পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান বলেছেন, দেশের জনগণের এখন বুঝতে হবে সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে কী পরিমাণ নৃশংসতা চালিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, শনিবার (১৩ মে) ইউটিউবে প্রচারিত এক ভাষণে ইমরান এ কথা বলেন।
ইমরান বলেন, ‘আজ আমাদের বুঝতে পারা উচিত পূর্ব পাকিস্তানে (বাংলাদেশ) কী ঘটেছিল এবং কী পরিমাণ সহিংসতা চালানো হয়েছিল। আমরা দেশের অর্ধেক হারিয়েছি। আমরা কল্পনাও করতে পারব না দেশের কী পরিমাণ ক্ষতি হয়েছে। একদল মানুষ নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছিল, অথচ তারা জানেই না দুনিয়া কীভাবে চলে এবং কীভাবে সিদ্ধান্ত নিতে হয়।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তারা দেশের জনগণকে সে সময় তাদের নেওয়া সিদ্ধান্তের কারণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানার সুযোগ দেয়নি। আমি জনগণকে পূর্ব পাকিস্তানের বিষয়ে জানাতে চাই। পূর্ব পাকিস্তানে বিশেষ করে ১৯৭১ সালের মার্চে যা ঘটেছিল তা আমার দেখা।’
ইমরান সে সময়ের কথা মনে করে জানান, ‘আমি পূর্ব পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়েছিলাম। আমাদের ফ্লাইটই ছিল সর্বশেষ। পূর্ব পাকিস্তানের বিষয়ে তখন আমাদের জনগণের মনে ঘৃণা জমা হয়েছিল। কিন্তু আমরা পূর্ব পাকিস্তানে আদতে কী ঘটছে সে বিষয়ে অন্ধকারে ছিলাম। কারণ, আজকের মতো তখনো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতো। তবে আজ এই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম রয়েছে। কিন্তু তারা এটিও বন্ধ করে রেখেছে।’
পিটিআই প্রধান আরও বলেন, ‘আমরা যেন সত্যিকার ঘটনা জানতে না পারি সে জন্য সেনাবাহিনী চেয়েছিল তাদের নিজস্ব বয়ান পেশ করতে। তারা প্রচার করতে চেয়েছে, যারা প্রতিবাদ করে তারাই দাঙ্গাকারী। ক্ষমতাসীনরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটার বন্ধ করে দিয়েছে। আমরা কল্পনা করতে পারছি না, দেশের অর্থনীতির কী পরিমাণ ক্ষতি হয়েছে। ঠিক এমনটাই তখন ঘটেছিল পূর্ব পাকিস্তানের সঙ্গে।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান বলেছেন, দেশের জনগণের এখন বুঝতে হবে সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে কী পরিমাণ নৃশংসতা চালিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, শনিবার (১৩ মে) ইউটিউবে প্রচারিত এক ভাষণে ইমরান এ কথা বলেন।
ইমরান বলেন, ‘আজ আমাদের বুঝতে পারা উচিত পূর্ব পাকিস্তানে (বাংলাদেশ) কী ঘটেছিল এবং কী পরিমাণ সহিংসতা চালানো হয়েছিল। আমরা দেশের অর্ধেক হারিয়েছি। আমরা কল্পনাও করতে পারব না দেশের কী পরিমাণ ক্ষতি হয়েছে। একদল মানুষ নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়েছিল, অথচ তারা জানেই না দুনিয়া কীভাবে চলে এবং কীভাবে সিদ্ধান্ত নিতে হয়।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তারা দেশের জনগণকে সে সময় তাদের নেওয়া সিদ্ধান্তের কারণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানার সুযোগ দেয়নি। আমি জনগণকে পূর্ব পাকিস্তানের বিষয়ে জানাতে চাই। পূর্ব পাকিস্তানে বিশেষ করে ১৯৭১ সালের মার্চে যা ঘটেছিল তা আমার দেখা।’
ইমরান সে সময়ের কথা মনে করে জানান, ‘আমি পূর্ব পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়েছিলাম। আমাদের ফ্লাইটই ছিল সর্বশেষ। পূর্ব পাকিস্তানের বিষয়ে তখন আমাদের জনগণের মনে ঘৃণা জমা হয়েছিল। কিন্তু আমরা পূর্ব পাকিস্তানে আদতে কী ঘটছে সে বিষয়ে অন্ধকারে ছিলাম। কারণ, আজকের মতো তখনো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতো। তবে আজ এই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম রয়েছে। কিন্তু তারা এটিও বন্ধ করে রেখেছে।’
পিটিআই প্রধান আরও বলেন, ‘আমরা যেন সত্যিকার ঘটনা জানতে না পারি সে জন্য সেনাবাহিনী চেয়েছিল তাদের নিজস্ব বয়ান পেশ করতে। তারা প্রচার করতে চেয়েছে, যারা প্রতিবাদ করে তারাই দাঙ্গাকারী। ক্ষমতাসীনরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটার বন্ধ করে দিয়েছে। আমরা কল্পনা করতে পারছি না, দেশের অর্থনীতির কী পরিমাণ ক্ষতি হয়েছে। ঠিক এমনটাই তখন ঘটেছিল পূর্ব পাকিস্তানের সঙ্গে।’
ইরানে নারীদের ওপর দুইটি পৃথক সহিংস হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেশজুড়ে এবং আন্তর্জাতিক পরিসরে তীব্র প্রতিক্রিয়ার তৈরি হয়েছে। একটি ভিডিওতে রাস্তায় এক নারীকে ভয়াবহভাবে নির্যাতন এবং অপরটিতে একটি পেশাদার সভায় নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকা সম্পূর্ণভাবে দখলের প্রস্তাব দিতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। নেতানিয়াহুর পরিকল্পনার কথা জানিয়ে ইসরায়েলের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেছেন, ‘পথ ঠিক করা হয়েছে—আমরা পুরো গাজা দখলের পথে যাচ্ছি এবং হামাসকে পরাজিত করব।’
২ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত অবৈধ কন্যা এলিজাভেটা ক্রিভোনোগিখ ব্যক্তিগত একটি টেলিগ্রাম চ্যানেলে আবেগঘন পোস্ট করে আবারও আলোচনায় এসেছেন। তিনি এই পোস্টে একজন অজ্ঞাতনামা ব্যক্তির কথা উল্লেখ করে লিখেছেন, ‘যে লোক কোটি কোটি মানুষের জীবন নিয়েছে, সে আমার জীবনও ধ্বংস করে দিয়েছে।’
৪ ঘণ্টা আগেহাবিবুল্লাহ খাত্তি এখন তাঁর পরিবারকে নিয়ে কাছের করাচি শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাকিস্তানের বৃহত্তম এ শহরে সিন্ধু বদ্বীপসহ দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের ভিড় ক্রমেই বাড়ছে।
৫ ঘণ্টা আগে