হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ ২১তম দিনে গড়িয়েছে। বিগত ২০ দিনে হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় ৭ হাজার ২৮ জন গাজাবাসী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত সাড়ে ১৮ হাজার। এমন প্রেক্ষাপটেও ইসরায়েলের সামরিক বাহিনীকে মানবিক ও নীতিবান হিসেবে বর্ণনা করেছেন দেশটির জ্বালানি মন্ত্রী ইসরায়েল কাটজ।
চলতি সপ্তাহে জার্মানির সংবাদমাধ্যম বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের ‘মানবিক’ সেনারা গাজা ছিটমহলে চলমান বোমাবর্ষণে সংযম দেখাচ্ছে। ‘আমরা মানবিক। আমরা বিশ্বের সবচেয়ে নীতিবান সামরিক বাহিনী।’
গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এখনো অনেকে হামাসের কাছে বন্দী আছে।
এর জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘনবসতিপূর্ণ গাজায় ব্যাপক বোমা হামলা চালানো শুরু করে। এসব হামলায় নিহতদের প্রায় শতভাগই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে আবার অধিকাংশই নারী ও শিশু।
কাটজ সাংবাদিকদের বলেন, ইসরায়েল কট্টরবাদী ইসলামের বিরুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধে অবতীর্ণ হয়েছে। কট্টরবাদী ইসলামের বিরুদ্ধে ইসরায়েল বাহিনীর প্রতিক্রিয়া মানবিক বলে উল্লেখ করেছেন সরকারদলীয় এ মন্ত্রী।
কাটজ বলেন, ‘এ জনগোষ্ঠীকে অনাহারে মারার কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা হামাসকে উচ্ছেদ করতে চাই। তাই আমরা বাসিন্দাদের দক্ষিণে চলে যেতে বলছি। সেখানে তারা পানি, খাবার, ওষুধ এবং অন্যান্য সবকিছু পাবে।’
তিনি আরও বলেন, ‘আমি আবারও বলছি, আমরা মানবিক। আমরা বিশ্বের সবচেয়ে নীতিবান সামরিক বাহিনী।’
অন্য কোনো দেশের ওপর এমন হামলা হলে এর প্রতিক্রিয়া আরও গুরুতর হতো উল্লেখ করে কাটজ বলেন, মেক্সিকো যদি যুক্তরাষ্ট্রের ওপর এমন হামলা করত তাহলে মেক্সিকোর কোনো অস্তিত্বই থাকত না।
সর্বশেষ আপডেটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় (বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত) ইসরায়েলি হামলায় আরও প্রায় ৫০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সব মিলিয়ে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৮ জনে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১৮ হাজার ৫০০ জন।
জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি দূত রিয়াদ মানসুর জানিয়েছেন, বিগত ২০ দিনে ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।
গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ফিলিস্তিনিদের দেওয়া এ মৃত্যুর সংখ্যা নিয়ে তিনি সন্দিহান। তবে তাঁর সন্দেহের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানাননি।
জাতিসংঘ বলছে, অবরুদ্ধ এ অঞ্চলে ইসরায়েলের চালানো হামলায় গাজার প্রায় অর্ধেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। জাতিসংঘের ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে গুতেরেস বলেন, ফিলিস্তিনিদের অভিযোগগুলো যেমন হামাসের আক্রমণের বৈধতা দিতে পারে না, তেমনি হামাসের আক্রমণের জন্য ফিলিস্তিনিদের ওপর হামলাকেও বৈধতা দেওয়া যায় না।
গুতেরেস আরও বলেন, ‘হামাসের হামলাগুলো বিনা কারণে ঘটেনি। এটি স্পষ্টতই আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।’
হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ ২১তম দিনে গড়িয়েছে। বিগত ২০ দিনে হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলায় ৭ হাজার ২৮ জন গাজাবাসী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত সাড়ে ১৮ হাজার। এমন প্রেক্ষাপটেও ইসরায়েলের সামরিক বাহিনীকে মানবিক ও নীতিবান হিসেবে বর্ণনা করেছেন দেশটির জ্বালানি মন্ত্রী ইসরায়েল কাটজ।
চলতি সপ্তাহে জার্মানির সংবাদমাধ্যম বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের ‘মানবিক’ সেনারা গাজা ছিটমহলে চলমান বোমাবর্ষণে সংযম দেখাচ্ছে। ‘আমরা মানবিক। আমরা বিশ্বের সবচেয়ে নীতিবান সামরিক বাহিনী।’
গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এখনো অনেকে হামাসের কাছে বন্দী আছে।
এর জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘনবসতিপূর্ণ গাজায় ব্যাপক বোমা হামলা চালানো শুরু করে। এসব হামলায় নিহতদের প্রায় শতভাগই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে আবার অধিকাংশই নারী ও শিশু।
কাটজ সাংবাদিকদের বলেন, ইসরায়েল কট্টরবাদী ইসলামের বিরুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধে অবতীর্ণ হয়েছে। কট্টরবাদী ইসলামের বিরুদ্ধে ইসরায়েল বাহিনীর প্রতিক্রিয়া মানবিক বলে উল্লেখ করেছেন সরকারদলীয় এ মন্ত্রী।
কাটজ বলেন, ‘এ জনগোষ্ঠীকে অনাহারে মারার কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা হামাসকে উচ্ছেদ করতে চাই। তাই আমরা বাসিন্দাদের দক্ষিণে চলে যেতে বলছি। সেখানে তারা পানি, খাবার, ওষুধ এবং অন্যান্য সবকিছু পাবে।’
তিনি আরও বলেন, ‘আমি আবারও বলছি, আমরা মানবিক। আমরা বিশ্বের সবচেয়ে নীতিবান সামরিক বাহিনী।’
অন্য কোনো দেশের ওপর এমন হামলা হলে এর প্রতিক্রিয়া আরও গুরুতর হতো উল্লেখ করে কাটজ বলেন, মেক্সিকো যদি যুক্তরাষ্ট্রের ওপর এমন হামলা করত তাহলে মেক্সিকোর কোনো অস্তিত্বই থাকত না।
সর্বশেষ আপডেটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় (বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত) ইসরায়েলি হামলায় আরও প্রায় ৫০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সব মিলিয়ে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ২৮ জনে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১৮ হাজার ৫০০ জন।
জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি দূত রিয়াদ মানসুর জানিয়েছেন, বিগত ২০ দিনে ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।
গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ফিলিস্তিনিদের দেওয়া এ মৃত্যুর সংখ্যা নিয়ে তিনি সন্দিহান। তবে তাঁর সন্দেহের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানাননি।
জাতিসংঘ বলছে, অবরুদ্ধ এ অঞ্চলে ইসরায়েলের চালানো হামলায় গাজার প্রায় অর্ধেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। জাতিসংঘের ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে গুতেরেস বলেন, ফিলিস্তিনিদের অভিযোগগুলো যেমন হামাসের আক্রমণের বৈধতা দিতে পারে না, তেমনি হামাসের আক্রমণের জন্য ফিলিস্তিনিদের ওপর হামলাকেও বৈধতা দেওয়া যায় না।
গুতেরেস আরও বলেন, ‘হামাসের হামলাগুলো বিনা কারণে ঘটেনি। এটি স্পষ্টতই আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।’
মিসর ও জর্ডানের একাংশকে নিয়ে পুরো ফিলিস্তিনি ভূখণ্ডসহ এক বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান বেনিয়ামিন নেতানিয়াহু। জানিয়েছেন, তিনি এই বৃহত্তর ইসরায়েল গঠনের এক ‘ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে’ আছেন। সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম আই-২৪ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই অবস্থান ব্যক্ত করেছেন নেতানিয়াহু।
২ মিনিট আগেভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের ছেলে ফয়সাল প্যাটেল। তিনি নিজেও কংগ্রেসের নেতা। মোদির প্রশংসা করে তিনি বলেছেন, দেশ এখন নিরাপদ হাতে রয়েছে। এ সময় এটাও স্পষ্ট করেন যে তিনি কংগ্রেস ছেড়ে দেননি।
১ ঘণ্টা আগেসম্প্রতি সামাজিক মাধ্যম ইউটিউবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলেছেন এক ইহুদি রাব্বি। ডেভিড ড্যানিয়েল কোহেন নামের ওই রাব্বি রীতিমতো হুমকি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্টকে। এ ইস্যুতে তদন্ত শুরু করেছে প্যারিস প্রসিকিউটরস অফিস।
২ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের মধ্যে বিতর্কিত কাশ্মীর সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর অন্তত ২ জওয়ান নিহত হয়েছে। অবশ্য ভারত দাবি করছে, পাকিস্তান থেকে তথাকথিত অস্ত্রধারীদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে