Ajker Patrika

ইমরান খান ক্ষমতা হারানোয় খুশি বেশির ভাগ পাকিস্তানি: জরিপ

আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১১: ৪৬
ইমরান খান ক্ষমতা হারানোয় খুশি বেশির ভাগ পাকিস্তানি: জরিপ

পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা হারানোয় খুশি বেশির ভাগ পাকিস্তানি। পাকিস্তানি গবেষণা সংস্থা ‘গ্যালাপ পাকিস্তানের’ একটি জরিপের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) সভাপতি শাহবাজ শরিফ। গত সোমবার বিকেলে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে তাঁর পক্ষে ১৭৪টি ভোট পড়ে। এক দিন আগে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। 

গত রোববার টেলিফোনের মাধ্যমে জরিপ চালায় গ্যালাপ পাকিস্তান। যেখানে পাকিস্তানের ১০০ জেলায় এক হাজারের বেশি নারী ও পুরুষ অংশ নেয়। জরিপে দেখা যায়, ইমরান খান ক্ষমতা হারানোয় খুশি ৫৭ শতাংশ পাকিস্তানি। আর ৪৩ শতাংশ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। 

জরিপে বলা হয়, ইমরানের ক্ষমতা হারানোয় খুশি হওয়া বেশির ভাগ লোকের অভিযোগ, সাবেক পাকিস্তানি ক্রিকেট তারকার শাসনামলে সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অক্ষম ছিল। আর যারা অখুশি তাদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ মনে করেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একজন সৎ ব্যক্তি ছিলেন। 

পাকিস্তানের অর্থনীতির অব্যবস্থাপনার জন্য সমালোচনার মুখে পড়েছিলেন ইমরান খান। তাঁর আমলে মুদ্রাস্ফীতি বেড়েছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সৃষ্টি করেছে। চলতি মাসে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন হয়েছে। 

ইমরান খানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করে তাঁকে ক্ষমতা থেকে সরিয়েছে। তবে এটি প্রমাণ হলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত