বাইডেনের হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে গাজার রাফাহ সীমান্তে ইসরাইল সৈন্য সমাবেশ ও রাতভর গোলা নিক্ষেপ করেছে। দক্ষিণ গাজার রাফাহ শহরের লোকেরা বলছেন, ইসরায়েলি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে, তাঁবু গাড়া অঞ্চলগুলোর কাছে সাঁজোয়া ট্যাঙ্ক অবস্থান নিয়েছে।
ব্রিটিশ সংবাদদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা অনুযায়ী, গত সোমবার থেকে এ পর্যন্ত ৮০ হাজার মানুষ এলাকা ছেড়েছে। ইসরায়েল বাসিন্দাদের সরে নির্দেশ দিচ্ছে, যদিও তাঁদের যাবার মতো কোনো নিরাপদ জায়গা নেই। রাফার বেসামারিক নাগরিকেরা পালিয়ে দক্ষিণ গাজার ইউরোপিয়ান হাসপাতালে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন।
এদিকে গতকাল বুধবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাফাতে বড় ধরনের হামলার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করবে না।
বাইডেন বলেন, ‘ইসরায়েলি সৈন্যরা যদি ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে প্রবেশ করে, তাহলে আমরা অস্ত্র এবং কামানের গোলা সরবরাহ করব না।’
ইসরাইলের উগ্র-ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের নিন্দা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘হামাস বাইডেনকে ভালোবাসে।’
এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যামেরন বলেছেন, সাধারণ জনগণের সুরক্ষার স্পষ্ট পরিকল্পনা ছাড়া’ যুক্তরাজ্য রাফাতে ইসরায়েলের আক্রমণকে সমর্থন করবে না।
লর্ড ক্যামেরন বলেন, ‘আমরা এমন কোনো পরিকল্পনা দেখিনি। তাই এমন পরিস্থিতিতে আমরা কোনোভাবেই রাফাতে বড় কোনো অভিযান পরিচালনার পক্ষে সমর্থন দেব না।’
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল যদি ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় বড় ধরনের অভিযান চালায়, তাহলে তিনি দেশটিকে (ইসরায়েল) মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে গতকাল বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন মিত্র ইসরায়েলকে এই হুঁশিয়ারি দেন।
সাত মাস আগে গাজা যুদ্ধ শুরু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানায়, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ৩৪ হাজার ৮৪৪ জন নিহত হয়েছেন।
মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগত আলাপচারিতায় বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে তিনি রাফায় অভিযানের ব্যাপারে এগিয়ে যাবেন। এ পরিস্থিতিতে বাইডেন কঠোর অবস্থান নিতে বাধ্য হলেন।
ইসরায়েলে অস্ত্রের চালান সীমিত করার জন্য নিজের দলের বামপন্থী অংশের ক্রমবর্ধমান চাপের মধ্যে বাইডেন প্রশাসন গত সপ্তাহে মার্কিন বোমার বড় একটি চালান স্থগিত করে।
বাইডেনের হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে গাজার রাফাহ সীমান্তে ইসরাইল সৈন্য সমাবেশ ও রাতভর গোলা নিক্ষেপ করেছে। দক্ষিণ গাজার রাফাহ শহরের লোকেরা বলছেন, ইসরায়েলি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে, তাঁবু গাড়া অঞ্চলগুলোর কাছে সাঁজোয়া ট্যাঙ্ক অবস্থান নিয়েছে।
ব্রিটিশ সংবাদদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা অনুযায়ী, গত সোমবার থেকে এ পর্যন্ত ৮০ হাজার মানুষ এলাকা ছেড়েছে। ইসরায়েল বাসিন্দাদের সরে নির্দেশ দিচ্ছে, যদিও তাঁদের যাবার মতো কোনো নিরাপদ জায়গা নেই। রাফার বেসামারিক নাগরিকেরা পালিয়ে দক্ষিণ গাজার ইউরোপিয়ান হাসপাতালে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন।
এদিকে গতকাল বুধবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাফাতে বড় ধরনের হামলার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করবে না।
বাইডেন বলেন, ‘ইসরায়েলি সৈন্যরা যদি ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে প্রবেশ করে, তাহলে আমরা অস্ত্র এবং কামানের গোলা সরবরাহ করব না।’
ইসরাইলের উগ্র-ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের নিন্দা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘হামাস বাইডেনকে ভালোবাসে।’
এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যামেরন বলেছেন, সাধারণ জনগণের সুরক্ষার স্পষ্ট পরিকল্পনা ছাড়া’ যুক্তরাজ্য রাফাতে ইসরায়েলের আক্রমণকে সমর্থন করবে না।
লর্ড ক্যামেরন বলেন, ‘আমরা এমন কোনো পরিকল্পনা দেখিনি। তাই এমন পরিস্থিতিতে আমরা কোনোভাবেই রাফাতে বড় কোনো অভিযান পরিচালনার পক্ষে সমর্থন দেব না।’
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল যদি ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় বড় ধরনের অভিযান চালায়, তাহলে তিনি দেশটিকে (ইসরায়েল) মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে গতকাল বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন মিত্র ইসরায়েলকে এই হুঁশিয়ারি দেন।
সাত মাস আগে গাজা যুদ্ধ শুরু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানায়, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ৩৪ হাজার ৮৪৪ জন নিহত হয়েছেন।
মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগত আলাপচারিতায় বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে তিনি রাফায় অভিযানের ব্যাপারে এগিয়ে যাবেন। এ পরিস্থিতিতে বাইডেন কঠোর অবস্থান নিতে বাধ্য হলেন।
ইসরায়েলে অস্ত্রের চালান সীমিত করার জন্য নিজের দলের বামপন্থী অংশের ক্রমবর্ধমান চাপের মধ্যে বাইডেন প্রশাসন গত সপ্তাহে মার্কিন বোমার বড় একটি চালান স্থগিত করে।
আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে ফ্রান্স। গতকাল বৃহস্পতিবার, সামাজিক মাধ্যম এক্সে এ ঘোষণা দিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এর ফলে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দানকারী জি৭ জোটভুক্ত প্রথম দেশ হবে দেশটি।
৬ মিনিট আগেযুদ্ধ শুরুর পর পর প্রথম গণবিক্ষোভের মুখে পড়লেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের মুখে দুটি প্রধান দুর্নীতিবিরোধী সংস্থার স্বাধীনতা ফিরিয়ে আনতে একটি নতুন আইনের খসড়া পার্লামেন্টে জমা দিতে বাধ্য হয়েছেন তিনি। এই সংস্থাগুলোর ক্ষমতা খর্ব করার কয়েক দিন পরেই এমন পদক্ষেপ..
৬ মিনিট আগেআট মাসের অন্তঃসত্ত্বা ওয়ালা ফাথি তাঁর তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। দেইর আল-বালাহ থেকে তিনি বিবিসিকে বলেন, গাজার মানুষেরা ‘এমন এক বিপর্যয় এবং দুর্ভিক্ষের অভিজ্ঞতা লাভ করছে, যা কেউ কল্পনাও করতে পারবে না।’ তিনি বলেন, ‘আমার শিশুটি আমার গর্ভেই থাকুক। এই কঠিন পরিস্থিতিতে আমাকে যেন তাকে জন্ম দিতে...
৯ ঘণ্টা আগেএই বিরোধ তীব্র হয় ২০০৮ সালে। কম্বোডিয়া বিতর্কিত এলাকার ১১ শতকের একটি মন্দিরকে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নিবন্ধন করার চেষ্টা করলে থাইল্যান্ডের তীব্র প্রতিবাদের মুখে পড়ে। এর পর থেকে দুই দেশের মধ্যে বিচ্ছিন্নভাবে অনেকবার সংঘর্ষ হয়েছে, যেখানে উভয় পক্ষের সৈনিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
১১ ঘণ্টা আগে