে সরানোর পর থেকে এই ৭২ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা কয়েক শ মামলার মুখোমুখি হন।
ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ইমরান খান অভিযোগ করে আসছেন, পাকিস্তানের সশস্ত্রবাহিনী তাঁর অপসারণের পেছনে কলকাঠি নেড়েছে এবং বর্তমানে তারা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। সরকার বলছে, তারা বিচার প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করে না। কিন্তু পিটিআইয়ের অভিযোগ, সরকার সক্রিয়ভাবে বিচার প্রক্রিয়া প্রভাবিত করছে। এই অবস্থান দেশটিতে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে।
এত কিছুর পরও ইমরান খান এখনো পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়। সর্বশেষ জাতীয় নির্বাচনে তাঁর দলের প্রার্থীরা সবচেয়ে বেশি আসন জিতেছে। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে ২০২৩ সালের মে মাসে প্রথম গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তাঁর বিরুদ্ধে প্রায় দুই শ মামলা দায়ের করা হয়েছে। এরপর, ২০২৩ সালের আগস্টে এক দুর্নীতি মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়।
বুশরা বিবি ইমরান খানের তৃতীয় স্ত্রী। তাঁকে প্রথম গ্রেপ্তার করা হয় জানুয়ারিতে। গত জুলাই মাসে তাদের বিয়ে সংক্রান্ত ‘ইদ্দত মামলা’ থেকে খালাস দেওয়া হয়, কিন্তু রাষ্ট্রীয় উপহারের মামলায় তাঁদের আবারও গ্রেপ্তার দেখানো হয়। পিটিআইয়ের চেয়ারম্যান গহার আলী খান জানিয়েছেন, মুক্তি পাওয়ার পর বুশরা বিবি তাঁর ইসলামাবাদের বাসায় ফিরেছেন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি কারামুক্ত হয়েছেন। প্রায় ৯ মাস ধরে কারাবন্দী থাকার পর জামিনে গতকাল বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তবে স্ত্রী মুক্তি পেলেও তাঁর স্বামী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান কবে মুক্তি পাবেন সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে বুশরা বিবিকে মুক্তি দেওয়া। তার আগের দিন, বুধবার ইসলামাবাদ হাইকোর্ট বুশরা বিবির জামিন মঞ্জুর করেন। পিটিআই-এর আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি বছরের জানুয়ারিতে ইমরান খান ও তাঁর স্ত্রীকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয় সরকারি নিয়ম লঙ্ঘন করে রাষ্ট্রীয় উপহার সংরক্ষণ ও বিক্রির দায়ে। সে সময় আদালত রায়ে জানায়, এই দম্পতি ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা কালে তোশাখানা বা রাষ্ট্রীয় কোষাগার থেকে পাওয়া ১৪ কোটি রুপি মূল্যের উপহার অবৈধভাবে বিক্রি করেছেন।
ইমরান খান ও তাঁর স্ত্রী এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ তাদের হয়রানি করার জন্য সরকার মিথ্যাভাবে সাজিয়েছে। ২০২২ সালে প্রধানমন্ত্রী পদ থেকে সরানোর পর থেকে এই ৭২ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা কয়েক শ মামলার মুখোমুখি হন।
ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ইমরান খান অভিযোগ করে আসছেন, পাকিস্তানের সশস্ত্রবাহিনী তাঁর অপসারণের পেছনে কলকাঠি নেড়েছে এবং বর্তমানে তারা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে। সরকার বলছে, তারা বিচার প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ করে না। কিন্তু পিটিআইয়ের অভিযোগ, সরকার সক্রিয়ভাবে বিচার প্রক্রিয়া প্রভাবিত করছে। এই অবস্থান দেশটিতে ব্যাপক রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে।
এত কিছুর পরও ইমরান খান এখনো পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়। সর্বশেষ জাতীয় নির্বাচনে তাঁর দলের প্রার্থীরা সবচেয়ে বেশি আসন জিতেছে। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে ২০২৩ সালের মে মাসে প্রথম গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তাঁর বিরুদ্ধে প্রায় দুই শ মামলা দায়ের করা হয়েছে। এরপর, ২০২৩ সালের আগস্টে এক দুর্নীতি মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়।
বুশরা বিবি ইমরান খানের তৃতীয় স্ত্রী। তাঁকে প্রথম গ্রেপ্তার করা হয় জানুয়ারিতে। গত জুলাই মাসে তাদের বিয়ে সংক্রান্ত ‘ইদ্দত মামলা’ থেকে খালাস দেওয়া হয়, কিন্তু রাষ্ট্রীয় উপহারের মামলায় তাঁদের আবারও গ্রেপ্তার দেখানো হয়। পিটিআইয়ের চেয়ারম্যান গহার আলী খান জানিয়েছেন, মুক্তি পাওয়ার পর বুশরা বিবি তাঁর ইসলামাবাদের বাসায় ফিরেছেন।
ইসরায়েলকে শিগগিরই যুদ্ধ থামাতে বলছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং কানাডাসহ ২৮টি দেশ। গতকাল সোমবার, এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে দেশগুলো। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বিবৃতিটিতে তারা বলেছে গাজাবাসীদের দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে। এখনই যুদ্ধ থামাতে হবে
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর...
১২ ঘণ্টা আগেব্রিটেনে ভুয়া নথির মাধ্যমে পাকিস্তানি অভিবাসীদের প্রবেশের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে। এ ক্ষেত্রে পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে অবস্থিত ‘মিরপুর ভিসা কনসালট্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে অর্থের বিনিময়ে ভিসার জন্য জাল কাগজপত্র সরবরাহ করছে, যা
১৩ ঘণ্টা আগেঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন।
১৬ ঘণ্টা আগে