Ajker Patrika

আইয়ুব খানের নাতিকে প্রধানমন্ত্রী প্রার্থী করল ইমরান খানের দল

অনলাইন ডেস্ক
Thumbnail image

জেলের ভেতর থেকেই নিজের দলকে যেখানেই সরকার গঠন করা হবে সেখানেই কাজ করার পরামর্শ দিয়েছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানের জাতীয় পরিষদ সরকার গঠনে ওমর আইয়ুবকে প্রার্থী করেছে দলটি। 

আজ বৃহস্পতিবার দুপুরে দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, কারাবন্দী নেতা ইমরান খানের নির্দেশেই ওমর আইয়ুবকে প্রধানমন্ত্রী প্রার্থী করেছে পিটিআই। দলটির নেতা আসাদ কায়সার বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওমর আইয়ুব পাকিস্তানের সাবেক সামরিক শাসক মার্শাল আইয়ুব খানের নাতি। ইমরান খান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি পাকিস্তানের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

ট্রিবিউনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আজ বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও পিটিআই নেতা আসাদ কায়সার। সাক্ষাতের পর কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আসাদ। তিনি জানান, ভোট ডাকাতির বিষয়ে অন্যান্য দলকে সঙ্গে নিয়ে আন্দোলন শুরু করার জন্য ইমরান খান তাঁকে দায়িত্ব দিয়েছেন। 

আসাদ আরও জানান, ভোট ডাকাতির অভিযোগে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি কবে অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তার দিন ক্ষণ ঘোষণা করবেন ইমরান খান। তিনি বলেন, ‘আমাদের দলের ম্যান্ডেট চুরি হয়ে গেছে।’ 

উল্লেখ্য গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায়নি। নির্বাচনে প্রতীক বরাদ্দ না পাওয়া ইমরান খানের দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি ৯২টি আসন নিশ্চিত করেছে। নওয়াজ শরীফের পিএমএল-এন পেয়েছে ৭৫টি আসন। বিলাওয়াল ভুট্টোর পিপিপি নিশ্চিত করেছে ৫৪ আসন। এ অবস্থায় একটি জোট সরকার গঠনের জন্য ইমরান বিরোধী বড় দুটি দল কাজ করছে। নওয়াজের দল পিএমএল-এন শেহবাজ শরীফকে প্রধানমন্ত্রী প্রার্থী করার ঘোষণা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত