Ajker Patrika

ওমরাহ পালনে বয়সসীমা বেঁধে দিল সৌদি আরব

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ০০: ১৭
ওমরাহ পালনে বয়সসীমা বেঁধে দিল সৌদি আরব

ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি আরব সরকার। দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে সৌদি সরকার জানিয়েছে, শুধুমাত্র ১৮ থেকে ৫০ বছর বয়সী বিদেশিদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে। ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশিদের অবশ্যই সৌদি আরবে অনুমোদিত যে কোনো করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করতে হবে। একইসঙ্গে আবেদন পত্রের সঙ্গে টিকার সনদের অনুলিপি জমা দিতে হবে। 

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় বিদেশিদের জন্য ইতোমধ্যে ‘ইতমারনা’ ও ‘তায়াক্কালানা’ নামের দু’টি অ্যাপ চালু করেছে। ওমরাহ সংশ্লিষ্ট বিভিন্ন সেবা প্রদান করা হবে এই অ্যাপগুলোর মাধ্যমে। 

বিদেশিদের জন্যও একই উপায়ে ওমরাহ পালনের জন্য অনুমতি নিতে হবে। 

করোনার সংক্রমণ কমায় গত মাসে করোনার বিধি নিষেধ তুলে নেয় সৌদি সরকার। এরই মধ্যে মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে সামাজিক দূরত্ব বিধি তুলে দেওয়াসহ সেখানে ধারণক্ষমতার সমান মুসল্লিদের প্রবেশ করতে দেওয়ার অনুমতি দিয়েছে সৌদি সরকার। তবে মসজিগুলোতে বাধ্যতামূলক মাস্ক পরার নিয়ম বহাল রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এবার তিন নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত