Ajker Patrika

পুত্রসন্তানের জন্য পেরেক ঠোকা হলো অন্তঃসত্ত্বা নারীর মাথায়

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ২৯
পুত্রসন্তানের জন্য পেরেক ঠোকা হলো অন্তঃসত্ত্বা নারীর মাথায়

পুত্রসন্তানের নিশ্চয়তা পেতে পেরেক ঠোকা হলো অন্তঃসত্ত্বা নারীর মাথায়। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পেশোয়ারে। ওই নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের বরাত দিয়ে আজ বুধবার এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

কবিরাজি চিকিৎসা পাকিস্তানে খুবই সাধারণ। যদিও ইসলামের কয়েকটি শাখা এটি সমর্থন করে না।

দক্ষিণ এশিয়ায় আর্থিক নিরাপত্তার জন্য পুত্রসন্তান থাকা খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

চিকিৎসক হায়দার খান বলেন, প্লাস দিয়ে পেরেক তুলতে ব্যর্থ হয়ে ওই নারী হাসপাতালে আসেন। তিনি অজ্ঞান ছিলেন না, কিন্তু প্রচণ্ড ব্যথা ছিল। 

চিকিৎসক জানান, ভুক্তভোগী নারী তিন কন্যাসন্তানের জননী। এবার তাঁর গর্ভে কন্যাসন্তানই ছিল। 

একটি এক্সরেতে দেখায় যে পাঁচ সেন্টিমিটার (দুই ইঞ্চি) পেরেকটি ওই নারীর কপালের ওপরের অংশে ছিদ্র করেছে কিন্তু তাঁর মস্তিষ্কে আঘাত করেনি।

চিকিৎসক খান বলেন, একটি হাতুড়ি বা অন্য কোনো ভারী বস্তু দিয়ে পেরেক ঠোকা হয়। 
 
ওই নারী জানিয়েছেন, তিনি কবিরাজের পরামর্শে নিজের মাথায় পেরেক ঠোকার অনুমতি দেন। পেশোয়ারের পুলিশ জানিয়েছে, তারা ওই নারীকে জিজ্ঞাসাবাদ করবে। 

পেশোয়ার পুলিশের প্রধান আব্বাস আহসান বলেন, ‘আমরা হাসপাতাল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং আশা করছি শিগ্‌গিরই ওই নারীর কাছে পৌঁছাতে পারব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত