আজকের পত্রিকা ডেস্ক
ইরানের ভারামিন শহরের কাছে ইসরায়েলের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন ওই শহরের গভর্নর। রাজধানী শহর তেহরান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ভারামিনে এই ঘটনা ঘটে। আজ বুধবার সকালে এ তথ্য জানান গভর্নর হোসেইন আব্বাসি।
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ এই খবর প্রকাশ করেছে। গভর্নর হোসেইন আব্বাসি বলেছেন, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলের এই অত্যাধুনিক যুদ্ধবিমানটি ভূপাতিত করে। গত ২৪ জুন শুক্রবার ভোরে ইসরায়েল ইরানে আকস্মিক হামলা শুরু করার পর থেকে এ নিয়ে পাঁচটি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করল ইরানের সশস্ত্র বাহিনী।
এর আগে, গত ১৪ জুন ইরানি জাতীয় টেলিভিশনের এক প্রতিবেদক জানান, ইরানের সেনাবাহিনী (আর্তেশ) তৃতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার কথা নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে, এটি ইরানি প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে নামানো হয়েছে।
সেদিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিমান থেকে বেরিয়ে পড়ার পর পাইলটকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ইরানের পশ্চিমাঞ্চলে। এর মধ্যে এক পাইলট নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া, আরও এক পাইলটকে আটক করেছে ইরানি বাহিনী।
এদিকে, ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমসের বরাত দিয়ে সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, দেশটি শিগগির এ দুই পাইলটের ছবি প্রকাশ করবে। আটক এ দুই পাইলটের একজন নারী। গতকাল মঙ্গলবার তেহরান টাইমস জানিয়েছে, ইরান শিগগিরই আটক ইসরায়েলি এফ-৩৫ পাইলটদের ছবি প্রকাশ করবে। এর আগে গত শুক্রবার ইসরায়েল ইরানে প্রথম দফার হামলার সময় এ দুই পাইলটকে আটক করে ইরান।
ইরানি কর্তৃপক্ষ শুক্রবার জানায়, ইসরায়েলের দুটি যুদ্ধবিমানের পাইলট তাদের হেফাজতে আছে। এদের মধ্যে একজন নারী। শুক্রবার সকালে ইরানি লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলার পর ইসরায়েল এখনো তাদের কোনো পাইলট নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেনি।
এরপর থেকে প্রতিদিন উভয় দেশের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। এতে যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বড় আঞ্চলিক সংঘাতের জন্ম দিতে পারে বলে আশঙ্কা বাড়ছে। মঙ্গলবার ইরানি গণমাধ্যম আরও জানায়, তেহরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শহরে ইসরায়েলের সঙ্গে যুক্ত বিস্ফোরকসহ একটি ‘সন্ত্রাসী দল’ ধরা পড়েছে।
এদিকে, ইরান-ইসরায়েল যুদ্ধের মাত্রা দিনে দিনে তীব্র হলেও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী করবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় ইরানকে ক্রমাগত হুমকি দিয়েই যাচ্ছেন। সর্বশেষ তাঁর ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে, সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হুমকি দিয়েছেন।
ট্রাম্প বলেছেন, খামেনি খুব সহজ টার্গেট। তিনি কোথায় আছেন যুক্তরাষ্ট্র জানে। কিন্তু তাঁকে এখনই হত্যা করা হবে না। ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন ট্রাম্প।
অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, ‘মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো।’ হায়দার নামটি প্রায়শই হজরত আলী (রা.)-এর জন্য ব্যবহৃত হয়। হজরত আলীকে শিয়া মুসলিমরা প্রথম ইমাম এবং নবী মুহাম্মদ (সা.)-এর উত্তরসূরি হিসেবে গণ্য করেন।
ইরানের নেতা খামেনি ইংরেজি ভাষায় করা পোস্টে বলেছেন, ‘আমরা সন্ত্রাসী ইহুদিবাদী শাসনকে কঠোর জবাব দেব। আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না।’
ইরানের ভারামিন শহরের কাছে ইসরায়েলের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন ওই শহরের গভর্নর। রাজধানী শহর তেহরান থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ভারামিনে এই ঘটনা ঘটে। আজ বুধবার সকালে এ তথ্য জানান গভর্নর হোসেইন আব্বাসি।
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ এই খবর প্রকাশ করেছে। গভর্নর হোসেইন আব্বাসি বলেছেন, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলের এই অত্যাধুনিক যুদ্ধবিমানটি ভূপাতিত করে। গত ২৪ জুন শুক্রবার ভোরে ইসরায়েল ইরানে আকস্মিক হামলা শুরু করার পর থেকে এ নিয়ে পাঁচটি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করল ইরানের সশস্ত্র বাহিনী।
এর আগে, গত ১৪ জুন ইরানি জাতীয় টেলিভিশনের এক প্রতিবেদক জানান, ইরানের সেনাবাহিনী (আর্তেশ) তৃতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার কথা নিশ্চিত করেছে। ধারণা করা হচ্ছে, এটি ইরানি প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গুলি করে নামানো হয়েছে।
সেদিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিমান থেকে বেরিয়ে পড়ার পর পাইলটকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ইরানের পশ্চিমাঞ্চলে। এর মধ্যে এক পাইলট নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া, আরও এক পাইলটকে আটক করেছে ইরানি বাহিনী।
এদিকে, ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমসের বরাত দিয়ে সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, দেশটি শিগগির এ দুই পাইলটের ছবি প্রকাশ করবে। আটক এ দুই পাইলটের একজন নারী। গতকাল মঙ্গলবার তেহরান টাইমস জানিয়েছে, ইরান শিগগিরই আটক ইসরায়েলি এফ-৩৫ পাইলটদের ছবি প্রকাশ করবে। এর আগে গত শুক্রবার ইসরায়েল ইরানে প্রথম দফার হামলার সময় এ দুই পাইলটকে আটক করে ইরান।
ইরানি কর্তৃপক্ষ শুক্রবার জানায়, ইসরায়েলের দুটি যুদ্ধবিমানের পাইলট তাদের হেফাজতে আছে। এদের মধ্যে একজন নারী। শুক্রবার সকালে ইরানি লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলার পর ইসরায়েল এখনো তাদের কোনো পাইলট নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেনি।
এরপর থেকে প্রতিদিন উভয় দেশের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে। এতে যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বড় আঞ্চলিক সংঘাতের জন্ম দিতে পারে বলে আশঙ্কা বাড়ছে। মঙ্গলবার ইরানি গণমাধ্যম আরও জানায়, তেহরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শহরে ইসরায়েলের সঙ্গে যুক্ত বিস্ফোরকসহ একটি ‘সন্ত্রাসী দল’ ধরা পড়েছে।
এদিকে, ইরান-ইসরায়েল যুদ্ধের মাত্রা দিনে দিনে তীব্র হলেও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী করবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় ইরানকে ক্রমাগত হুমকি দিয়েই যাচ্ছেন। সর্বশেষ তাঁর ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে, সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হুমকি দিয়েছেন।
ট্রাম্প বলেছেন, খামেনি খুব সহজ টার্গেট। তিনি কোথায় আছেন যুক্তরাষ্ট্র জানে। কিন্তু তাঁকে এখনই হত্যা করা হবে না। ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন ট্রাম্প।
অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, ‘মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো।’ হায়দার নামটি প্রায়শই হজরত আলী (রা.)-এর জন্য ব্যবহৃত হয়। হজরত আলীকে শিয়া মুসলিমরা প্রথম ইমাম এবং নবী মুহাম্মদ (সা.)-এর উত্তরসূরি হিসেবে গণ্য করেন।
ইরানের নেতা খামেনি ইংরেজি ভাষায় করা পোস্টে বলেছেন, ‘আমরা সন্ত্রাসী ইহুদিবাদী শাসনকে কঠোর জবাব দেব। আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না।’
জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, গাজা সিটি ও আশপাশের এলাকায় পুরোদমে দুর্ভিক্ষ শুরু হয়েছে। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস একে ‘মানবসৃষ্ট বিপর্যয়’ ও ‘মানবতার ব্যর্থতা’ বলে আখ্যায়িত করেছেন। জাতিসংঘের সহায়তায় কাজ করা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্ল্যাসিফিকেশন (আইপিসি) জানিয়েছে, বর্তমানে গাজায় ৫ ল
১১ ঘণ্টা আগেভারতের ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক শুল্ক আরোপকে কঠোরভাবে সমালোচনা করেছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ পরিস্থিতিতে তারা ভারতের পাশে থাকবে। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত শু ফেইহং বলেন, যুক্তরাষ্ট্র ভারতের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে এবং আরও শুল্ক
১২ ঘণ্টা আগেগাজায় আহত প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে চিকিৎসা সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে ইন্দোনেশিয়া। প্রস্তাব অনুযায়ী তাদের অস্থায়ীভাবে নিয়ে যাওয়া হতে পারে জনশূন্য গালাং দ্বীপে। সিঙ্গাপুরের দক্ষিণে অবস্থিত এ দ্বীপ অতীতে শরণার্থীশিবির এবং সাম্প্রতিক সময়ে মহামারি হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয়েছে।
১৪ ঘণ্টা আগেভারতের সুপ্রিম কোর্ট দিল্লি ও আশপাশের এলাকার প্রায় ১০ লাখ নেড়ি কুকুর বা পথ-কুকুরকে আশ্রয়কেন্দ্রে পাঠানোর পূর্বের আদেশ স্থগিত করেছেন। প্রাণী অধিকারকর্মীদের তীব্র প্রতিবাদের পর আদালত জানিয়েছেন, যে কুকুরগুলোকে নির্বীজকরণ ও টিকা দেওয়া হবে, তারা আগের স্থানে ফেরত যেতে পারবে।
১৪ ঘণ্টা আগে