Ajker Patrika

গাজায় নির্বিচারে শিশু হত্যা করছে ইসরায়েল, ১৭ দিনে নিহত ২০০০ 

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৩: ৪৫
গাজায় নির্বিচারে শিশু হত্যা করছে ইসরায়েল, ১৭ দিনে নিহত ২০০০ 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার লড়াই ১৮তম দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় বিপুল পরিমাণ মানুষ নিহত হয়েছে। সংখ্যার বিচারে তা ছাড়িয়ে গেছে সাড়ে ৫ হাজার। এর মধ্যে প্রায় অর্ধেকই শিশু। শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে নির্বিচারে শিশু হত্যা করা হচ্ছে। বিগত ১৭ দিনে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২ হাজার ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। 

গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এখনো অনেকে হামাসের কাছে বন্দী আছে। 

ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান ও স্থল, এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল। সেই থেকে ইসরায়েলি বিমানবাহিনী অনবরত অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় নিহতদের প্রায় শতভাগই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে আবার অধিকাংশই নারী ও শিশু। 

এই অবস্থায় আন্তর্জাতিক সংগঠনগুলো গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। কিন্তু ইসরায়েল সেই আহ্বান থোড়াই কেয়ার করে অবরুদ্ধ গাজায় হামলা চালিয়েই যাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত ঘোষণা দিয়েছেন, আগামী দিনে গাজায় বিমান হামলার পাশাপাশি বহুমুখী হামলা চালানো হবে। ইসরায়েলি অবরোধ ও হামলায় আক্ষরিক অর্থেই স্থবির হয়ে পড়েছে গাজা স্বাস্থ্যব্যবস্থা। ফুরিয়ে গেছে সব ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। 

সেভ দ্য চিলড্রেন গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি হামলার কারণে গাজায় অন্তত ১০ লাখের বেশি শিশু স্রেফ ‘ফাঁদে’ পড়ে গেছে; যাদের যাওয়ার কোনো নিরাপদ জায়গা নেই, বিদ্যুৎ নেই, স্বাস্থ্যসেবা নেই, কিচ্ছু নেই। আছে কেবল মুহুর্মুহু বোমা বিস্ফোরণের আওয়াজ।

ইসরায়েলি বোমা হামলায় বিপুল পরিমাণ শিশুর প্রাণ কেড়ে নিয়েছে বলে উঠে এসেছে সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনে। আন্তর্জাতিক এই সংগঠনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিগত ১৭ দিনের যুদ্ধে গাজায় অন্তত ২ হাজার শিশুকে হত্যা করা হয়েছে। আরও ২৭ জন শিশুকে হত্যা করা হয়েছে পশ্চিম তীরে।’ 

যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনে বলা হয়, ‘আমার সংশ্লিষ্ট সব পক্ষকে শিশুদের জীবন বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সেই প্রচেষ্টার অংশীদার হয়ে সহায়তা করার আহ্বান জানাচ্ছি।’ বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি বিমান হামলা গাজায় নির্বিচারে শিশু হত্যা করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত