পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) করা ‘অবমাননা’ মামলায় অভিযোগ গঠনের জন্য বুধবার (২ আগস্ট) নির্ধারিত দিন থাকলেও তা আবারও পিছিয়েছে।
বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ বিষয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২২ আগস্ট পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। সে সময়ই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে বলে আশা করা হচ্ছে।
নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা ও নির্বাচন কমিশনের প্রধানের বিরুদ্ধে ‘অসংযত’ ভাষা ব্যবহারের অভিযোগে ইসিপি গত বছর পিটিআই প্রধান ইমরান খানসহ তাঁর দলের নেতা আসাদ উমর এবং প্রাক্তন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করে।
ওই মামলার শুনানিতে পাকিস্তানের নির্বাচন কমিশনে হাজির হওয়ার পরিবর্তে পিটিআই নেতারা উচ্চ আদালতে আপিল করে এবং দাবি করে যে, কমিশনের অবমাননার জন্য ২০১৭ সালের নির্বাচনী আইনের ১০ সেকশনে যে শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে তা সংবিধান পরিপন্থী।
গত জানুয়ারিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খান, আসাদ উমর এবং ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে ইসিপিকে কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছিল। এরই ধারাবাহিকতায় ইসিপি তাঁদেরকে অভিযুক্ত করে।
জুলাই মাসে তিনজনকে নির্বাচন কমিশনে তলব করা হলেও তাঁরা কমিশনে হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে আসাদ উমরের আইনজীবীর করা একটি আবেদনের ভিত্তিতে তাঁকে মামলার শুনানি থেকে অব্যাহতি দেওয়া হয়।
পরবর্তীতে নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা গত ২৪ জুলাই ইমরানের জন্য একটি জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং তাঁকে গ্রেপ্তার করে কমিশন হাজির করতে বলা হয় ইসলামাবাদের পুলিশ প্রধানকে।
পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) করা ‘অবমাননা’ মামলায় অভিযোগ গঠনের জন্য বুধবার (২ আগস্ট) নির্ধারিত দিন থাকলেও তা আবারও পিছিয়েছে।
বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ বিষয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২২ আগস্ট পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। সে সময়ই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে বলে আশা করা হচ্ছে।
নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা ও নির্বাচন কমিশনের প্রধানের বিরুদ্ধে ‘অসংযত’ ভাষা ব্যবহারের অভিযোগে ইসিপি গত বছর পিটিআই প্রধান ইমরান খানসহ তাঁর দলের নেতা আসাদ উমর এবং প্রাক্তন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করে।
ওই মামলার শুনানিতে পাকিস্তানের নির্বাচন কমিশনে হাজির হওয়ার পরিবর্তে পিটিআই নেতারা উচ্চ আদালতে আপিল করে এবং দাবি করে যে, কমিশনের অবমাননার জন্য ২০১৭ সালের নির্বাচনী আইনের ১০ সেকশনে যে শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে তা সংবিধান পরিপন্থী।
গত জানুয়ারিতে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খান, আসাদ উমর এবং ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে ইসিপিকে কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছিল। এরই ধারাবাহিকতায় ইসিপি তাঁদেরকে অভিযুক্ত করে।
জুলাই মাসে তিনজনকে নির্বাচন কমিশনে তলব করা হলেও তাঁরা কমিশনে হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে আসাদ উমরের আইনজীবীর করা একটি আবেদনের ভিত্তিতে তাঁকে মামলার শুনানি থেকে অব্যাহতি দেওয়া হয়।
পরবর্তীতে নির্বাচনী পর্যবেক্ষণ সংস্থা গত ২৪ জুলাই ইমরানের জন্য একটি জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং তাঁকে গ্রেপ্তার করে কমিশন হাজির করতে বলা হয় ইসলামাবাদের পুলিশ প্রধানকে।
ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণকে ‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। এসবের মধ্যে অন্তত কিছু ঘটনার জন্য তিনি ইসরায়েলের সম্ভাব্য তৎপরতাকে দায়ী করেছেন।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সিডনিতে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আজ রোববার (৩ আগস্ট) লাখো মানুষ অংশ নিয়েছেন ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে। ‘মার্চ ফর হিউম্যানিটি’ নামে এই বিক্ষোভ মিছিল বিখ্যাত সিডনি হারবার ব্রিজের ওপর অবস্থান নেয়। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে শেষ মুহূর্তে এই মিছিলের বৈধতা দেয়
৩ ঘণ্টা আগেভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির লোদী কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত সম্প্রতি বঙ্গভবনের অফিসার-ইন-চার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতেই বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
৪ ঘণ্টা আগেজেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে সতর্ক করেছে—এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলজুড়ে সংঘাতের আগুনে ঘি ঢেলে দেবে।
৪ ঘণ্টা আগে