Ajker Patrika

ইসরায়েলি বাহিনী মানবিক ও সবচেয়ে নীতিবান, মন্ত্রীর দাবি

ইসরায়েলি বাহিনী মানবিক ও সবচেয়ে নীতিবান, মন্ত্রীর দাবি

হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ ২১তম দিনে গড়িয়েছে। বিগত ২০ দিনে হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় ৭ হাজার ২৮ জন গাজাবাসী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত সাড়ে ১৮ হাজার। এমন প্রেক্ষাপটেও ইসরায়েলের সামরিক বাহিনীকে মানবিক ও নীতিবান হিসেবে বর্ণনা করেছেন দেশটির জ্বালানি মন্ত্রী ইসরায়েল কাটজ। 

চলতি সপ্তাহে জার্মানির সংবাদমাধ্যম বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের ‘মানবিক’ সেনারা গাজা ছিটমহলে চলমান বোমাবর্ষণে সংযম দেখাচ্ছে। ‘আমরা মানবিক। আমরা বিশ্বের সবচেয়ে নীতিবান সামরিক বাহিনী।’ 

গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এখনো অনেকে হামাসের কাছে বন্দী আছে। 

এর জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘনবসতিপূর্ণ গাজায় ব্যাপক বোমা হামলা চালানো শুরু করে। এসব হামলায় নিহতদের প্রায় শতভাগই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে আবার অধিকাংশই নারী ও শিশু। 

কাটজ সাংবাদিকদের বলেন, ইসরায়েল কট্টরবাদী ইসলামের বিরুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধে অবতীর্ণ হয়েছে। কট্টরবাদী ইসলামের বিরুদ্ধে ইসরায়েল বাহিনীর প্রতিক্রিয়া মানবিক বলে উল্লেখ করেছেন সরকারদলীয় এ মন্ত্রী।   

কাটজ বলেন, ‘এ জনগোষ্ঠীকে অনাহারে মারার কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা হামাসকে উচ্ছেদ করতে চাই। তাই আমরা বাসিন্দাদের দক্ষিণে চলে যেতে বলছি। সেখানে তারা পানি, খাবার, ওষুধ এবং অন্যান্য সবকিছু পাবে।’ 

তিনি আরও বলেন, ‘আমি আবারও বলছি, আমরা মানবিক। আমরা বিশ্বের সবচেয়ে নীতিবান সামরিক বাহিনী।’ 

অন্য কোনো দেশের ওপর এমন হামলা হলে এর প্রতিক্রিয়া আরও গুরুতর হতো উল্লেখ করে কাটজ বলেন, মেক্সিকো যদি যুক্তরাষ্ট্রের ওপর এমন হামলা করত তাহলে মেক্সিকোর কোনো অস্তিত্বই থাকত না।  

সর্বশেষ আপডেটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় (বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত) ইসরায়েলি হামলায় আরও প্রায় ৫০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সব মিলিয়ে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৮ জনে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১৮ হাজার ৫০০ জন।  

জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি দূত রিয়াদ মানসুর জানিয়েছেন, বিগত ২০ দিনে ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। 

গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ফিলিস্তিনিদের দেওয়া এ মৃত্যুর সংখ্যা নিয়ে তিনি সন্দিহান। তবে তাঁর সন্দেহের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানাননি।  

জাতিসংঘ বলছে, অবরুদ্ধ এ অঞ্চলে ইসরায়েলের চালানো হামলায় গাজার প্রায় অর্ধেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।   

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। জাতিসংঘের ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে গুতেরেস বলেন, ফিলিস্তিনিদের অভিযোগগুলো যেমন হামাসের আক্রমণের বৈধতা দিতে পারে না, তেমনি হামাসের আক্রমণের জন্য ফিলিস্তিনিদের ওপর হামলাকেও বৈধতা দেওয়া যায় না। 

 গুতেরেস আরও বলেন, ‘হামাসের হামলাগুলো বিনা কারণে ঘটেনি। এটি স্পষ্টতই আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: বিএনপিকে সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত