Ajker Patrika

ভারত পাকিস্তান যুদ্ধ /পাকিস্তানে কাতার এয়ারওয়েজের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৭ মে ২০২৫, ২০: ৩৪
ফাইল ছবি
ফাইল ছবি

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কাতার এয়ারওয়েজ পাকিস্তানগামী তাদের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। উত্তপ্ত পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দোহাভিত্তিক এই আন্তর্জাতিক বিমান সংস্থা।

এক বিবৃতিতে কাতার এয়ারওয়েজ জানিয়েছে, তারা ঘটনাপ্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিমান সংস্থাটি বলেছে, ‘পাকিস্তানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় কাতার এয়ারওয়েজ দেশটির সব গন্তব্যে ফ্লাইট স্থগিত করেছে। পরিস্থিতির আলোকে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হবে।"

বিমান সংস্থাটি যাত্রীদের সর্বশেষ ফ্লাইট-সংক্রান্ত তথ্য জানতে তাদের অফিশিয়াল ওয়েবসাইট qatarairways.com ভিজিট করার আহ্বান জানিয়েছে। এ ছাড়া যাত্রীরা জরুরি প্রয়োজনে কাতার এয়ারওয়েজের কন্টাক্ট সেন্টারে +৯৭৪ ৪১৪৪ ৫৫৫৫ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

ভারতের ‘অপারেশন সিন্দুর’ অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। পাকিস্তান এই হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে এবং পাল্টা জবাবে দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। এ অবস্থায় পাকিস্তান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিলে আন্তর্জাতিক বিমান চলাচলে বিশৃঙ্খলা দেখা দেয়।

কাতার এয়ারওয়েজের মতো আরও কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা পরিস্থিতি বিবেচনায় পাকিস্তানগামী ফ্লাইট স্থগিত করেছে কিংবা রুট পরিবর্তন করেছে। এতে করে দক্ষিণ এশিয়ার আকাশপথে বড় ধরনের প্রভাব পড়েছে এবং বহু যাত্রীকে যাত্রা পুনঃনির্ধারণ করতে হচ্ছে।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত